উইকেন্ডের মাল্টিপ্লেক্স
বিচ্ছিন্ন আউটরাম ঘাট
স্যাটেলাইটের ষড়ঋতু
কপিরাইটের হাওড়া হাট।-
22 NOV 2021 AT 11:53
26 JUN 2020 AT 13:57
Copyright এর ভয় থাকলে নিজের চিন্তা ভাবনাগুলোকে একাকীত্বে ডায়েরির ভাজে রাখো... আমি ভাবি আমরা সবাই কাউকে না কাউকে কপি করি সে আমাদের আইডল হতে পারে বা অন্য কেউ... আমরা যারা লিখি বা লিখতে ভালো বাসি তাদের লেখা পড়ে অনেকে অনুপ্রাণিত হয় অনেক মানুষ আমাদের লেখা কবিতা পড়ে নতুন করে হাসতে. বাঁচতে শেখে আবার কেউ অনুপ্রাণিত হয়ে নিজে লেখে.. কপিরাইট এর ভয়ে যদি 'নজরুল'., 'রবীন্দ্রনাথ' তাদের কবিতা ডায়েরি তে রেখে দিতেন তো আজ আমরা কিভাবে ছোট্ট ছোট্ট কবির জন্ম দেখতাম? তো কপিরাইট বলে কাউকে হেনস্থা না করে যদিও কপি হয় তাও খুশি থাকা প্রয়োজন যে তোমার উৎসাহে কেউ উৎসাহিত হচ্ছে #আমি যা ভাবি👏
-
10 NOV 2021 AT 10:02
অন্যরা কি বলছে?
সেটা কপি করে আমি আবার রিপিট করতে চাইনা
আমার বিবেক কি বলছে?
সেটা বিবেচনা করে সবার সামনে তুলে ধরতে চাই-