সকালে ওঠা লাল সূর্যটা দেখার জন্য
শুধু আমি পাশে চাই তোকেই ,
ভোরে ঘুম থেকে উঠে গরম চায়ের কাপে
চুমুক দিতে পাশে চাই তোকেই ।
মোর সারাজীবন সুখে দুঃখে সদা সর্বদাই
অবিচল ভাবে পাশে চাই তোকেই ,
সব আপদে বিপদে পাশে দাঁড়াবার তরে
আমি শুধুই পাশে চাই তোকেই ।
খুশি আনন্দের দোলায় দুলতে চিরদিনই
একই সঙ্গে পাশে চাই তোকেই ।-
সামলে রাখিস আমায় এই বিপদের সময়
দেখিস ভেঙে টুকরো না হয় যাই আমি।
দেখিস সামলাতে গিয়ে তুই আমায় মৃত্যুর মুখে না দিস ঠেলে
না মরার হলেও এমনি মরে যাবো এই অবহেলায়।।-
বিপদের সময় পাশে এসে শান্তনা দেওয়ার জন্য..
অনেকেই আসবে।
কিন্তুু সেই পরিস্থিতিতে পাশে থেকে,
একসাথে পথ চলার মানুষের অভাব থেকেই যায়।
-
সান্তনা দেওয়ার অনেক লোক থাকে
কিন্তু বিপদে পাশে থেকে
বিপদের সম্মুখীন হওয়ার মতো কেউ থাকে না-
কারাদন্ড..
------রিম্পি দেবনাথ
ঘুমও আজ ক্লান্ত ঘুমিয়ে ঘুমিয়ে।
সভ্যতার কি আজব খেলা,
যে ঘুম আসতো ক্লান্তি বেলা।
সেই ঘুম পাচ্ছে আজ অবহেলা।।
বিশ্ব আজ নেমেছে যুদ্ধে,
আমাদের ঘুম পাড়িয়ে।
দিন যতই যাচ্ছে, আশঙ্কা
তথই যাচ্ছে বিপদের দিকে।
মনে হচ্ছে কারাদন্ড, তবুও আজ শান্ত।
-
অজানা পথে চলতে চলতে
হইনি কখনও ক্লান্ত,
কোনো বিপদই পারেনি আমাকে
করতে পুরোপুরি পরিশ্রান্ত।
-
প্রতিকূলতা জীবনের গুপ্ত অলংকার,
প্রতিকূলতা জীবনের গুপ্ত সম্ভার,
প্রতিকূলতা জীবনের গুপ্ত ভান্ডার,
জীবন মানেই প্রতিকূলতা।
জীবন নেই, প্রতিকূলতাও নেই।-
ভালো থাকতে থাকতে হঠাৎ
মখন বিপদ এসে হাজির হয়,
তাও যদি আবার স্বাস্থ্যের সমস্যা হয়,
তখন সময়টা খুব কঠিন হয়ে দাঁড়ায়,
ধৈর্য্য ধারণ করাটা একটু কঠিন হয়ে পড়ে।
তবুও ধৈর্য্যই একমাত্র পথ অবশিষ্ট থাকে।-