you are insane
i promise myself to you
please tell me you won't change
-
Nostalgia is a venom
when you're leaving
from somewhere close
to your heart,
I've heard.
Today, I don't feel
an ounce of it
while I leave my home
of four and a half years.
I guess, I mastered
moving on.-
# ik raat akeli si #
Song in caption
Sing it if you can.
Let me know if u doing it well..-
this is not a poem
i'm definitely not a poet
and people are not poetries
nevertheless i have always
tried to place them neatly
in my half assumed analogies
or made-up words
rolling off my tongue
that i'm still learning to define
as i string them into verses i wonder
if they realize how complex
they are to be crammed up
into a single metaphor
Find them in the Caption...-
তোমার শর্তে কবি হওয়ার অভিনয়ে
খুব নেড়েছি ছুরি-কাঁটাচামচ বিদেশি শব্দের দপ্তরে,
শহরের দেয়ালে দেয়ালে লিখেছি অ-কবিতা যত
পুরষ্কৃত করার লোভে নিজের কলমকেই
করেছি বিক্রি হাজারবার
ওদের ভাড়া করা কলম আমার -
বেশ লুটেছে ছাপাখানা..!
জুটেনি গন্ধরাজ,
জুঁইমালা বা ছুঁড়ে ফেলা ছেড়া গোলাপ -
অস্থিরতার সুতোয় একমুঠো শান্তনা গেঁথে
গলায় পড়িয়েছি আমার ক্ষত কলমের।
এবার ছিল বিদায় সম্ভাষণ বেলা -
তুমি শুধু যাবার বেলা বলে গেছিলে:
"কবি হতে গেলে অন্যের শর্তে বাঁচা বন্ধ করো..।"
আমি আজকাল অন্যের কথায় বাঁচি কম,
নিজের ভাবনায় মরি রোজ,
অচেনা কারা যেন আবার দরজায় কড়া নাড়ে
ওরা শুধু কবিতা চায়, অ-কবিদের রাখে না খোঁজ!
এবার তবে নতুন ফলকনামা -
"এখানে অ-কবিতা বিক্রি হয়।"
// অ-কবিতা // -🍁🎭-
Not A Poem
It's not a poem, but is life's reality,
How hungry men ,involve themselves,
in several criminal activities,
Never give them money, for charity spoils
their creativity, engage them in any work,
which helps them to fight, against the poverty.
-
I Will Love You
With Each Part
With Each Breath
With Each Blink ,
Never Your Presence Was There
Never Will Be
Chapters Of Sweetness Are With Me
Needing No Requirement Of Connecting Links-
তবু লড়াই জীর্ণ চেহারায়,
হার মানায় যা রেগিস্তানের তৃষ্ণাকে।
দেশ যেখানে নরক,
রাজা যেখানে পঙ্গু,
সে রাজ্যে রামের প্রবেশ অপরাধ,
ভুলে যাও, জ্বালিয়ে দাও রামকাহিনী,
রামরাজ্য কিচ্ছুটি নয়,
মুকুটে পিশাচের উপহাস!-
Every fucking time,
I get stabbed by
the people who
carry knives in their
pockets, like they
carry the empty wallets,
I complain about
the scars and blood,
and let them stab
again, coz eventually,
the stabbing is my
new breathing.-