বইছে হাওয়া,
উড়ছে ঘুড়ি...
হচ্ছে শুধুই প্রেমের খেলা
বঙ্গরা সব সেজেছে আজ
চারিদিকে
পাঞ্জাবি আর শাড়ির মেলা...
ভালোবাসার সাত সাগরে
ডুব দিচ্ছে কত বাঙালি...
মুচকি হাসি
হাতে হাত
এভাবেই আজ
মাতিয়ে চলি...
-
ভিজছি আমি রোদ দুপুরে
ঘামের গন্ধে টাল মাতাল,
শুকনো ঠোঁট, খুঁজছে জল
জল আগলে ওই পাতাল,
আ! উত্তাস!
এই গরমে পুড়ছে সবই বেসামাল,
গামছা ঘেমে, ঘামছে রুমাল,
ঘামছে আমার যে টাওয়াল...
শুভ ঘাম উৎসব...-
দুটো ইংরেজি শিখে বাংলা ভাষাকে করছো উপেক্ষা,
পৃথিবীর আর কোনো ভাষাতে পাবেনা এত সুন্দর আবেগ আর মিষ্টতা........-
Santa Claus এর মতন যদি কোনো বাঙালি ক্যারেক্টার আমাদের দুগ্গা পুজোর আগে নতুন জামা কাপড় দিয়ে যেতো...
আহা, ভেবেও শান্তি...☺️-
তুমিও দেখো না ফিরে
আমিও দেখি না ফিরে
আমাদের চাওয়া পাওয়া গুলো
বেঁচে আছে কিছু বোবা SMS এর অন্তরে....-
আগে -
কবে যে দুর্গা পূজা আসবে...!
গরমের ছুটি পড়বে কবে...!
পরীক্ষা কখন যে শেষ হবে...!
এই সব ভেবে অপেক্ষা করতাম...
এখন -
কতক্ষণে মোবাইলের ফুল চার্জ হবে...!
এটা ভেবেই সময় কেটে যায়...-
ক্লাস সেভেনের ছাত্রী আমি। ছুটির দিন। মনের সুখে বসে ছবি আঁকছি।রান্নাঘর থেকে হঠাৎ মায়ের তলব।
-সনু, এই সনু এদিকে আয় তো।
-যাচ্ছি মা।
রকেটের গতিতে তখনই রান্নাঘরের দরজার সামনে হাজির।
-কী হল?
প্রশ্ন শুনে মা মুখ ফিরিয়ে আমায় আপাদমস্তক দর্শন করতে করতে বলে, রং হাত ধুয়ে এখানে এসে ভেন্ডিটা ভাজ তো; আমি ওই দিকটা সেরে আসি।
আমিও বিজ্ঞ রাঁধুনির মতো বাগিয়ে বসলাম, তারপর চলল 'ভাজা কান্ড'। গ্যাসের আঁচ চলছে পুরোদমে, একটু করে তেল দিচ্ছি আর নাড়ছি। নুনটি দিইনি কারণ মা ওটা যাওয়ার সময় দিয়ে গিয়েছিল।
কিছুক্ষণ পরে মায়ের হাঁক, হ্যাঁ রে হল?
-না।
তারও কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর মায়ের রণ পায়ে প্রবেশ, চোখে মুখে একরাশ প্রশ্ন, সন্দেহ।
-এ কী কান্ড? তোকে তেলে ভেন্ডি ভাজতে বলেছিলাম ভেন্ডিতে তেল নয়; আর এটা কী? আঁচ বাড়িয়েছিস কেন? দেখ, পুরো ঝলসে গেছে!বীজগুলো বেরিয়ে গেছে!এবার এটা কে খাবে শুনি..........ইত্যাদি ইত্যাদি বহু বকুনির পর শুরু হল কীভাবে ভাজতে হয় তার theory class।
-কড়াইতে সামান্য তেল দিয়ে তা গরম করে ভেন্ডিগুলো দিয়ে পরিমাণমতো নুন দিয়ে নেড়ে আঁচ কমিয়ে ঢাকা দিতে হয়। কিছুক্ষণ এভাবে রেখে তারপর ঢাকা খুলে দেখে নিতে হয় সেদ্ধ হয়েছে কি না; না হলে আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে আঁচ বাড়িয়ে ভেজে খড়িয়ে তুলে নিতে হয়। একে সেদ্ধ করে ভাজা বলে। এটা...
(বাকীটা ক্যাপশনে)-
নিশি🌃অবশান প্রায়...ঐ পুরাতন বর্ষ🗓হয় গত।
আমি আজি ধূলিতলে...জীর্ন জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও যেখানে যে রত..
ক্ষমা👏করো আজিকের মত... পুরাতন বছরের সাথে .
....পুরাতন অপরাধ যত 👏
আগামী নববর্ষের শুভেচ্ছা (♡‿♡)
-
কফিকাপে ঠোঁট ছুঁইয়ে শুরু হওয়া এক উষ্ণতা মাখা সকাল,
সারাটাদিন জুড়ে সারা শরীরে মেখে নেওয়া আলসেমী
দুপুরে প্লেট ভর্তি গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা,
সন্ধ্যায় তেলেভাজা-মুড়ি - গরম চায়ের সাথে জমিয়ে ফ্যামিলি-আড্ডা
আর খুব চাপ না হলে ডিনার - এ লুচি আর মটন কষা।
স্বর্গসুখ তো আমরা সবাই লাভ করতে চাই তাই না বলুন?
তাহলে দেরি কিসের মেঘলা দিনে একবার পুরোটা ট্রাই করে দেখুন ....কথা দিচ্ছি স্বর্গসুখ পাবেন মশাই, স্বর্গসুখ।-