QUOTES ON #BENGALIWRITING

#bengaliwriting quotes

Trending | Latest
10 AUG 2020 AT 22:52

প্রতি মুহূর্ত আমার উদাসীন,
উদাসীনতা আমার পরিচয়।
তবুও ঠোঁটের কোণে চিলতে হাসি,
লুকোতে বড়ো ভয় হয়।

-


19 AUG 2020 AT 14:05

তুমি যার মনকে স্পর্শ করতে চেয়েছিলে ,
সে এখন রোজ রাতে অন্য কারোর শরীর ছুঁতে ব্যস্ত থাকে ।

-


23 FEB 2020 AT 10:07

কিন্তু যখন ক্লাসরুম থেকে বেরোতে যাবে ঠিক সেই সময় মেঘা দৌড়ে গিয়ে রিয়ার হাতটা ধরল। বলল- "প্লিজ একটু দাঁড়া। তোর সাথে অনেক কথা আছে।"

(তারপর? তারপর কি হলো, তা জানার জন্য দয়া করে caption -এ ক্লিক করুন।)

-


3 NOV 2020 AT 23:32

দরজার বাইরে দুঃখ এসে দাঁড়ায়
ঢাকিরা পায়ে হেঁটে ঘরে ফিরে যায়
শব্দ বাজির কাছে ধার করা গান
লেখা হইনি যদিও, মনে আছে,
গাইলে শুনবে, দু মিনিট বসে?
জোরে গাইবো না একদম গলা চেপে গাই।
এই বুঝি কড়া নেড়ে হামলা করতে আসে
সুদের হিসাব রাখিনি আর
সেসব অঙ্ক মেলেনি আর, মিশে গেছে বাতাসে।

দরজার বাইরে ওরা দাঁড়িয়ে আছে, এক দল
জানি দলে ভারী, কিন্তু সক্কলে ওরা একা।
একে একে ধার করা শব্দ থেমে গেছে,
তিলের নাড়ু, মুড়ির মোয়া - সব কৌটো ফাঁকা!
হিসেবের খাতা খুলে কি হবে,
হিজিবিজি তুমি আমি ভাগ্যিস বেচেঁ আছি
ভাগ শেষ ছিল তাই মুখ গুঁজে শ্বাস নাও।
- সুমনা গড়াই







-


12 AUG 2020 AT 19:27

সাথে থাকার চাহিদা টা ভালোবাসা নয় ,
একটা অভ্যাস মাত্র !





-


1 SEP 2019 AT 9:27

জানোতো, মহালয়া আজ উঠে গেছে,

বীরেন্দ্রকৃষ্ণের গলাটাও হারিয়ে গেছে।

দুর্গোপূজোটাও তাই কেমন যেন মনমরা,

'মায়ের' মনও হয়ত আজ দুঃখে ভরা।

(সম্পূর্ণ কবিতা পড়ার জন্য দয়া করে Caption -এ ক্লিক করুন।)

-


25 OCT 2020 AT 17:00

আগে ভেতরের রাবণ বধ হোক ।
বাইরের রাবণ তো প্রতি বছর এমনিতেই বধ হয় ।

-



( দ্বিতীয় পর্ব )

বাবুদের যে পাল্লা ভারী ; উৎসবের পরিপাটি জাঁকজমক,
স্যালাইভা রসে স্বাদের আড়ম্বর ; বেশভূষাতে জেল্লার বহর |
ফুটের খিদে ধু-লো-য় ওড়ে ; চৌমাথায় শুনি মাইকের গর্জন !
পুষ্পাঞ্জলির নিবেদিত ফুল শ্রদ্ধাভ্রষ্ট লা-ল-সা-র নজরকাহন |

বেকারত্বের ভগ্নাংশ কাঁপে ; গৃহকর্ত্রী হলো শেষে কা-ঙা-ল !
আক্ষরিকতা ককিয়ে ওঠে বৈষম্যতাভেদে পার্বণের এ কি হাল ??
হা-তে-গো-না দেখি নাচে গায় নিম্নতর উহাদের বিবেকবোধ হীনতায় ;
আর অধিকাংশের মরণ-ভয় শোকাতুর এই শরতের আঙিনায় |

-


13 OCT 2019 AT 8:45

তবু আশার আলো গুটিগুটি পায়ে আসে,

ভোরের স্নিগ্ধ আলোয় এ ধরা ভাসে।

ওরাও প্রেম জোয়ারে ভাসবে বলে বুক বাঁধে,

বিরহকে হারিয়ে প্রেম বাঁচতে শেখায় নতুন স্বাদে।

(সম্পূর্ণ কবিতা পড়ার জন্য দয়া করে caption -এ ক্লিক করুন।)

-


15 SEP 2019 AT 16:25

তোর সেই ডাগর আঁখিতেই হারিয়ে গেল আমার মন,

আর তোর খোলা চুলে খুঁজে পেলাম আমার জীবন।

তোর শাড়ির ভাঁজে আটকে গেল এ হৃদয়,

আর তোর হালকা হাসিতে থমকে যেত সময়।

(সম্পূর্ণ কবিতা পড়ার জন্য দয়া করে caption -এ ক্লিক করুন।)

-