**96
মেতেছে ভুবন, শারদীয় সকালে,
নাচে মোর হিয়া, আগমনী র বেলাতে,
করছেন মা পুনঃ আগমন,
মুগ্ধ হলো বেলা, তৃপ্ত এ জীবন।।-
Wishing you
Shubho sharadiya durga pujo
May devi blesses you & your loved ones-
ପଠା ରେ କଶତାଣ୍ଡି ଫୁଲ ଫୁଟିଲାଣି,
ମନେ ହୁଏ ମା' ଧରାକୁ ଆସିଲେଣି ।
ଜଗତେ ଏ କଥା ହୁରି ପଡ଼ିଲାଣି,
ମା'ର ସ୍ଵାଗତ ଚିନ୍ତା କରିଲେଣି ।
କରିବେ କେତେ ଯେ ପୁଜା ରୋଷଣି,
ମା ନୁହେଁ ସେ ତ ଦୁଃଖ ହାରେଣି।
ସଭିଁଙ୍କ ମୁଖରେ ଗୋଟିଏ ବାଣୀ,
ଆସ ଆସ ମା ଗୋ ଜଗତ କଲ୍ୟାଣୀ।-
শরৎ এর আকাশে- সাদা মেঘের অভিরাম ছোটাছুটি, নদীর কিনারে সাদা বালুচর, তার উপরে সাদা কাশ ফুলে ভরে গেছে, সকালে সামান্য কুয়াশা একটু পরে সূর্য উঠলে চারদিকে শিশিরের বিন্দুতে সকাল ঝিক মিক করছে, এসব দেখে বোঝা যাচ্ছে মা আসছে। দুর্গাপূজা মানে খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি আর আনন্দ। আনন্দ তো একা নয় সবাই মিলে ভাগ করে উপভোগ করতে হয়।
চারিদিকে শিউলি ফুলের গন্ধে মাতোয়ারা এই মন..
খুশির শরত আকাশ জুড়ে দুলছে কাশের বন
শারদ প্রভাত মায়ের আগমন এলো খুশির হিমেল হাওয়ায় মাতল যে মন।
পুজোর ভোরে ঢাকের আওয়াজ, মায়ের কাছে যাওয়া। অনেক খুশি, অনেক আলো, পুজো সবার কাটুক ভাল। শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানী,
কাশফুল আর ঘাসের দোলায় কার ঐ পদধ্বনি?
ষষ্টিতে থাক নতুন ছোঁয়া, সপ্তমী হোক শিশির ধোয়া।
অঞ্জলি দাও অষ্টমীতে, আড্ডা জমুক নবমীতে।
দশমীতে হোক মিষ্টিমুখ, পুজো এবার ভালো কাটুক।
শারদীয় শুভেচ্ছা - শুভকামনা রইল সবার জন্য-
ওইযে দূরে আগমনীর শঙ্খ বাজে,
মা আসছে বছর ঘুরে।
শিউলির গন্ধ জয়ধ্বনির সুরে,
পাড়ায় পাড়ায় শরৎ মাখে।
কুমোর রঙভর্তি তুলির টানে,
কাঠামোয় তিলোত্তমার প্রাণ গড়ে।
খুশির আমেজ ভুবন জুড়ে,
আশীর্বাণী দাওগো মা দুহাত ভরে,
দুঃখ ঘুচুক, বছরজুড়ে থাকুক সবাই সুখে।।
–✍️বেদুইন-
বৃষ্টি ভেজা শরৎ আকাশ, শিউলি ফুলের গন্ধ৷
মা আসছেন আবার ঘরে, পুজো এলো
তাইতো আবার বাজনা বাজায় ঢাকী।
নীল আকাশে সাদা মেঘে আনন্দেরই মেলা,
দুর্গা মায়ের আগমনে কাশ ফুলের খেলা৷
ভালো হোক, সুখের হোক দুর্গা মায়ের পূজা,
সকলকে জানাই আমি প্রীতি ও শুভেচ্ছা ৷।
এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন৷ আসুন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করি এ মহা উৎসবে। সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ৷ পূজা সবার ভালো কাটুক এই কামনা ৷-
~ বাঙালির পুজো ~
-------------------------
নীল-সাদা রাস্তায় থরে থরে
লাল-পেড়ে সাদা শাড়ি রমরমা;
হলুদ ট্যাক্সি, সাদা ওলা-উবের,
বাইকের সাথে মিলে সাতরঙা।
আলো আর রঙের বসনে সেজে
একরোখা কল্লোলিনী ছোটে;
বাঁশের বেড়া, দড়ির বাঁধন, কিংবা
মহামারীর ভয় নেই মোটে।
হোক লেসার-এর খেলা বন্ধ,
হোক না মণ্ডপ-সজ্জা সাধারণ;
কিছুতেই দমবে না বাঙালির
বছরের চেপে রাখা উদ্যম।-
কাশের গন্ধে মেদুর আকাশ বাতাস,
শিউলিরা প্রস্ফুটিত ওরাও পেয়েছে আগমনীর আভাস,
কুমোরপাড়ায় বাকি রয়েছে শেষ তুলির টান,
মহালয়া ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গান,
অশুভ যা কিছু আছে অপগত হোক,
পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা আজ,
দেবীর আরাধনায় হৃদয় থেকে হৃদয়,এটা বাঙালি রেওয়াজ।।-