Ajoy Gharami   (✍অজয়সাহেব🐦AjoySaheb™®©)
77 Followers · 142 Following

read more
Joined 19 May 2020


read more
Joined 19 May 2020
9 JUL 2022 AT 23:39

যেখানে অধিকার নেই সেখানে জোর খাটে না

-


22 JUN 2022 AT 18:57

মেনে নিতে পারলে ভালো
আর না হলে তো..............

-


21 FEB 2022 AT 21:49

একজন স্ত্রী বা গার্লফ্রেন্ড যে সুখ শান্তি দিতে পারে
সেই সব কিছু একজন পতিতা নারী দিতে পারে না

-


21 FEB 2022 AT 2:00

একজন প্রেমিক বা প্রেমিকা কে খুব বেশি হলে খুন করা সম্ভব
কিন্তু তার অন্তরের প্রেম তো কখনোই খুন করতে পারবেন না
প্রেম অমর রহে

-


11 FEB 2022 AT 18:47

মিছে মায়ায় বদ্ধ হইয়া
নষ্ট হইল শ্রম - কাল - অর্থ
পন্ড হইল শুভ পরিণয়!

_একবুক যন্ত্রণায় দিন কাটে
মনের মানুষ মনের খবর রাখে না_

-


1 FEB 2022 AT 3:57

একজন যখন অপরের প্রতি গরল উগরে দেয়
অর্থাৎ
সে নিজের ক্ষুদ্র বা সংকীর্ণ মনের বহিঃপ্রকাশ করছে

-


26 JAN 2022 AT 16:43

একজন পুরুষ সংসারী হয়ে ওঠে তার স্ত্রীর হাত ধরেই
কিন্তু সেই নারী যদি সংসারের প্রতি উদাসীন হয়
তাহলে সেই সংসার তো স্রোতে ভেসে যাবে

-


23 JAN 2022 AT 3:07

প্রেম করলে বদনাম ও আছে!
স্বয়ং রাধা কৃষ্ণ ও এই বদনামের হাত থেকে রেহাই পাননি! তাই এই বদনাম হওয়ার ভয় বা চিন্তা করার কোনো মানেই হয় না 😘 প্রেম করলে তো বরবাদ ও হয়।
কিন্তু প্রেমের যে মহীমা-মাহাত্ম্য-মধুরতা তার কোনো তুলনা নেই। আহা! প্রেম বড় মধুর। এতে ঝামেলা-জটিলতা তো আসতেই পারে তাই বলে প্রেম বিমুখ হওয়ার কোনো মানেই হয় না। যতক্ষণ জীবনে প্রেম আছে ততক্ষণ সেটার জন্য লড়াই করে যাও... ❤️

-


20 JAN 2022 AT 23:20

জীবন অনেক বড়!
আমাদের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে
যার প্রথম আঘাতে আমরা ভেঙে পড়ি, মুষড়ে পড়ি, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভুল করে থাকি। যা কিছু করে ফেলি তা ঘটনার আকস্মিকতায় ও চরম আঘাত থেকেই। তবে যাইহোক না কেন নিজেকে শান্ত রেখে সঠিক সিদ্ধান্ত নিতে হবে অন্যদের সাথে আলোচনা করতে হবে ঘটনাটিকে নিয়ে সঠিক ভাবে পর্যালোচনা করে অতীত ও বর্তমান নিয়ে চিন্তা করতে হবে। ভবিষ্যত আমরা কেউ দেখিনি সুতরাং তা নিয়ে ভয় বা দ্বিধা নেই। সকল পরিস্থিতির মুখোমুখি হতে হবে - পালিয়ে লাভ নাই
Be Positive Think Positive and a Positive Attitude leads to a Positive Outcome Positive Thing

-


13 JAN 2022 AT 11:38

পৃথিবীতে একজনের কাছে যত সম্পত্তি থাকুক না কেন মা - বাবা আর তাদের ভালোবাসা র থেকে বেশি মূল্যবান কিছু আছে বলে মনে করি না........ ❤️
তাদের স্নেহ - ভালোবাসা - আদর - আশ্রয় অনেক বেশি মূল্যবান
এগুলো মানুষকে অনেক বেশি বাঁচতে সাহায্য করে সাহস যোগায়, আশা যোগায়.............. ❤️
একটা পরিবার মানুষকে সমস্ত প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, লড়াই করতে সাহস যোগায়..... ❤️

-


Fetching Ajoy Gharami Quotes