তুমি ভালোবাসতে বিজোড় সংখ্যা, আর আমি জোড়!
বাস্তবতায় দেখো তুমি এখন জোড় সংখ্যা, আর আমি এখনও বিজোড়!-
আমি বিস্মিত হই এই ভেবে যে,
কত অপরিচিত আমায় পছন্দ করে না !
কেননা কেউ আমাকে ব্যাখ্যা করছে ,
তাদের কাছে !-
শত কষ্টের মাঝেও তুমি,খুঁজে নাও ভালো থাকার বাহানা,
সময় ফুরোলেই বদলে যাবে আসল মনের ঠিকানা।-
ওটাকে পছন্দ বলে না,
বলে জ্যাঠামো,বলে পাকামো।
সবাই যখন বাধ্যতায়,
তুমি তখন,অবাধ্যের তালিকায়।
এটা কি পছন্দ?এটা তো অমান্য।
-
ঠিকই করেছ, পছন্দের কাঁধে রেখে ও দু হাত ।
সব কিছু যা রেখেছো আদরে জমিয়ে, কোন হৃদয়ে সমর্পণ করবে দিন রাত ....-
অপছন্দের ভিড়ে খুঁজে নাও তোমার পছন্দ,
আমি দুঃখের ভিড়েও খুঁজে ফিরি আজ আনন্দ।-
" যে জিনিসের উপর নিষেধাজ্ঞা থাকে,
আমি সেই জিনিস বেশি পছন্দ করি "-
ক্ষতি নেই কে সাথে আছে,কে নেই,মানছি জীবনে অনেক সময় অনেক মানুষের প্রয়োজন পড়ে,কিন্তু সেই মানুষ গুলো বেশিরভাগ সময় যদি স্বার্থ নিয়ে থাকে,বারবার যদি ব্যাথা অনূভব হয়,তবে তো সে জীবন জীবন্মৃত হয়ে পড়ে,একদিন আশাহত হতে হতে একসময় এমন আসে যে,,সে নিজের স্বরূপকেই চিনতে পারেনা,তাই দূরে দূরে থাকার অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠলে নিজের জীবনকে ভালোবাসতে পারবে,তাই কে তোমায় পছন্দের তালিকায় রাখলো, আর কে বাদ দিলো সেই ভাবনা গুলোকে গুরুত্ব দিওনা।
-