Tushar Chattopadhyay  
0 Followers · 2 Following

Joined 15 September 2020


Joined 15 September 2020
26 MAY 2022 AT 13:39

#আয়না
#তুষার চট্টোপাধ্যায়ের কলমে

আজ আয়নার সামনে দাঁড়িয়েছি। সব কিছুই দেখা যাচ্ছে ঠিকমতো, যেমনটা দেখতে পাওয়ার কথা। কিন্তু আমি কই?
বিস্ময়, ক্ষনিকের নিস্তব্ধতা।
আমি আছি আমার মতোই।

#কপিরাইট:-তুষার চট্টোপাধ্যায়
(স্বর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
কপি নিষিদ্ধ (আংশিক অথবা সম্পূর্ণ)

-


4 SEP 2021 AT 16:45

# নক
#তুষার চট্টোপাধ্যায়ের কলমে

ঘুমটা ভেঙে গেল। বেডরুমের দরজায় ঠক ঠক আওয়াজ। বিস্মিত হয়ে লাইটটা জ্বেলে ফুলদানিটা অস্ত্র হিসেবে বাগিয়ে ধরে দরজাটা খুলতেই দমকা ঠান্ডা হাওয়া আমায় ছিটকে ফেলে দিল। বাড়িতে আমি একা।

কপিরাইট:-তুষার চট্টোপাধ্যায়
(স্বর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
কপি নিষিদ্ধ (আংশিক বা সম্পূর্ণ)

-


27 MAY 2021 AT 16:31

# উপলব্ধি

জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গ বিভাজন করে বিশেষ একটা অংশকে অপরাধী হিসেবে দেগে দেওয়া অথবা নিরাপরাধ সাব্যস্ত করা সবচেয়ে বড়ো ভুল। এই ভুলই কখনো অপরাধীর আস্ফালন অথবা অসহায়ের আর্তনাদের কারন।

-


9 MAY 2021 AT 22:39

# উপলব্ধি
# তুষার চট্টোপাধ্যায়ের কলমে

জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গ বিভাজন করে বিশেষ একটা অংশকে অপরাধী হিসেবে দেগে দেওয়া অথবা নিরাপরাধ সাব্যস্ত করা সবচেয়ে বড়ো ভুল। এই ভুলই কখনো অপরাধীর আস্ফালন অথবা অসহায়ের আর্তনাদের কারন।

-


28 FEB 2021 AT 15:53

# মরীচিকা
# তুষার চট্টোপাধ্যায়ের কলমে
হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই দেখি দাঁড়িয়ে আছে পাশে। ধড়ফড় করে উঠে বসলাম। দাঁড়াতে বলতেই দ্রুত চলে যেতে লাগলো। পিছন পিছন দ্রুত গেলাম দাঁড়াতে বলার অনুরোধ করতে করতে। কিন্তু দাঁড়ালো না। আর দেখতে পেলাম না।
এভাবেই প্রায়ই রাতে দেখতে পাই ওকে। ছুটে যখনই ধরতে যাই দেখি সবই মায়া।
দাঁড়াবেই না যদি তবে আসে কেন?
# কপিরাইট:--তুষার চট্টোপাধ্যায়

-


25 FEB 2021 AT 0:49

# প্রতীক্ষা
#তুষার চট্টোপাধ্যায়ের কলমে

তোমার জন্য আনা গোলাপ তো শুকিয়ে গেল,
এ তো এক অনন্ত প্রতীক্ষা।
তবুও চাই তুমি সুখে থাকো দীর্ঘদিন।
একদিন বিধির বিধানে ঠিক আসবে এখানে,
সেদিন তোমায় দেব একগুচ্ছ তাজা গোলাপ।
আবার শুরু করব সবকিছু নতুন করে।
নদীর পাড়ে অন্ধকারে বসে দেখব স্রোতস্বিনীকে।
আমাবস্যার রাতে হাতটি ধরে খুঁজব নতুন পথ।
©Tushar Chattopadhyay
বিচ্ছেদের সেই দিনে,
তোমার চোখে ছিল অনেক জল।
আমারও তো দুঃখ ছিল অনেক।
তবুও চোখে জল আসেনি কোনো।
তোমারই পথ চেয়ে,
রয়েছি আমি না ফেরার এই দেশে।

# কপিরাইট:--তুষার চট্টোপাধ্যায়

-


14 FEB 2021 AT 13:50

তোমার জন্য আনা গোলাপ তো শুকিয়ে গেল।
এ তো এক অনন্ত প্রতীক্ষা।

-


1 JAN 2021 AT 12:16

#হিসাবের খাতা
#তুষার চট্টোপাধ্যায়ের কলমে

পারমিতা দৈনিক যাবতীয় খরচের হিসাব খাতায় লিখে রাখে। সুগত সংসারে দায়িত্বশীল হলেও কোনদিন হিসাবের খাতাটা উল্টে দেখেনি। সম্পর্কের বাঁধনটা ছিল খুব পোক্ত। পারমিতাকে  হিসাবের খাতা নিয়ে বসে থাকতে দেখে মজা করে সুগত বলতো-- "তোমার ক্যাশবুক লেখা হল?"
@Tushar Chattopadhyay
পারমিতার হঠাৎ মৃত্যুতে সুগত অসহায় হয়ে পড়ে। বেশ কিছুদিন বাদে একদিন হিসেবের খাতাটা হাতে তুলে নেয় পারমিতার হাতের লেখার স্পর্শটা নেবে বলে। খাতার পাতা উল্টাতে উল্টাতে অবাক হয়ে যায়। সামনের পাতাগুলোয়  হিসাব আর শেষের পাতাগুলো শুধু কবিতায় ভরা।

-


13 DEC 2020 AT 22:17

#ফাইট
#তুষার চট্টোপাধ্যায়ের কলমে

ফুটবল খেলাতে  যথেষ্ট নাম হয়েছে। বাড়ি ফেরার পথে বাইক দূর্ঘটনায় একটা পা হারিয়ে মানস মানসিক দিক থেকে বিপর্যস্ত। বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছে। মাঝ রাতে বাথরুমে গিয়ে গায়ে আগুন দিতে গিয়ে হঠাৎ থমকে গেল। কেউ যেন বলে উঠল--"ফাইট মানস, ফাইট।"  মানস ঘরে ফিরে  সিদ্ধান্ত নিল সে একটা কাঠের পা এর ব্যবস্থা করবে।@Tushar Chattopadhyay
জীবনটা নতুন করে শুরু করতে হবে।   মানস ভাবে, সেই  বিখ্যাত সংলাপ মনে গভীরভাবে রেখাপাত করেছিল বলেই বোধহয়  তখন বিপর্যস্ত অবস্থায় ওই কথা শুনেছিল।

#copyright:--Tushar Chattopadhyay

-


25 NOV 2020 AT 15:53

#পরিচয়
#তুষার চট্টোপাধ্যায়ের কলমে

অনেক রাতে ঠাকুর দেখতে বেরিয়ে পাঁচ বন্ধু এক শীর্ণকায় মেয়েকে অন্ধকার গলিতে ঢুকে যেতে দেখে জিজ্ঞেস করল---"অন্ধকার গলিতে যাচ্ছ, ভূতে বিশ্বাস নেই নাকি?" মেয়েটি হেসে উত্তর দিল--"হ্যাঁ আছে। নিজের অস্তিত্বকে অবিশ্বাস করি কী করে।" Tushar Chattopadhyay
হিংস্র বিকৃত মানসিকতায় ওরা মেয়েটির পিছু নিয়ে গলিতে ঢুকে মোবাইলের টর্চ জ্বেলে কাউকে খুঁজে পেল না। হিমেল বাতাসে শুধু ভেসে আসছে হাড় কাঁপানো বিদ্রুপের হাসি।

-


Fetching Tushar Chattopadhyay Quotes