আমি তোমারো নয়ন পানে রহিব চেয়ে
তোমাতেই খুঁজিবো আকাশ ,
তোমার সুরেই হৃদয়ে গেঁথেছি
বেঁচে থাকার দীর্ঘশ্বাস।-
প্রতিটি দীর্ঘশ্বাসে থাকে কিছু না পাওয়া, আর কিছু পাওয়ার জেদ ।
-
মুখের বারুদে আধপোড়া হৃদপিণ্ড নিঃসাড় ,
ধূমায়িত বাষ্পে গুমোট মনের শহর !
পরিযায়ী চখার বেশে বিশ্বাসের মৃত্তিকায় দীর্ঘশ্বাস,
অযাচিত চোরাস্রোতে শেষঘুমে নটিলাস !-
আমার কানে ভেসে এসেছে তোমার দীর্ঘশ্বাস;
আমার শাড়ির আঁচলে লুকোনো পাঁজরে
তোমার নখের আচরের দাগে,
দেখেছি নিষ্পাপ প্রেমের মৃত্যু অগনিতবার।
চোখের কাজল লেপ্টে রাত নামে,
মোমবাতির রহস্য ছায়ার দেয়ালে
তাকিয়ে থাকে এক মনে;
হেরে যাই আমি, জয় তোমার স্বার্থপরতার!!
হারিয়ে যাই লোকারণ্যের ভীড়ে
সমর্পণ করি অন্ধকারে নিজ সত্তাকে বারেবার।।-
কত অভিমানের যাওয়া-আসা,
টুকরো আকাশ শ্রাবণ মাখে যেমন;
ঠোঁটের ফাঁকে জমাট সুখ,দীর্ঘশ্বাস,
এক লহমায় বৃষ্টি তার মনকেমন।।-
দীর্ঘশ্বাসে ঢেকে যায় কিছু ব্যর্থ হওয়ার গল্প🥀
দীর্ঘশ্বাসে,
বুকের মধ্যে কষ্ট হলেও,মনের মধ্যে শান্তি মিলে অল্প😌-
ফেলে রাখা দীর্ঘশ্বাস আর বেনিয়মি রুটিনের জঞ্জালে,
নিত্য পদদলিত এক বৃষ্টি ভেজা ঘাসও বোধহয় দিনান্তে মালতীলতা গন্ধ খোঁজে !-
গ্রিলের শিকে স্পর্শ এঁকো
শ্রাবণ সাজিও ব্যবধানে,
দীর্ঘশ্বাস নিরর্থক
একচ্ছত্রের অভিধানে।-