সারা রাত ধরে দু এক ফোঁটা অনুতাপ আঁকি মাত্র!!
এই জোয়ার ভাটা বোধহয় অমাবস্যা জানে না !!
-
Don't waste your time!
লেখনীর একফোঁটা কালি গল্... read more
ভালো আছি ভাবলেই কিছু একটা শক্তি ভালো থাকাটা কেড়ে নেয় ..
হয়তো এটাই প্রকৃতির নিয়ম !!মানতেই হবে .....!!
তাই এই অনুভূতি না হোক ...আমি ভালো আছি বা আমি ভালো রেখেছি !!
-
সব হিসেব কাটাকুটির ছাঁচে , আবহাওয়া বদলেছে,
শেষ আদমশুমারি কবে হয়েছে , তোমার তাও মনে আছে! কিন্তু...
কর্বরী সাজে খোঁপার আদল,
গোলাপ চারায় কুড়ি দের ভিড়, প্রতিদিন কি ভেবে জল দেওয়া!!!!!!!
রুক্ষতা নিয়ে গেছে শীত, বসন্ত এসেছে , দেখেছি খবরের কাগজে ...
প্রতিদিন ভালো থাকা কেড়ে নেয় জানালার ওপারের প্রকান্ড কৃষ্ণচূড়া!
বৃষ্টি ভুলে গেছে বসন্তকে , অনিদ্রা আগলে রাখে অন্ধকার......
কারণ জানিনা ! তবে আমাদের এখানে কোকিল অনেক দেরি করে আসে !!
— % &-
আমার জানালার ওপার , চেনা একটা রাস্তা, কত অচেনা মানুষ ,
মনে হয় তারাও খুব আপন ,
তবে....
আমি না থাকি, স্বীকারোক্তিতে আমার কবিতা থাক !!ওকে ফিরিও না !
— % &-
আজ বসন্তের প্রথম বৃষ্টি
ধুয়ে চলে গেছে সব অভিমান....
থেকে গেছে নৌকা ভরা কিছু লজ্জা
দূরে নেই কালবৈশাখী!
বদনামে কি এসে যায়,
পরোয়া করিনা আর..
কাগজের বিশুদ্ধতা সরেনি এখনও
তবে আমার চিরকাল তোমাতে ভয়!!— % &-
When character & personality is enough to define the inner beauty, I think no need of ornaments to make one beautiful.— % &
-
ভিজে চুলে জানালার এদিক,
কাঁচে বৃষ্টি ফোঁটার দাগে হিজিবিজি আঁকিবুকি,
সাথে বৃষ্টির ঝিটের অনুভূতিতে বৈশাখী বর্ষার শিহরণ,
খুব কাছ থেকে বৃষ্টি ভেজা স্মৃতির স্মৃতিচারণ, আর অনুপমের গান... Just wow.
-
ঘরে ফিরে এসে ,সব ক্লান্তি মনখারাপে মিশে যায়,
পুরোনো জায়গায় নতুন করে মানিয়ে নিতে আমার কষ্ট হয়!
বিষণ্ণতা রোজ দূর দেশে পাড়ি দেয় , গন্তব্য পাল্টায় ..
ওপারে মরুভূমি, এপারে খরা, শহরের মন তবু ভিজে যায় বর্ষায়!
কি জানি কল্পিত নাকি সত্যি .... তবে কোথাও যেন শোনা যায় মাঝে মাঝে " আমি আছি "!-