QUOTES ON #বিশ্বাসঘাতকতা

#বিশ্বাসঘাতকতা quotes

Trending | Latest
30 JUL 2020 AT 14:20

জীবনে চলার পথে এমন অনেক বন্ধুই পেয়েছি যাদের সাথে নিয়মিত কথা না হলেও তারা নিয়মিত আমার পাশে রয়ে গেছে , আবার এমন কিছু বন্ধুও পেয়েছি যাদের সাথে আমি যোগাযোগ রাখতে চাইলেও তারা আমায় নিয়মিতভাবেই এড়িয়ে গেছে।

কেউ খারাপ সময়ে পাশে থেকেছে আবার কেউ খারাপ সময় উপহার হিসেবে দিয়েছে , কেউ ভরসার হাত এগিয়ে দিয়েছে তো কেউ বিশ্বাস ভেঙেছে।

কেউ আমার ভালোর জন্য মিথ্যে বলেছে তো কেউ আমাকেই মিথ্যেবাদী বানিয়েছে।

-


28 AUG 2020 AT 21:13

যতো বেশি বিশ্বাসঘাতকতা , ততো বেশি অভিজ্ঞতা

-


4 OCT 2021 AT 20:29

ভালোবাসার প্রমাণ চাইনি আমি,
চেয়েছি বিশ্বস্ততা ।
দেখেছি নাটক আর মিথ্যে হাসি,
দেখেছি বিশ্বাসঘাতকতা ।

-


30 JAN 2020 AT 13:00

আমাদের গল্পে আমিতো তোর রাধা হতে চাইনি!
হতে চেয়েছিলাম তোর লক্ষ্মী।
কিন্তু তুই তো আমায় রাধা'ও বানালি না!
জুড়ে ছিলাম তোকে ঘিরে অনেক স্বপ্ন,
আর স্বপ্ন দেখাটাই তুই নিলি কেড়ে!
কিন্তু আমায় দিলি তুই সুন্দর একটি উপহার
"বিশ্বাসঘাতকতা"

-


12 MAY 2020 AT 20:12

কোনোদিনেই হাৰ নমনা মইজনীক ,
তুমি জীৱনৰ খেলখনতেই হৰুৱাই দিলা ॥

-


1 JUL 2020 AT 21:07

বিষাদবোৰক চকলিয়াই চকলিয়াই
কেঁচা মলমলীয়া গোন্ধৰ তেজখিনি
হোপা-হোপে গিলি ডিঙিটো তিয়ালো...
এয়া নিৰ্জীৱ চকলবোৰ লৈ গৈ আছোঁ
পাগলাদিয়াৰ শেজাত উটুৱাই দিবলৈ...
বালিচৰত ৰৈ বিষাদৰ চকলবোৰক
ইতিকিং কৰি জোৰ জোৰকৈ হাঁহিছো...
কিন্তু, নৈপৰীয়া বতাহজাকে উষ্ণ কলিজা
চেঁচা কৰি বাৰে বাৰে সকিয়াই দিছে...
**বিষাদ অবিহনে হৃদয়খন মৰিশালি
বিষাদেই জীউটোৰ একমাত্ৰ লগৰী**
আপোনৰ বিশ্বাসঘাটকতাক সোঁৱৰি
বিষাদৰ চকলবোৰ মুঠিতে চপাই
পাগলাদিয়াক ঠগন দি গুছি আহিলো...
এতিয়া এক অভূতপূৰ্ব আয়োজন চলাইছো
বিষাদৰ বিভূষণেৰে জীৱন সজোৱাৰ।।

-


12 MAY 2020 AT 13:41

কিছু আপনজনের বিশ্বাসঘাতকতা জীবিত মানুষকেও মৃত করে দেয়।

-



ইতিহাস ধ্বংসে মুখোশের ছাপ,
রক্তস্নান সেরে ওঠে পলাশি,
বিশ্বাসঘাতকতার রঙ লাল সেদিন,
শাসনের লোভে হারিয়েছিল দেশপ্রেমী।

-


12 MAY 2020 AT 13:56

মুখোশ ধারি মানুষ চেনা যে বড় দায়......

-


19 DEC 2020 AT 11:19

বিশ্বাসে আজ মিশেছে বিষ, ফুরিয়েছে প্রয়োজন
প্রয়োজনেই করেছিলে প্রিয়জন!
সময় বলে দিয়েছে আজ আমি তোমার গল্পে প্রাক্তন,
আর তুমি এখন অন্যের গল্পে প্রধান চরিত্র, তাহার স্বীয়জন...🥀

-