QUOTES ON #তুইশুধুআমার

#তুইশুধুআমার quotes

Trending | Latest
22 MAR 2020 AT 10:25

তোর হাসিতে ডুবে যাওয়া আমার অভ্যেস,
তোর হৃদয়ের গহনতলে এই তো আছি বেশ।।

তোর চোখের ঐ তীর চাউনি বিঁধবে আমার প্রাণ,
তোর নুপুরের ঝঙ্কারে বাজবে আমার গান।।

তোর কথাতে ভাসব আমি দিন রাত্রি পার,
রাখব আমি হাজার বাজি - তুই শুধু আমার।।

-


15 JAN 2020 AT 15:34

আমি জানি যে "আমি শুধুই তোমার"
কিন্তু তবুও তুমি যখন জোর খাটিয়ে নিজের মুখে বলো যে...
"তুই শুধু আমার, তোর সবকিছুর ওপর শুধু আমারই অধিকার".... বিশ্বাস করো তখন নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয়.. মনে হয় কেউ তো আছে আমার একান্তই নিজের মানুষ যার কাছে আমি ভীষণ দামি... যে চাই আমি শুধু মাত্র তারই হয়ে থাকি..তাকেই ভালোবাসি ❤️
গতকাল রাতে যখন তুমি বললে " তুই শুধুই আমার"... তখন আবার নতুন করে আরও বেশি করে তোমাকে ভালোবেসে ফেললাম 😘😘

-


3 OCT 2020 AT 20:13

জীবনের শুরুটা হয়তো....
তোর হাত ধরে হয়নি..!!!!
কিন্তু জীবনের শেষটা,,
তোর হাত ধরেই করতে চাই!!❣️🤝❣️

-


21 MAR 2020 AT 18:56

যে যার
সে তারই হবে_ইহ জনমে হোউক
বা
পরজনমে.....

-


5 JUN AT 17:41

Paid Content

-