Tuli Chakraborty   (তুলি চক্রবর্তী)
183 Followers · 8 Following

Joined 3 August 2018


Joined 3 August 2018
7 MAR 2019 AT 21:38

প্রতিশোধ স্পৃহা দাও মুছে প্রেমে
ভালোবাসা আসুক দুচোখে নেমে

-


15 JAN 2022 AT 21:41


০৮০১২০২২

ভালোবাসা!!

অসহিষ্ণুতায় মরে যাওয়া সংজ্ঞাহীন শব্দ তুমি

জাগলিং হয় অক্সিটোনিন আর সেরাটোনিন ক্ষরণে

যে কোনও বয়সের নব্য প্রেমিক প্রেমিকা আলগোছে তুলে নেয় সহিষ্ণুতায়

ক্ষরণ শেষে খেলাও শেষ, ছুঁড়ে ফেলা হয় ভালোবাসা!!

মৃতের মতোই বেঁচে থাকো অপেক্ষায়!!

-


1 JAN 2022 AT 16:01


রাত পোহালেই পড়বে মনে প্রথম সূর্য দেখা
কাব্য যখন হাত ধরছে, আর নও তুমি একা

-


8 DEC 2021 AT 9:36





সৃষ্টির উল্লাসে ছুঁয়ে থাকি ভুঁই
আভরণ ছেড়ে,শেষে সেই মাটিতেই শুই
আরাধ্যা, কপালে তিলক কাটি
সব শেষ হলে জানি, এ শরীর মাটি

-


27 NOV 2021 AT 13:26



কলঙ্ক
তুলি মুখার্জি চক্রবর্তী

কুমারী মনের সব আবদার মেনে নিলে তুমি
ঠোঁটে ঠোঁট লাগিয়ে অঞ্জলি দিলে প্রগাঢ় ভালোবাসার
শিরীষ গাছের ডালে বসে চঞ্চুমিলনে জোড়া শালিক
দুজোড়া চোখ বন্ধ করে তুরীয় প্রেমের উপলব্ধি
কল্পনাতে এতদিন যা যা ভাবা হয়েছিল একসাথে
কনে দেখা আলোয় সত্যি হলো ট্র্যাফিক জ্যামে
চম্বা ছেড়ে চিড়িয়া শহরের ব্যস্ত রাস্তায় উড়ছে

-


27 NOV 2021 AT 13:24



কলঙ্ক



কুমারী মনের সব আবদার মেনে নিলে তুমি
ঠোঁটে ঠোঁট লাগিয়ে অঞ্জলি দিলে প্রগাঢ় ভালোবাসার
শিরীষ গাছের ডালে বসে চঞ্চুমিলনে জোড়া শালিক
দুজোড়া চোখ বন্ধ করে তুরীয় প্রেমের উপলব্ধি
কল্পনাতে এতদিন যা যা ভাবা হয়েছিল একসাথে
কনে দেখা আলোয় সত্যি হলো ট্র্যাফিক জ্যামে
চম্বা ছেড়ে চিড়িয়া শহরের ব্যস্ত রাস্তায় উড়ছে

-


6 NOV 2021 AT 15:14


ফিসফাস করে ইঁটের গাঁথনি কানে কানে বলে যায়
ইতিহাস হয়ে রয়ে গেছি তোমার অপেক্ষায়

-


6 NOV 2021 AT 15:14


ফিসফাস করে ইঁটের গাঁথনি কানে কানে বলে যায়
ইতিহাস হয়ে রয়ে গেছি তোমার অপেক্ষায়

-


1 NOV 2021 AT 13:36

মরার আগেই ভূত সেজেছি
জ্বেলেছি চোখে আলো
শোধিত সন্ধ্যা আসর জমাক
হোক সবার ভালো

-


15 OCT 2021 AT 10:45



অনন্তকাল চলতে থাকে
কে জানে কার খোঁজ
খুঁজতে খুঁজতে দিন ঢলে যায়
তবু, খোঁজ থেকে যায় রোজ

-


Fetching Tuli Chakraborty Quotes