গত তিন বছর ধরে চলছে সেই একই প্রকোপ, রোগ তো কমছে না বাড়ছে শুধু নতুন প্রজন্মের ক্ষোভ
-
নতুনত্বের পথ শুরু হয় রক্ত বর্ন দিয়ে, মাসের পর মাস কাটে ব্যথা আর কান্না নিয়ে। বিন্দু বিন্দু রক্ত তৈরী করে নতুন জীবন সৃষ্টির সিড়ি, ছোট্ট মেয়ে হয়ে উঠে দশভূজা মায়াবিনী নারী। রক্তক্ষরন সে তো লজ্জা নয় সে অন্য এক কায়া, যার দ্বারা সৃষ্টি হয় নতুন প্রানের আর নারী হয়ে উঠে মা ।
-
যে আশায় ছিল সে সেই মেঘ যদি না ঘর বাঁধে।। শ্রাবণের কান্না হবে তখন ভয়ংকর চিৎকারে পরিনত, মেঘ আবার হবে বজ্রপাতের কাছে নত।।
-
ডায়েরির ভাঁজে লেখা কবিতাগুলোতে ধূলিকনা জমতে থাকে পাঠকের অভাবে, ঠিক তেমনি সম্পর্কও শ্বাসরুদ্ধ হয়ে যায় প্রয়োজনীয় পরিচর্যা আর অক্সিজেন না দেওয়ার স্বভাবে।।
-
সন্দেহের ঝড় উঠছে আবার খুব জোরে, আবার আমার কোনো আপনজন চলে না যায় দূরে
-