আর দিন-দিন খরচটা বেড়েই চলেছে। এভাবে আর চলতে পারছি নারে। হাঁপিয়ে পড়েছি...
(বাকিটা ক্যাপশনে)
-
মরণ, সামনে তুমি দাঁড়িয়ে আজ,
এখনো যে বাকি পড়ে আছে কত কাজ!
সময় যে অতি স্বল্প,
পুরোবে কি সকল গল্প...
(বাকিটা ক্যাপশনে)
-
তাকে চাই
সত্যি কথা বলতে, জীবনে কাউকে একটা দরকার। এমন কেউ যে...
(বাকিটা ক্যাপশনে)
-
জানিস, প্রথমবার তোকে যখন দেখি, তখনই তোকে ভালোলেগে গেছিল...
(বাকিটা ক্যাপশনে)
-
তোমার উত্তরের অপেক্ষায় সারারাত কেটে গেল,
কই, আমার মেসেজের রিপ্লাই এলো না তো!
প্রত্যেকটা প্রহর আশায় আশায় গেল কেটে,
শেষপর্যন্ত কিনা আমার জীবনটা অবহেলায় ভরিয়ে দিলে!
(সম্পূর্ণ কবিতাটি পড়ার জন্য দয়া করে caption -এ ক্লিক করুন।)
-
কিন্তু যখন ক্লাসরুম থেকে বেরোতে যাবে ঠিক সেই সময় মেঘা দৌড়ে গিয়ে রিয়ার হাতটা ধরল। বলল- "প্লিজ একটু দাঁড়া। তোর সাথে অনেক কথা আছে।"
(তারপর? তারপর কি হলো, তা জানার জন্য দয়া করে caption -এ ক্লিক করুন।)
-
তবু যেন এ দুঃখের মাঝে,
রাজন্যার বুকে এক অদ্ভুত আনন্দ বাজে।
ওরা তো আর আলাদা নয়,
তাই অভির সাফল্যে রাজন্যারও জয়।
(বাকিটা ক্যাপশনে।)
-
ভালোবাসার কথায় চিঠিটা রয়েছে ভরে,
প্রতিটা শব্দ নিচ্ছে অভির মন কেড়ে।
অভির মনেও রঙ লাগছে একটু করে,
কিন্তু কে পাঠিয়েছে চিঠি, অভি বুঝবে কি করে?
(সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য দয়া করে caption -এ ক্লিক করুন।)
-