আমরা যারা বোকার হদ্দ, কথার আঁচে কান সেঁকি
কেউ বুঝিনা আসলে তো, এই দুনিয়ার সব মেকি!!!-
ওহে ফেলুবাবু , শুনেছি কান নাকি শ্রবণ ছাড়া আমাদের দেহের ভার ও বহন করে ,
কিন্তু মশাই ,
কান দিয়ে সবাই অনেক কাজ করিয়ে নিচ্ছে ,
👂চশমা বা সানগ্লাস এর ডাটি বইবে কান ,
👂ব্লুটুথ ইয়ার ফোন বইবে কান ,
👂ছেলে , মেয়ে নির্বিশেষে দুল পড়লে বইবে কান ,
👂হিয়ারিং এইড টাও বইবে কান ,
👂পেন,পেন্সিল, সিগারেট,বিড়ি গুঁজে রাখছে কান,
👂আর এই কোরোনা পর্বে ,শেষে মাস্ক এর ভার বইছে কান
ভাগ্গিস, আরাবল্লির ডাকাত রা কান কাটে না 👃
তাই ভাবলাম এই পুজোয় আমার উপন্যাসের নাম দেব ,
" কত কান Do কানপুরে "
আগে থেকে বললাম , কথা টা পাঁচকান করবেন না ,
কারণ শুনেছি দেয়ালের ও তো আবার আছে 😁😁
কান 👂
©Atanu Bhattacharya
-
ইচ্ছে গুলোকে স্বাধীনতা দাও
উড়তে দাও আকাশে,
লোকের কথাতে কান দিও না
সে তো রোজই ওড়ে বাতাসে।-
দাবী দাওয়ার মিছিল নিয়ে
মানসিক জ্বালাতন,
কী দিলে আর কী দিলে না
সহধর্মিণীর প্যান প্যান
সারাক্ষণ কানের কাছে করছে ঘ্যান ঘ্যান
এযে কান ভাঙ্গানির গান।।
বসের কাছে কর্মচারীর
বেতন বাড়ানোর প্লান
সন্তানের দাবী বাবা মায়ের কাছে
এতো কম দিচ্ছ ক্যান??..
বন্ধুর দাবি - কত দিবি
বন্ধু হলি ক্যান!!
আর পারি না ক্যামনে করি
এ মুস্কিল আসান??
এযে কান ভাঙ্গানি জ্বালাত্ননের
কঠিন পেরেশান- কান ভাঙ্গানীর গান।।-