পাতাঝরার গল্পে সুখবৃষ্টির আমদানি অল্প
ভিজে শহরের কল্পে হাওয়াবদলের চিহ্ন স্বল্প;
সিন্ধুর সকাল বাদশাহী আমেজে যুক্ত
গরীব ঘোড়ার দেশে রংমিলান্তি অবলুপ্ত;
নীল দৃষ্টি সঙ্গম-বিষের তৃষ্ণায় ডুবে
নতুবা অসময়ের চন্দ্রগ্রহণ লেগেছে পূবে;
বিশুদ্ধ কাঞ্চন বিনিয়োগের হিসেবে ব্যস্ত
ঐতিহাসিক তূন এখন খুবই অসুস্থ;
বর্ধমান অতীত দুলছে পরীক্ষার ছোয়ায়
আগামী রয়েছে অধুনা স্বপ্নের প্রতীক্ষায় ।
-
19 MAR 2018 AT 22:50
12 APR 2019 AT 16:21
দোলনা
দোলনায় দোল খাওয়ার দিনগুলো
এখন স্মৃতির পাতায় ঠাই পেলো,
বিকেল এ বটের ডালে
পড়ন্ত ছায়ায় আপন মনে-
দোল খেতে খেতে-
ঘুম নেমে আসতো চোখে,
খেলার সাথীর ইশারা পেলে-
চুপি চুপি বাহির হতাম ঘর থেকে
প্রায়শই ছুটতাম সাথীদের দিকে-
মর্মর শুকনো পাতার উপরে হেটে হেটে,
এখন আর খেলতে কেউ ডাকে না
তবু শৈশবের দিন গুলো মুছে যায় না।
-
28 SEP 2020 AT 23:23
ইচ্ছে করে নীল দিগন্তের আকাশ নীলে ছুঁতে।
ইচ্ছে করে গোধূলির ঐ রামধনু গায়ে মাখতে।
ইচ্ছে করে কালবৈশাখীর ঝড়ে আম কুড়াতে।
ইচ্ছে করে পৌষের রোদে ঘুড়ি নিয়ে দৌড় দিতে।
ইচ্ছে করে শিউলি তলায় আঁচল পেতে থাকতে।
ইচ্ছে করে কাশের বনে লুকোচুরি খেলতে।
ইচ্ছে করে অশ্বত গাছের দোলনাটায় দুলতে।
ইচ্ছে করে চুপড়ি ভরে বেতেশাক তুলতে।
ইচ্ছে করে সেই পুকুরে আবার সাঁতার কাটতে।
ইচ্ছে করে সহজ সরল ছেলেবেলা ফিরে পেতে।-