যে মানুষটা একান্তই তোমার ছিল হঠাৎ করে দেখলে সেই মানুষটা অন্যের হয়ে গেছে।।
এতদিন তুমি যে মানুষটাকে শুধু তোমার বলে দাবি করতে হয়তো একদিন হঠাৎ করে উপলব্ধি করলে সেই মানুষটা একান্তই আর তোমার নিজের নেই।।যার সাথে তুমি তোমার সমস্ত কাজের ফাঁকে একটা সময় তাকে দিতে,এখন সেই সময়টাই শুধুই তুমি একা,যার কাছে তুমি তোমার সমস্ত রাগ,অভিমান,সুখ,দুঃখ সব কথা বলতে আর আজ তাকে বলতে না পেরে তুমি ফেলে রাখা কলম দিয়ে জীবন ডায়েরির পাতায় উপন্যাস লিখেছো।যে উপন্যাসে নায়ক শুধু সেই।এতদিন যাকে নিয়ে তুমি তোমার সব বন্ধু বান্ধবীদের কাছে তার সাথে প্রতিদিনের সেই ছোট ছোট মুহূর্ত গুলো গল্প করতে,তাকে নিয়ে তাদের কাছে গর্ব করতে,আজ সবই আছে শুধু নেই গল্প করার মতো সেই প্রিয় মানুষটাই।।🖤-
কবিতার মতো সুন্দর
আমাদের গ্রাম বাংলা..!!
ভোরের সাথে পাখিও গান গায় বাউলের সুরে-
উন্মুক্ত মন ঘুরে বেড়াই মেঘের ভেলায় চড়ে..!!
হিমের পরশ লেগেছে খেজুর রসে,
শীতের প্রভাতে প্রকৃতিও আজ
সেজেছে নতুন সাজে।।
@মৌসুমী বেজ~_✍️-
তোমার কেরিয়ার এর জন্য,,তোমার সুখের জন্য আমার স্বপ্নগুলোকে
আমি নিজের হাতে কতটা যত্ন নিয়ে পুড়িয়েছি।।
তুমি জানোনা তোমার কষ্টগুলোকে নিজের করে নিয়ে আমার সমস্ত আনন্দ তোমাকে উজার করে দিয়েছি।। তোমার ভুল গুলোকে ভালোবেসে আমি বারবার ক্ষমা করে দিয়েছি।। জানো আমার মনের কুঠিরে এখনো কেউ ঠাঁই পাইনি,,শুধু তুমি আছো বলে।। পিছনে ফিরে তাকালে,দেখতে পাবে সেই কত বছর ধরে আমি তোমাকে ভেঙে চুড়ে ভালোবেসে গেছি,,তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি।। কিন্তু তুমি বারবার আমাকে মিথ্যে প্রমান করে দিয়েছো।। আর আমি কাঙলের মতো তোমার ভালোবাসা পাওয়ার লোভে এখনো তোমার পথ চেয়ে বসে আছি....।।
হয়তো এটাই একতরফা ভালোবাসা..!!
@মৌসুমী বেজ~_✍️-
:-ও গো ফ্যান, তোমার ইগো খুব বেশি
তাই তো তুমি উপরতলা বাসী..।।
:-আর আমার ইগোর কোনো দাম নেই,
আকড়ে পড়ে আছি এই মাটি,
তাই তো আমি তোমাদের সবার প্রিয় শীতলপাটি..।।
@মৌসুমী বেজ_~✍️-
খুঁজে চলি তোকে বারে বারে
মিঠে রৌদ্রুর ফিকে বালিয়াড়ি
কৃষ্ণচূড়ার অঞ্চলে🍂🍂।।-
শীতের সকাল ঘন মেখলা,,
কুয়াশা জুড়ে তোমার আলাপ..!!
সূর্য ও আজ অভিমান করেছে..;;
স্মৃতি পাতা জুড়ে রয়ে গেছে তোমার সংলাপ..!!
@মৌসুমী বেজ~_✍️❣️-
একবার তুমিও হেঁটে এসো..;
তাহলে হয়তো তুমিও বুঝতে পারবে কেউকে অপেক্ষা করিয়ে নিজে আর না ফিরে আসাটা কতটা যন্ত্রনা দায়ক..!! কতটা কষ্টকর..!!
💔
@Mousumi Bej~_✍️
-
দেখতে দেখতে আজ দশ বছর হয়ে গেল,,সময়টা আজ 2030-এর শেষের দিকে!! ভাগ্য যেন আজ ইচ্ছা করেই আমাদের মুখোমুখি দাঁড় করিয়েছে।। দুজনেই সেই সরু ফ্রেমের চশমা ছেড়ে আজ মোটা ফ্রেমের চশমা পড়েছি।। হয়তো আমাদের দেখা হওয়ার ছিল এইভাবেই,,সময়টা বদলে গেছে শুধু!! সেই রূপের মহিমা আজ আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে,,বয়স যে বাড়ছে..!!
অনেকক্ষন তোমার দিকে তাকিয়ে থাকার পর লক্ষ্য করলাম তোমার হাতে কার যেন হাত রয়েছে,,ভালো করে তাকিয়ে দেখতেই দেখলাম একটা বাচ্চা..; প্রথমে বুঝতে পারিনি তারপর সে যখন তোমাকে বাবা বলে
ডাকলো..তখন বুঝলাম তোমার ঘরে নতুন অতিথি
এসেছে..খুব খুশি হলাম জানো..!! সেই অগোছালো তুমি
এখন কি সুন্দর তাদের আগলে রাখছো তোমার মনের
ঘরে.! আমাদের চোখে তখন অনেক কথা থাকলেও
ঠোঁট দুটি তখন প্রায় চুপচাপ;সেই ভালোলাগা,ভালোবাসা
সবকিছু পেছনে ফেলে পরিস্থিতি আর পরিবারের সুখের
জন্য আমিও নিজেকে রাঙিয়ে নিয়েছি অন্যের
ভালোবাসার রঙে....!! @Mousumi Bej~_✍️
-
আমি আর জ্বালাবো না তোমাদের,
একদিন সঙ্গী হবো ওই আকাশের তারাদের।।
সেখান থেকেই না হয়..;
সন্ধ্যা তারায় লিখবো তোমার নাম....!!
ইচ্ছা না থাকলেও একবার পড়ে দেখো
পাঠানো ওই খাম।।
ওরাও যখন চাইবে না আমাকে
পরবো আমি খসে,,
যা ইচ্ছে তাই চেয়ে নিয়ো তখন
দেব ভালোবেসে।।
@Mousumi Bej~_✍️
-
সকালে আদুরে রোদমাখা চাদর মুড়ে
বারান্দায় নিরালায় বসে গরম কফির কাপে চুমুক দিতেই,,
স্নিগ্ধ বাতাসে তার কথা ভেসে আসে মোর কানে..!!
তার অফিস ফেরত ক্লান্ত শরীর যখন পরিশান্ত হয়ে ঘরে ফেরে,,
আমি তখন তার অপেক্ষায় একলা দাঁড়িয়ে রয় আমার দরবারে....!!
আমার একতরফা প্রেমের উপন্যাসে..;;
তার চরিত্র যেন বারবার ঘুরে ফিরে আসে..।।
সেই উপন্যাসে যত্ন সহকারে আজও আগলে রাখেছি তারে..;;
তার অবহেলা আমাকে দোলায়িত করতে পারিনি;
আমি জানি সে আসবে,,
সে ফিরে আসবে আমার কাছে কোনো একদিন..!!
উত্তাল জলরাশির মতো তার স্মৃতিরা,
বারবার ঢেউ তোলে মোর মনে..!
আজও এই স্বপ্ন শহরে খুঁজে ফিরি তারে,
চেনা-আচেনার ভিড়ে....!!
@Mousumi Bej~_✍️-