বেশি কিছু চাই না...
আজ থেকে 10 12 বছর পরেও মানুষ গুলো দেখে বলে
" বাহ , আজও তোরা একসাথে আছিস!!😌❤️-
পান্ত ভূতের জেন্ত ছানা করছে খেলা জোসনাতে
কোনো একটা সম... read more
বুঝলে প্রিয়....
দুটো মন যেখানে ভালোবাসা আদানপ্রদান করছে,
মানুষ তো সেখানে শুধুই মাত্র নাট্যশিল্পী....-
বেশির ভাগ,
সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভাঙার মূল কারণ তৃতীয় ব্যক্তির অন্তর্ভুক্তি। সম্পর্কে যদি দুটো মানুষ সঠিক থাকে তাহলে এই ধরনের সমস্যা গুলো হয় না কখনোই। ছোট বয়সে রিলেশনে পারিবারিক সমস্যা অবশ্যই থাকে সেগুলো স্বাভাবিক,কিন্তু তৃতীয় ব্যক্তির অন্তর্ভুক্তিতে যে সব ঝামেলা মনে হয় সেগুলি সেগুলি খুবই বিপদজনক। সম্পর্কের থাকা দুজন মানুষের মধ্যে কখনো কোন কিছু মিথ্যের আশ্রয় বা লুকানো উচিত না, এতে সম্পর্কের ঋদ্ধতা তলানি স্পর্শ করে।
তাই পারিবারিক ঝামেলা থেকে তৃতীয় ব্যক্তির ঝামেলা অতি বিপদজনক। এইসব সমস্যা এড়িয়ে যেসব ভালোবাসা গুলো ভালো আছে তারা ভালো থাকুক...😊❤️💫
Happy valentines day...❤️😌-
অতীত টা এখানেই সীমাবদ্ধ থাকুক
ভালোবাসাটা আবার শেষ থেকে শুরু করা যাক...❤️-
ছোঁয়াচে প্রেমের উষ্ণ নিঃশ্বাস
লোহিত কণিকায় মারামারি
ঠোটে কামড়ে সময় অপচয়
বুকের ভিতরে মহামারী....-
ছেলে মানে: পরিবারের সুখে সে সুখী ।
ছেলে মানে: খুব ছোট বয়সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়।
ছেলে মানে: 18 বছর পেরোতে না পেরোতেই দায়িত্বশীল হয়ে ওঠা।
ছেলে মানে: এক অসীম সহনশীল ক্ষমতার অধিকারী হয়।
ছেলে মানে: কেবলই ত্যাগ,বিসর্জন উৎসর্গ করা।
ছেলে মানে: হাজারো দুঃখ হলেও একরাশ হাসি নিয়ে বলা "আমি ভালো আছি"।
ছেলে মানে: মনের কষ্ট মুখে আসার আগেই জীবন শেষ।
ছেলে মানে: সবার সামনে কাদার অধিকার নেই।
"শক্ত হয়ে কান্না ঢেকে হাসতে শিখেছে যারা
কষ্টগুলো মিলিয়ে গিয়ে, ভালো থাকুক তারা"
-
প্রহর শেষ আলোয় রাঙা সেদিন চৈত্র মাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ....
কবিগুরু-
যাকে কিনা জোর করে আমায় বেঁধে রাখতে হবে তার সাথে আমার ভালোবাসা কিসের??
একটা সম্পর্ক তে ভালোবাসার মতোই ঝগড়া, অভিমান এটাও স্বাভাবিক ব্যাপার...
তাই ঝগড়া অভিমান একটা সম্পর্ক কে আরো শক্ত করে.....
কখনো কাছের মানুষটার থেকে আঘাত পেলে তাকে সরাসরি বলবে
"ওই শোন তুই যেটা করেছিস আমার খারাপ লেগেছে"
দরকার হলে একটু ঝগড়া কর,
চুপ থেকো না,কারণ নিরবতা সবসময় দূরত্ব বাড়ায়....
যে কিনা না সত্যি ভালবাসবে, সে কখনো ছেড়ে যাবে না
একটু বিশ্বাস আর এফোর্ড পেলেই থেকে যেতে চাইবে...😌❤️
~ ছদ্মবেশী-