!!এইসময়_শিক্ষক দিবসের প্রাক্কালে!!
ভেঙে যায়
ভেতরে ভেতরে চোরাস্রোত নদীর পাড় ভাঙে যেমন,
নিঃশব্দে
ভাঙে অবিন্যস্ত মন!
-চুপিসারে
কানে কানে শিখিয়ে দিয়ে যায় জীবনের পাঠ...-
The silence.
There was a little bit of silence in his eyes,
standing under the trees
who pulled the people
towards
there destiny ...
-
The beggar fall in love.
There was a little princess,
who wants to fly.
Who wants to fly.
But
No body Heard her cry.
Oneday
she met with a beggar
who listens to her.
The little princess began to dream' that she could fly
with the beggar who listens her cry.
But no one never hear
try
not to each other
-a true friend knows how to care.-
নিজের সাথে অদৃশ্য লড়াইটাকে মানুষ একরকম ভয়ই পায়। বসে বসে সারাদিনটা যদি তাস পিটিয়ে কেটে যায়, তাহলে লড়াইয়ের কি দরকার!
দাঙ্গা ফ্যাসাদে আছে অথচ নিজের সাথে অদৃশ্য সেই লড়াইয়ে মানুষ অনেক জিততে পারে না।
যে জেতে সে এক ইতিহাসের পাতায় জায়গা করে নেয়।-
।। Barbad ।।
We, such human being who never thought about how we become destroying..-
।। এইসময়।।
গরীবের গরীবিয়ানাতেই যেন লুকিয়ে আছে সকল শান্তি!
সকাল আর সন্ধেবেলা দুমুঠো অন্ন,
যেন এ জীবন মা অন্নপূর্ণার আশীষধন্য।
-
।।ষড়যন্ত্র।।
আঁতুরঘর হতেই উৎপত্তি যার।
একের পর এক
ষড়যন্ত্র!
ফাঙ্গাসের মত গজিয়ে ওঠা আমার বাড়ির আনাচে কানাচে।
একসাথে বাস।
অথচ
এত বিষ!
নিশ্বাসে বিষ, প্রশ্বাসে বিষ।
কলমে আমি-Jit-
।। নীলকে ভালোবেসে।।
ভেবেছিলাম সব ছেড়ে চলে এসেছি বনবাসে!
--মিথ্যে,
সব মিথ্যে।
বনবাসে,
মনটাকে যে ফেলে এসেছি জানি না কোন এক আশ্বাসে?
ভেবেছিলাম সব ছেড়ে চলে এসেছি বনবাসে!
কেন জানত,
নিজের অজান্তেই ফেলে এসেছি মনটাকে,
নাহলে
এতো ভুলে থাকার চেষ্টা করেও
ভুলে থাকতে পারলাম না যে...-