Ayantika Maji   (Ayantika...)
665 Followers · 47 Following

read more
Joined 14 December 2017


read more
Joined 14 December 2017
27 MAR 2020 AT 2:23

কিছু প্রেম-
জড়ায় না, শুধু আগলে রাখে,
নিশ্চিত নয়, তবু শান্তি আঁকে।

হাত ধরে না, তার বদলে-
বাঁচতে শেখায় একা,
হয়তো তাকে, সহজেই যায়-
"ভালোবাসা" নামে ডাকা।।

-


15 MAR 2020 AT 18:29

মানচিত্রের দুই প্রান্তে বাস করা দুটো মন,
ঠিক যেন তাদের 'মনের'ই মত।
একজনের হৃৎস্পন্দন বিদ্রোহ ঘোষোনা করার আগেই
অন্যপ্রান্তের কেউ বলেছিল, "ভালোবাসতে সাহস লাগে, আর তা আসে এই মানচিত্রের আঁকাবাঁকা দাগ থেকে,- যাকে আমরা 'দূরত্ব' বলি!"

তাই দূরে থাকলেও সবাই পথ হারায় না,
কেউ কেউ বাঁধা পড়ে রোজ, নতুন করে,-
"স্বাধীন" হওয়ার মতো।।

-


10 JAN 2020 AT 22:51

মনের মাঝে জন্ম নেয় আজ, নতুন জাহান্নাম,
প্রতিদিনের মরচেরা দেয়, তলিয়ে যাবার দাম,
দিনের শেষে আদর খুঁজেও, ধোঁয়ায় বাঁচে ঠোঁট,
ভাঙার পরে আবার ভাঙো, তাকেই বলে "চোট"।

-


4 JAN 2020 AT 23:03

জীবন মানে সেই তো অনিয়ম...
কাঁচের ঘরে টিকটিক করা ঘড়ি,
ঘুমের ঘোরেও যেটুকু শ্রাবণ ঝড়,
শান্ত যখন জাপটে তোকে ধরি।

-


8 OCT 2019 AT 19:16

-


7 OCT 2019 AT 12:26

তোমার হাতে থাকবে লেগে-
হলুদ শাড়ির পাড়?
তবুও বুকে ছুরির মতন,
পাঞ্জাবীর ঐ ধার।

-


13 AUG 2019 AT 11:09

হাস দেখি! খিলখিলিয়ে,
ঠোঁটের উপর সেই দাঁতটার খেলা;
পুরোনো ছবি, কত লুকিয়ে!
দেখতে বসে, ফুরিয়ে আসে বেলা।

প্রেমে পড়েছি? শ্রাবণ মাসে?
হবেই তাহলে, নিশ্চিত মানহানি,
শয়তান তুই! বড় জাদুকর,
আমি শুধুই ছড়া লিখতে জানি।



-


6 AUG 2019 AT 21:50

বৃষ্টি সাঁকোয় তার থেকেই নিয়েছো অবসর!
যার কাছে শ্রাবণ ছিল,"তোমার গলার স্বর"।

-


4 AUG 2019 AT 11:30

বুকে জমানো স্তব্ধ ক্ষত,
মৃত রশ্মির শব্দ শোনে,
বইয়ের ভাঁজে লুকানো কফিন,
তোর কবরেই শান্তি গোনে।

-


27 JUL 2019 AT 15:37

"ভালোবাসিনা, আর♥"

(গল্প রইল ক্যাপশনে)

-


Fetching Ayantika Maji Quotes