তুমি আমার
আমার এখন তুমি যখন
সারাদিন আকাশ মেঘ তখন
ঝর ঝর ঝির ঝির বৃষ্টি
আকাশ দাপিয়ে ঝড়ের খেলা
ঊষ্ণ শ্বাস হৃদয় পরে
বর্ষা তুমি আমার গভীর রাত
ঠোঁট স্পর্শ ছোঁয়া শরীর
চুম্বন আঁকা নিশ্চিন্ত কপাল রেখা
প্রেয়সী তুমি আমার
একান্ত বেলা অবেলায়
প্রতিটা কম্পন অনুভূতি
অনুভূতি আমার পৃথিবী ইশারায়
প্রেয়সী প্রিয় যে তুমি আমার গহীনে-
মন ঠকে যাওয়াটা
বোধ হয় সেই রকমই
মন কঠিনে
নতুন রং ধরেছে...
অন্বেষণ
মহাকাশের সমস্ত নক্ষত্র নিভে যায়
গ্রহ ও উপগ্রহ অন্তর সৃষ্টি করল
মহাকাশ অন্ধকার সুগভীর রাত তখন
আমাকে কখনোই স্পর্শ করেনি আলো
আমি কেবলই এক অন্তর হয়ে রইলাম
ঘন নিকুঞ্জ উপবনে এক বৈষ্ণবী' র খোঁজ শুরু হলো
তুমি কে আমার প্রেয়সী নয়তো-
অবসর
অবসর সময় চিন্তায় অপেক্ষা তুমি
হৃদয় অপেক্ষা দ্রুতগতি
তোমার অবসর সময় হন্যে মন
কুয়াশা ছাড়া শীত সকাল
আমার লাল পৃথিবী
হাওয়ার মতোই ভেসে ত্রিলোক শূন্যে
যদি তুমি কখনো আবার ফিরে আসো
আজ শব্দ ভাঙা রাত গভীর
চাঁদ মাখা আলো ত্রিনয়ন পরে-
জীবিত
ঝরে যাওয়া ফুল
ভেঙে যাওয়া কাঁচ
তোমার থেকে অনেকটা দূরে চলে যাওয়া
ঠিক অভিকর্ষ বলের মতো.....
প্রথম প্রেমে পড়া সেদিন থেকে আজ পর্যন্ত গ্রহণ সুখ
তোমার প্রতি একান্ত নিশ্চিন্ততা বারংবার বৃদ্ধি পেয়েছে
গোপন হৃদ যন্ত্র টাও বিকল হয়েছে তবু ও-
প্রেম অনন্ত অনাদি
বিরহ বেদনা হৃদয় সুগভীর অনুরাগ
স্পন্দন অনুভূতি চেতনা বিস্তার
আগুন স্রোত মস্তিষ্ক ক্রোধ
ব্রম্ভমায়া আমার ব্রম্ভজ্যোতি-
শেষ সারাংশ
তোমার চিবুকের নিচে এক বিন্দু কালো
বেশ অবাক করার মতো বেশ অবাক হই
দু'ই নরম গাল
তোমার হাসির শেষ সারাংশ
চুম্বন রেখা আঁকি
কখন যেন কেমন ভাবে
ছায়াপথ ধরে এগিয়ে চলা
কখন যেমন থামবে আবার
আমার অচেতন
দু'ই নরম গাল
তোমার হাসির শেষ সারাংশ-
জীবন আছে একদিন চলে যাবে
প্রতিনিয়ত নিয়তির অভিযোজিত সংসার
ভয় আছে হারানোর ভয়
কি সেই ভয়
তবে কি জীবন স্মৃতির প্রাচুর্যতা সমাহার
মৃত্যু নেই হারানোর ভয়
কি সেই ভয়
প্রতিনিয়ত নিয়তির অভিযোজিত সংসার-
একই আছি
যে গোলাপ সুগন্ধি ছড়ায়
ঝরে পরে এক এক পাঁপড়ি
এক এক দিনের মতো
কণ্টকময় বেদনা আজ রাত্রি যাপন
তুমি ভুলছো সেদিন
আমি তোমার একজন খুব
একদিন ছিলাম তোমার খুব
আজ ও একই আছি তাই
স্মৃতি মরিচা ধরা
জমানো তুমি প্রেম অমলিন
হিসাবী মন বেমানান অশান্ত
তুমি হৃদয়ের জিজ্ঞাসা !
এক এক দিনের মতো
কণ্টকময় বেদনা আজ রাত্রি যাপন
যে গোলাপ সুগন্ধি ছড়ায়
ঝরে পরে এক এক পাঁপড়ি
একদিন ছিলাম তোমার খুব
আজ ও একই আছি তাই-
আমি আসছি
ভ্যাপসা দুঃখে কাঁদছে প্রান,
তবু ও সুখ নিদ্রা দিলাম আজ,
গুমোট বিভীষিকাময় রুদ্র মরীচিকা,
টলটল করছে দূর ঐ প্রান্তে,
পারো কি ধরে আনতে.........
ক্লান্ত , শীতার্ত অবস্থায় পড়ে আছে মন,
গোধূলির মৃত আলোকে জাগছে প্রান,
সন্ধ্যার ধূলি ঝড়ে টালমাটাল আমি,
রাত্রিরের সুপ্ত বাসনায় কি খুঁজছো তুমি?
প্রেয়সী পেয়েছো কি ?....আমায়...
ভ্যাপসা..................
................
...........
........
............................?-
যে ভালোবাসা চিরন্তন।যে ভালোবাসার বর্ষপূর্তি খুশির অনন্য আমেজ। যে ভালোবাসা বহন করে নিয়ে আসে উন্নত সমাজ গড়ার পরিকাঠামো। যার আত্মপ্রকাশ ঐক্যতা, প্রগতি, সংহতি,প্রেম ও ভালোবাসা।
YQ 'র একজন সদস্য হয়ে আজ YQ' র বর্ষ পূর্তি উদযাপন কে আন্তরিক ভাবে প্রেম, ভালোবাসা, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই।
আগামী দিন গুলি সর্বদাই আজকের দিনের মতো অনন্য খুশির মেজাজ হয়ে উঠুক। প্রতিটি সদস্য ও সদস্যা'র অক্লান্ত একনিষ্ঠ পরিশ্রম ও চিন্তাভাবনা, প্রতিটি পাঠক-পাঠিকা'র হৃদয়-মন-মস্তিষ্ক- এ ঘোরাফেরা করার জন্য ,যেন সুনির্দিষ্ট সময় খুঁজে নেয়।-