QUOTES ON #PICCONTEST17

#piccontest17 quotes

Trending | Latest
13 DEC 2018 AT 1:28

মাপতে গিয়ে হাত ঠেকে যায়, প্রেমের গভীরতা
ঝরা পাতার জবাব আসে, কেবল নীরবতা।

-


12 DEC 2018 AT 14:48

বহুকাল ধরে যত্নে বোনা
বহু অভাগির রঙিন স্বপ্নগুলি
আজ পরিস্থিতির প্রতিঘাতে
শীর্ণ পাতার মত ঝরে পড়ছে।।

সমাজ বলে-

তো তাতে কী হয়েছে!!!!
এতে তো অন্যদের কিছু যায় আসে না?
বাকিদের জীবনে তো এর কোনো প্রভাব পরে না?
এই মস্ত বড় শহরতলীর উঁচু ইমারতগুলি তো এখনও তো ঠিক আগের মতই আছে!!!
কই কোথাও তো কোনো পার্থক্য আসে নি?
কার কোন স্বপ্ন আছে না গেছে তাতে আমাদের কী?

অভাগি বলে-

তোমরা তো অনুকরন কেই শ্রেষ্ঠ বোঝো!!
নতুনত্বের স্বাদবোধ তোমরা কী কোনোদিনও খোঁজ??
কত নবীন অলীক স্বপ্নের গলায় দিয়েছ ফাঁস!!
কত উজ্বল ভবিষ্যতের সাথে করেছ পরিহাস!!
আবার যখন কিছু অভাগিরা তোমাদের বহু বাধা সত্বেও জগতে শীর্ষে পায় স্থান
তখন আবার নির্লজ্জের মতো তোমরাই বল
"এ তো আমাদেরই অবদান"!!!!

-


13 DEC 2018 AT 10:44

সেই ঘুটঘুটে অনুজ্জ্বল দুপুরটা---

সালোকসংশ্লেষের পরিব্যপ্তি আমার জালিকাকার শিরায়
এক আকাশ নিজস্বতায় মেলেছিলাম সবুজাভ সৌন্দর্য ,,
একাকিত্বের লেশও ছিলনা আমার আনন্দমুখর শিরারন্ধ্রে।

হঠাৎই হলাম সেই খামখেয়ালী বিপদের নৃশংস শিকার-
যা ছিন্নভিন্ন করে দিল আমার সৃষ্টিসুখের উল্লাস...
আচমকাই যেন বুঝতে বাধ্য হলাম একাকিত্বের কথন।

আজ আমি প্রাণহীন,বর্ণহীন এক আবর্জনা মাত্র
পরিত্যক্ত এই ফ্যাকাশে শরীরে অনায়াসে পা মারিয়ে চলা যায়
কারন,আমি যে নিশ্চুপ,সহনশীল হিসেবে পরিচিত....
আর যুগে যুগে ঠিক এভাবেই -- প্রতিবাদহীন ।।


-


12 DEC 2018 AT 13:45

গলি থেকে রাজপথ
প্রান্তর পেরিয়ে তেপান্তরে
দাঁপিয়ে বেড়ানো যৌবন আজ
হাঁপিয়ে উঠেছে শেষমেষ
যে যৌবনে ছিল চির সবুজে ভরা তারুন্য
সময়ের স্রোতে সে কেবল পায় শুধু তাচ্ছিল্যের রেশ
জীবন সে তো পর্নমোচি পাতা
হয়েছে শুধু অবয়বের রূপান্তর
পৃথিবী যাকে ঘিরে ধরেছিল আগে
আজ নাকি শুধুই অবান্তর।
শেষ ঠাঁই টুকু, তাপে ঝলসে যাওয়ার আশায়,
আজ শুধু রাস্তায়... নির্বাক! নিশ্চুপ।

-


27 OCT 2018 AT 22:50

প্রথম দেখা হৃদয় স্পন্দন মিনিটে লক্ষাধিক;
হাতে হাত ধরে পথ চলা একাধিক,
প্রথম আলিঙ্গন তোমার কাঁধে আমার নিঃশ্বাস;
ঠোঁটে ঠোঁট প্রথম প্রেমের আত্মবিশ্বাস।।

প্রথম প্রেমে হারায় না কোন পথের বাঁকে,
শুধুমাত্র উষ্ণতা ও বোঝাপড়া হয়ে যায় ফিকে।
কথার উপর কেবল কথা বাড়ে ,
বিশ্বাসের রং কেবল মুছে যেতে থাকে।

তবুও হঠাৎ যদি একদিন মনের কিনারে,,
উঁকি দেয় আমার স্মৃতিরা,চুপটি করে এসে
পিছন থেকে,,চোখটি বন্ধ করিয়ে ডেকে দেখ তোর দেওয়া ডাকনাম ধরে।
আমি বার বার ফিরে চলে যাব তোর হৃদয়ও মাঝারে।।

-


12 DEC 2018 AT 14:04

স্মৃতির পাতা ধূলোয় মাখা, দেখতে চাইলেই সব ঝাপসা;
মোটের উপর জীবন কাটে বেশ, চশমার কাঁচে হত আগামীর জিজীবিষা।

পলাতকের নির্বাসন-দণ্ড শেষ, শুকনো ডালের হৃদ-কাঁপুনি;
সুখের ঘর নাগাল ছুঁলে, পাওয়ার কাছাকাছি নিরাশা গুনি!

হঠাৎ করেই দিনের শেষ, তোমার তখনও কাজের বাহার;
ক্লান্ত প্রহর প্রাণ হারিয়ে অবশেষ, আমার কাছে মানবে হার!

দুখের ইমারত, আমার পলেস্তারা চটা দেওয়াল,
কানাগলি ঠেলে তোমার দৃষ্টি রাজপথে মিশুক চিরকাল।

ওই সুদূরে ঠিক আলোর পানে আয়োজন যাবতীয়, তুমি নাকি দায়ী!
"আমি"ই আমার বিষাক্ত ক্ষত, অন্ধকার সেজেছে আততায়ী।

গাছের প্রাণ জড়ো করে রাখা, হলদে পাতা যত- প্রতিনিয়ত মাথা নত;
জানতে চাও! সুখের ইতিকথা? শুকনো পাতায় পারলে কান পেতো!

-


12 DEC 2018 AT 13:44

তোর শহরের শান্ত অলি গলি আজ বড্ড ব্যস্ত ,
ঝকঝকে রাস্তায় যাযাবর হয়ে ঠাঁই খুজি আজও।
ঝাপসা চোখে ব্যস্ত রাস্তায় পা রাখতেই বুঝি এ শহর আমার নয় হারিয়ে ফেলেছি তাকে বা হয়তো হারিয়ে গেছি আমি ।
তবে স্বৃতি টুকু আকড়ে নিলাম শুকনো মেপল পাতার ভাঁজে,
ভালো থাকিস রেখে গেলাম আমার শহর তোর কাছে।

-


12 DEC 2018 AT 17:09

হেঁটে চলে ক্লান্ত পথিক, আর উড়ে চলে পাখি দিগ্বিদিক...
পড়ন্ত বিকেলে ফেরিওয়ালা জনে জনে সকলকে দিয়ে যায় হাঁক...
দুপুরের প্রখর রোদ বাধা হানে না তার পরে...
তার ঘরের বঁধু আঁধারি আকাশে তাকিয়ে পথ চেয়ে বসে দুয়ারে...
তাকে ভর করেছে দারিদ্রতা তবু একরাশ স্বপ্ন সচ্ছল তার ক্লান্তিঘেরা ঝাপসা চোখে...
ক্ষুধার আগুনে সেও যে জ্বলে তবু পরিবারকে হাসিমুখে রেখেছে সে যতনে ঢেকে...

-


12 DEC 2018 AT 13:44

যেখানে অন্ধকারে গা ছম-ছম করে,
সেখানে সদ্যোজাত শিশু থাকে পড়ে।

-


12 DEC 2018 AT 18:44

আধুনিক বর্তমানের আঙুলের ছোঁয়া
প্রতিটি রোমকুপে আজ পর পর ভাব
পরিবেশ হোক বা হোক পাকা রাস্তা
দিকে দিকে আজ একটা হৃদয়ের অভাব
পদপৃষ্ট হয় তার সত্য ভালোবাসা
ব্যর্থতার আখরে পূর্ণ জীবনের খাতা
শেষ কবে যে ভালোবেসেছিল সে?
ভুলেই গেছে, পরিচয় তার ঝরা পাতা...

-