প্রিয় মেঘ সব জানে আমাদের কথা-
তবুও রাগ,ভিজে রাস্তা, নোনা দিঘি,
ফুলের প্রতিবেশী,গলি পথ, ঝুল বারান্দা,
শীতল হাওয়া, আগুন মন,চাতক চাউনি
মনে জমে অনেক কথা,
তবুও চোখে-ঠোঁটে মেঘ জমে,ভীষণ নীরবতা।-
মরা গাঙ, ভাটি ফুল,হেঁটে চলা,পাখির ডাক,কলেজের ঘর,লাল শাড়ি।
ছাদের দেশ, পায়চারী, তোমার হাঁসি,হাত ছোঁয় কোচিং এর ক্লাস, আবির মাখা রং বাহারি।
সেই দীর্ঘ পিঠে নামলে দুপুর,অনেক দূর,অনেক কথা,বদ্ধ ঘর,ঠোঁটে প্রেমের ঘাম।
অনেক আলো,তোমার ডাক, গুনজিত মৌচাক
প্রিয় মেশা,তোমার চিঠি,আদর তোমার নাম।
কালো রাত,ওড়া ঘুড়ি,বিকেল পাখির ডাক,
কাগজের নাও,বৈশাখী ঝড়,ভাঙা নীড়,
কেউ নেই,নিভে আসে মোম বাতি,একলা ভীষণ,মন কান্না,খোলা জানলা,স্মৃতির ভীষণ ভীড়।
অন্য ঋতু,লেকের ধার,ভুল রাশিফল,কালোজল,
আমার তোমার মিলে হয় চোখ চার।
ভিন্ন সময়,অন্য কেউ,ফুল ফোটে,ওঠে ঢেউ,
পথে দেখা,আলসেমি,আড্ডার তিন কাল,বুকে ধোঁয়া, হাতের নোয়া, তুমি এখন কার ?-
প্রেম,
তুই তো এক সর্বনাশী,
রাখিস শুধু মন উদাসী...
চাওয়া-পাওয়ায় তুই বিশ্বাসী,
বলিস কেবল ভালোবাসি!!
ভালোবাসা,
তুই তো এক খোলা চিঠি,
ছুঁয়ে দিস রূপকথার জিয়নকাঠি...
তোর নেই তো কোনো মাপকাঠি,
প্রেম বিলাস পরিপাটি!!
-
তোমার মুখে কথা ভাসে অলস সন্ধ্যেবেলা।
আমি শুধু শব্দ খুঁজি,
যা লিখি খাতায়,
সবই তো তোমার অবহেলা !
কিন্তু-
ততটা অবহেলার বিকেল এটা নয়।
একটা গোধূলি ঘরে ফিরে এলে,
অনেক দূরের অন্ধকার, চলে আসে খুব কাছে।
তবু হারতে হারতে জীবন'
তোমার অভাব অভ্যাসে,কবিতায় মুগ্ধতা নিয়ে আসে।-
তবু যেন এ দুঃখের মাঝে,
রাজন্যার বুকে এক অদ্ভুত আনন্দ বাজে।
ওরা তো আর আলাদা নয়,
তাই অভির সাফল্যে রাজন্যারও জয়।
(বাকিটা ক্যাপশনে।)
-
তোমার উত্তরের অপেক্ষায় সারারাত কেটে গেল,
কই, আমার মেসেজের রিপ্লাই এলো না তো!
প্রত্যেকটা প্রহর আশায় আশায় গেল কেটে,
শেষপর্যন্ত কিনা আমার জীবনটা অবহেলায় ভরিয়ে দিলে!
(সম্পূর্ণ কবিতাটি পড়ার জন্য দয়া করে caption -এ ক্লিক করুন।)
-
ভালোবাসার কথায় চিঠিটা রয়েছে ভরে,
প্রতিটা শব্দ নিচ্ছে অভির মন কেড়ে।
অভির মনেও রঙ লাগছে একটু করে,
কিন্তু কে পাঠিয়েছে চিঠি, অভি বুঝবে কি করে?
(সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য দয়া করে caption -এ ক্লিক করুন।)
-
আমার প্রেম (প্রথম পর্ব)
সত্যি বলতে কি ভালোলেগে গেল। জীবনে প্রথমবার কাউকে এতটা ভালোলাগলো। হ্যাঁ, মানলাম...
(বাকিটা ক্যাপশনে)-
ঠিক কতোটা ভালোবাসলে
তুমি আমার হয়ে রবে ?
আমি না হয় তার চেয়ে একটু বেশি ভালোবাসবো।
ঠিক কতোটা ঝগড়া করলে
তুমি আমার থেকে অনেক দূরে রবে ?
আমি না হয় তার চেয়ে একটু বেশি ঝগড়া করবো।
-
মানুষ আজ একলা ভীষণ,
রাজনীতি ঢেকে দিয়েছে চোখ আর চৰ্ম।
সন্দেহ আর ভালোবাসাময় জটিল জীবন,
আড় চোখ আর দলা-দলি,ভয়ের নাম ধৰ্ম।
-