Kamrul Islam   (ফরহাদ)
54 Followers · 78 Following

বহমান জীবনে এগিয়ে যাও,
কিছু করো নয়তো পরাজয় অপেক্ষা মৃত্যুকে মালা হিসেবে বরণ করো!!
Joined 13 July 2018


বহমান জীবনে এগিয়ে যাও,
কিছু করো নয়তো পরাজয় অপেক্ষা মৃত্যুকে মালা হিসেবে বরণ করো!!
Joined 13 July 2018
11 APR 2022 AT 1:52

তোর গল্পের সাজানো উঠোনে একরাশ খুশি থাক।
মনের জানালা জুড়ে থাক সবটুকু আলো।
আমাদের সব চাওয়া-পাওয়ার হিসেব থাক,
তোর-আমার গল্পের শেষে......
শুভ জন্মদিন প্রিয়....🌹
ভালোবাসা নিস...❤️

-


24 JAN 2022 AT 13:19

জীবন থেমে থাকে না কারোর জন্য…
শুধু মনের চোরাকুঠুরিতে
রয়ে যায় কেউ-কেউ
শেষদিন পর্যন্ত…

-


9 NOV 2021 AT 22:50

শেষ পর্যন্ত সবাই নিজের ঠিকানা খুঁজে নেয়.....

-


21 NOV 2018 AT 21:59

নেশা হোক আরো গাঢ়,
নতুন গ্লাসে পুরোনো মদ উপশম হোক সব যন্ত্রণার ।
ধোঁয়ায় উড়ে যাক দুঃস্বপ্ন আর বাস্তবের আপেক্ষিক ভাবনা।

-


19 NOV 2018 AT 1:55

মাঝেমাঝে কিছু শূন্যস্থান_____শূন্যস্থানি'ই থেকে যায়,
যা কখনো পূর্ণতা পায় না______!!✍

-


17 JAN 2022 AT 1:48

আবার তুমি মুখোশ পড়ে অভিনয় করবে!
ধরা ছোঁয়ার বাইরে আবার ঠকবে কেউ....

-


4 DEC 2021 AT 22:33

❝ছোট্ট কুঁড়ে ঘরে আমি বৃথায় আশায়,
বেঁধে ছিলাম ঘর বালুচরে...!❞

-


25 NOV 2021 AT 23:07

একটা সময়ের পর নিজের চোখের পানি নিজেকেই মুছে ফেলতে শিখতে হয়...

-


19 NOV 2021 AT 0:49

আমার জীবনে
তোমাকে চাই না আমি....💔

-


17 NOV 2021 AT 17:44

আমাকে প্রথম প্রথম সবারই ভালো লেগে যায়,
তারপর সময়ের সাথে সাথে অপ্রিয় হতে থাকি…

-


Fetching Kamrul Islam Quotes