চেনা বাস ট্রামে ফিরে আসে ক্লান্তিরা
ভেজা ফুটপাতে ছেলেবেলা ম্রিয়মাণ,
তুমি শহরের মাঝে প্রিয় গল্পই খোঁজো
শুধু কলকাতা জানে প্রেমিকের পিছুটান।
- অঙ্কিতা-
(ছোট থেকেই অঙ্কপ্রিয়, তাই হিসেব মেলানোর নেশাটা রয়েই গেছে)
সুর-তাল-ছন... read more
মেঘের কোলে একটা শহর
যখন তখন বৃষ্টি হয়,
প্রেমিক তুমি মিথ্যে হলেও
প্রেমটা তোমার মিথ্যে নয়।
হঠাৎ শহর বানভাসি তাও
মনখারাপের উচ্ছাসে,
শহর তোমার হারিয়ে গেলেও
তোমার কীই বা যায় আসে।
-অঙ্কিতা-
হারিয়ে গেছে পুজোর ছুটি
মুঠোফোনেই দিন গোনা,
পুরোনো রঙ বিকিয়ে আজও
মিথ্যে প্রেমের জাল বোনা ।
বৃষ্টিভেজা প্রেমের গলি
রোজ প্রেমেদের প্রত্যাশী,
অবহেলায় প্রেমিক তোমার
প্রেমের গল্প বানভাসি।
-অঙ্কিতা-
আমি বৃষ্টি ভিজেছি এই শহরের বুকে
শুনেছি অনেক ভেঙে পড়া ইতিহাস,
আমি শুনেছি পথের অনন্ত হাহাকার
দেখেছি তবুও তিলোত্তমার কৃত্রিম উচ্ছাস।
-অঙ্কিতা-
একলা আমার শহরতলি
রোজ প্রেমিকের ব্যস্ততা
ভিজব আমি, ভিজবে তুমি,
ভিজবে শহর কলকাতা।
-অঙ্কিতা-
শহর জুড়ে বৃষ্টি নামুক
মন্দবাসার ভিড়ে
ইচ্ছেনদী বানভাসি হোক
প্লাবন আসুক তীরে
-
ঘুমের মধ্যে জেগে ওঠে গ্রাম।
কুয়োপাড়,রথতলা, আমবাগান।
চৌধুরীবাড়ি, বুড়ো বটগাছ অথবা
পুরোনো দুর্গামন্দির।
ভেসে আসা কিশোরীর আর্তনাদ।
আমায় ফিরিয়ে দাও বেহায়া বন্ধুত্ব, কৈশোরের প্রেম
ভাঙা সাইকেল আর ইস্কুলবাড়ি।
তুলসীতলায় ক্ষীণ পিদিমের আলো,
অন্ধকারে ভয় পেয়েও ডুবেছি অন্ধকারেই।
চোখ খুলে সেই, চার দেওয়ালের চৌহদ্দি
কংক্রিটের সভ্যতা ভর করে ওঠা বহুতল ফ্ল্যাটবাড়ি।
কৃত্রিম আলোয় তলিয়ে যায় চাঁদ।
একে অপরের পাশ কাটিয়ে এগিয়ে যাই।
তারপর এই দশটা-পাঁচটার অভ্যেস।
কখনও নতুন করে চেনা হয়ে ওঠেনি আর
সঙ্গী বলতে, সীমাহীন নীরবতা
ঘুমিয়ে পড়ার আগে, ঘুম ভেঙে যাবার পরেও...
-
তুমি বিদ্রোহী বীর,
শোণিতের স্রোতে বিদ্রোহ লিখে রাখো,
তুমি উন্নত শির,
বিপ্লব দিয়ে সাম্যের বাণী আঁকো।
তুমি বিন্দু ফোঁটায় রচেছ সিন্ধু
দুর্গম মহাপারাবার ,
তুমি ভেদাভেদহীন আজও সমীচীন,
বিদ্রোহ নয় থামবার।
--- অঙ্কিতা হালদার-
তোমার তো বেশ ভালোই লাগে,
মুষলধারা, ঝড়ের দিন,
দু-এক ফোঁটা বৃষ্টি পেলেই
মনকেমনের অনেক ঋণ।
দামাল ঝড়ে চুল উড়ে যায়,
ঠোঁট বুঝে যায় ঠোঁটের মন,
ঝাপটা হাওয়া, ইলশেগুঁড়ি
আঁধার হওয়া ঘরের কোণ।
এমন দিনেও পায়নি ওরা
মাথার ওপর একটা ছাদ,
ঘর ভেসেছে রাতের ঝড়ে,
তবুও কেমন নির্বিবাদ।
সকাল নামে ধ্বংসস্তূপে
তুচ্ছ নাকি একটা প্রাণ?
শহরতলি ভাঙতে থাকে,
জোয়ার আনে ঝড়ের গান।
সব সেরে যাক আগের মতো,
মৃত্যু, তুমি ফিরেই যাও,
সব আলো হোক, সব ভালো হোক,
বাংলা, এবার লড়েই নাও।
--- অঙ্কিতা হালদার-
কেউ জানেনা তোমার হদিস, মেঘের হাওয়াও স্বার্থপর,
একাই পড়ো,একাই লড়ো, সব ভেঙে যায় ঘূর্ণিঝড়।
মন বোঝে না মনের কথা, জল চেনেনা জলের গান,
মৃত্যুপুরীর হিসেব-খাতায় জলের দরেই বিকোয় প্রাণ।
ঝড়ের খবর কেউ রাখেনা, কোনখানে কার ভাঙল ঘর,
বানভাসি কোন মাতাল নদী, বৃষ্টি, নাকি জাতিস্মর?
মুহূর্তরা ঘনিয়ে আসে, পথ ভুলে যায় পথের ঠাঁই,
কার ভুলে এই বিশের জ্বালা? ঈশ্বর, আজ জবাব চাই।
-- অঙ্কিতা হালদার-