QUOTES ON #PRAYFORBENGAL

#prayforbengal quotes

Trending | Latest
22 MAY 2020 AT 13:58

My tears spilled down
After seeing the stunned town

-


21 MAY 2020 AT 19:32

বিপর্যয়ের শেষে ধ্বংসস্তূপে দাঁড়িয়েও
কোথাও যেন একটা বিশ্বাস ছিল,
এই দুর্যোগ সামলে উঠে শূন্য থেকে শুরু
করতে আমরা পারব ঠিকই,
"যতক্ষন শ্বাস, ততক্ষণ আশ"
ফিসফিস করে কানে বলছিল কেউ,
চেয়ে দেখি কেউ নেই, শুধু ওই পাখিটা আবার
খড়কুটো জোগাড় করছে,
নতুন করে বাঁধবে ঘর তাই,
ওকেও কেউ বলছে হয়ত,
"যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।"

-


22 MAY 2020 AT 13:02

"Jodi tor daak sune keu naa ashe, tobe ekla cholo re" - Be on your own, when no one is there to help you.

রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই আমাদের মেরুদন্ড শক্ত করে দিয়ে গেছেন। প্রস্তুত করে দিয়ে গেছেন আমাদের এসব ঝড়, জল একাই অতিক্রম করবার জন্য।

-


24 MAY 2020 AT 22:19

"THIS TOO SHALL PASS"

(Read full piece in caption)

-


22 MAY 2020 AT 19:47

Pray for Bengal

-



জাতিটা বাঙ্গালী মশাই! রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র থেকে মধুসূদন, জগদীশচন্দ্র বসু থেকে মেঘনাদ সাহা থেকে সত্যেন বোস, আশুতোষ থেকে মাতঙ্গিনী থেকে সুভাষচন্দ্র, রামকৃষ্ণ থেকে বিবেকানন্দ থেকে মা সারদা, প্রফুল্লচন্দ্র থেকে সত্যজিৎ থেকে বিধান, রাহুল দেব বর্মন থেকে কিশোর কুমার থেকে মান্না দে, মিহির সেন থেকে বুলা চৌধুরী থেকে সৌরভ গাঙ্গুলি এরকম হাজার হাজার দৃষ্টান্তরা হলেন বাঙ্গালী। একটা সুপার সাইক্লোন বাঙ্গালীর সব কিছু কেড়ে নিতে পারে কিন্তু জেদ আর মনোবল নয়। আবার ঘুরে দাঁড়াবে, উঠে দাঁড়াবেই বাংলা সহ তামাম বাঙ্গালী। বাঙ্গালী পারেনা এমন কোন কাজ নেই। এখন কান্না নয়, চোখ মুছে হাতে হাত রেখে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামিল হতে হবে সকলকে।

#prayforbengal
- ২২.০৫.২০২০

-


23 MAY 2020 AT 18:36

ছাদ ভেঙেছে ঝড়ের আঘাতে
পাড়া জুড়ে তাই নেমেছে শোক
স্রোতের টানে ভেসে গেছে কত বই
ছিঁড়েছে কত স্তবক।

-


22 MAY 2020 AT 10:06

তোমার তো বেশ ভালোই লাগে,
মুষলধারা, ঝড়ের দিন,
দু-এক ফোঁটা বৃষ্টি পেলেই
মনকেমনের অনেক ঋণ।

দামাল ঝড়ে চুল উড়ে যায়,
ঠোঁট বুঝে যায় ঠোঁটের মন,
ঝাপটা হাওয়া, ইলশেগুঁড়ি
আঁধার হ‌ওয়া ঘরের কোণ।

এমন দিনেও পায়নি ওরা
মাথার ওপর একটা ছাদ,
ঘর ভেসেছে রাতের ঝড়ে,
তবুও কেমন নির্বিবাদ।

সকাল নামে ধ্বংসস্তূপে
তুচ্ছ নাকি একটা প্রাণ?
শহরতলি ভাঙতে থাকে,
জোয়ার আনে ঝড়ের গান।

সব সেরে যাক আগের মতো,
মৃত্যু, তুমি ফিরেই যাও,
সব আলো হোক, সব ভালো হোক,
বাংলা, এবার লড়েই নাও।

--- অঙ্কিতা হালদার

-


21 MAY 2020 AT 13:44

चाहे हो वो पीली टेक्सी
या फिर हरियाली आस-पास|

बीत गई वो काली रात
अब तो होगा उजाला सवेरा|

गंगा मे गोते लगाता
आगे बढ़ेगा अब फिर बंगाल|

-


21 MAY 2020 AT 15:08

বাঙালিরাই একে অপরের পাশে এসে দাঁড়াবে,
বাংলাকে ঠিক রাখার জন্য আমরা বাঙালীরায় যথেষ্ট, কোনো গুজরাটি ক্রিমিনাল যদি এসে বলে আমাদের বাংলা কে ঠিক করবে তাহলে দেখবে তারা যেটা আছে সেটুকুও চুষে নিয়ে চলে যাবে।

-