ডুবন্ত জাহাজের নাবিক রাখে যেমন ।
-
এক শহরেই অথচ দেখা হয় না ,
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
তোমারে দেখিতে দেয় না !-
অন্ধকার তো প্রদীপের নিচেও জমে !
নিজেকে খুঁজো, নিজেকে
বাকি সবের জন্য Google তো আছেই ।-
পদ্ম যেন বড্ড আত্মবিশ্বাসী ,
কাঁচি-হাতুড়ি, হাতে উঠে এসেছে তাই ,
ব্রিগেড আজ "ছেক্যুলার" ভিড়ে ঠাসাঠাসি !
-
বেলা তখন পড়ে আসে দেখি ছায়াঘেরা বনফুলের ঝোপে,
কিছু নিশংসতা ছিঁড়ে খেল তারে !
এমন নিঃশ্চুপ আর্তনাদ, কে শুনেছিল আর কবে ?
কত স্নিগ্ধতা, হাস্যরুপলাবণ্য মিশ্রিত মাধুর্যতা-র
সূর্য ডুবিল চিরতরে !
-
সঙ্গে এনেছিল আকাশ চেরা বাজের ডাক ,
সারা আকাশটা যেন গলে গলে ঝোড়ে পড়েছিল,
অন্ধকার সাদা হয়েছিল, বৃষ্টির কুয়াশায় !-
ব্যাথা ?
ভালো তো !
যত ব্যাথা পাবেন জীবনকে তত গভীর ভাবে অনুভব করবেন।
যার যত বেদনা বোধ, সে তো তত উচ্চ স্তরের জীব !
-Vernol-
মন্দ নয় এমন মনে করা !
তবুও তোমার ঠিকানায়
আস্কারা পায় আমার অলসতা ।-