গোধূলির লালাভ আবিরে চারিদিকে যখন অপরূপ দৃশ্য
চাঁদের দীপ্তিতে অন্ধকার রচে সন্ধ্যা নামক মিষ্টি কাব্য
রাখালেরা এসেছে ফিরে, স্নিগ্ধতা গ্রামকে করেছে বেষ্টন
'মা ' সন্ধ্যাপ্রদীপ নিয়ে করে সকলের মঙ্গলের আগমন ।-
কবিতা :-
# মৃৎ প্রদীপ #
আকারে আবদ্ধ নিরাকার.... ক্যাপশনে দেখুন 👇👇-
“প্রতিদিন ক্ষতবিক্ষত মনের ঘর
জানতে পারোনি প্রিয়,
বিদায় ক্ষণে যদি বোঝ
শিয়রে একখানি প্রদীপ জ্বালিও..”
-
আঁধারের রূপমাধুরী
ফোটানো প্রদীপ'টাও বোঝে,
বিরহজনিত গভীর মনঃকষ্ট
অন্ধকার তলের ওই পিলসুজে।— % &-
প্রদীপদানি,, উজ্জ্বল প্রাণের প্রদীপে শুধায় ;
স্নেহাশ্রিত তুমি জাপটে আমার মাথায়।
সকলেরে মুঠোভরে ছড়াও সুখ-পরিতৃপ্তির আলো ;
একবারও কি ? ভেবেছো !
আমি অন্ধকার তলে আছি কত ভালো ?-
নিঃশব্দে বুক পুড়িয়ে আলো দেওয়াটা কি শুধু প্রদীপের ই দক্ষতা?
নাকি, আগুনটা দেখা যায় বলে সেটা চোখে পড়ে?-
মুগ্ধ করেছে তোমার রূপ!
ঘরে ঘরে আধার দূরাকারী তুমি,
তোমার ঐ উজ্জ্বল শিখায়,
বাঁচতে শিখেছি আবার আমি।-
যেহেতু আমি জেতায় অভ্যেসী,
তাই জোর করেই জিতে এসেছি!!
যুদ্ধক্ষেত্র ছেড়ে এসে গোধূলি শেষে প্রদীপের আগুনে
সেদিন নিজেকে স্পষ্ট দেখেছিলাম এককোণে সাজানো দর্পণে
তরবারির দাগে আঘাতের চিহ্ন ছিল প্রতিভাত, অবয়বের গহীনে..
রক্তাক্ত ক্ষত, জখম ছিলাম আমি, আমারই সৃষ্টি প্রতিফলনে !!
-
🌺
নিজের কন্যা রূপে শ্যামবর্না
এবার ঘরে এলে ,
টিটকারি নয়, বরন কোরো ,
প্রদীপশিখা জ্বেলে ।।-