QUOTES ON #হিজিবিজি

#হিজিবিজি quotes

Trending | Latest

ইচ্ছেগুলোও ধুলোমলিন স্ক্র‍্যাচকার্ডে লটারি খোঁজা ।
ডায়রি ভাজে লেপটে আছে স্মৃতি নামক দারুণ বোঝা ।
আতর জমে আছে দূষিত বায়ুতে , গন্ধে মাতাল আমিও বেশ ।
রাতের আঁধারকে ঘুম পারাতে নিদ্রাটাই আমার হলো শেষ ।
চন্দ্রা খোঁজে তন্দ্রাভুমি বুকের মাঝে জমেছে কালো ছাই ।
অপেক্ষায় কাতর আমিই ছিলাম বোঝেনি সে
" যে আমি তাকেই চাই । "
জ্বলন্ত ছায়ায় তার চিত্র আঁকি চিত্তে জমা নীল বিষ ।
জ্বলতে থাকা স্মৃতির পাতা আর আত্মহত‍্যা দিচ্ছে শিষ ।
স্মৃতি ভোলাতে নিকোটিন খুঁজি কলম ধরতে আর চাই না ।
ছাই হয়ে যাওয়া জীবন বলে আগুনকে আর ভয় পাই না ।

-



কাঁটার ভিড়ে ফ্লাওয়ার ফ্লাস্ক
টিকিয়ে রাখার বড্ড চেষ্টা ,
ছাপোষা বালিশে নীল সমুদ্রের
ঝড়ের বেগ মাপে থার্মোমিটার ।
পলি মাটির আলগা ক্ষরণে
ডুবে গিয়েই সে চোরাবালি ।
ব্ল্যাকসেডস চোখের কোণে
এঁকে দিয়ে যায় স্বপ্নগুলি ।
ঘুম কেড়ে নেওয়া সিগারেটগুলি
দরদাম করে টিকে থাকার ।
ভুলে যাওয়া সব প্রাচীন অতীত
অ্যাশট্রে জমানো অনেক তেষ্টা ।

-



দূরত্বের দেওয়াল,
তুলে রাখা খেয়াল,
হাতছানিতে ডাকে...
বদ্ধ গুমোট ঘর,
বৃষ্টি হওয়া ঝড়,

এক চিলতে রোদ্দুর মাখে...

-



আবার বোধ হয় ডার্কসাকেল জমিয়ে
গুমোট চোখে স্বপ্ন আঁকে ।
কতকগুলো বাক্যের বিনিয়োগ করি
সামর্থে কুলোতে পারেনা ।
তাই ধুকপুক গড়ায় ঢাল বরাবর ।
আমার গোলাপ হাতে থেকেই
নুইয়ে যেতে পারতো !
তুমি বোঝার চেষ্টা করোনি তাই ।

-



এক দমকা হাওয়ার ঝড় ,
তার রেশ কতকটা যেন রং মেশানো ‌।
হিজিবিজি এক পশলা বৃষ্টি ,
স্মৃতির ঢেউয়ে খাবি খেতে খেতে ডুবে যাই ।
সেই শুকনো ছেঁড়া গোলাপ পাপড়ি
জামার কলারে ঘামের গন্ধ মেশায় ।
ইনফ্রারেড রশ্মি দেখায় শূন্যের ঘরে জিরোর দাম ।
অবিকল তার মতোই , আয়না শুধোয় বিটকেলে মুখশ্রী ।
আবার আয়না দেখায় সময়ের হেরফের ।
আমি বরং এখন বদ্ধঘরের জানলা খুঁজে যাবো
আর বাকিটা চলে যাক ইতিহাসে ।

-



এক বিকেল ঠোঁট ছুঁয়ে
কান্না হাসি হাসে ,
রাতের সন্ধ্যা তারা
পূর্ণিমাকে ঢেকে রাখে ।
চৌকাঠ ভাঙা পথ
কোনো শাড়ির নাম লেখে ,
জামার বোতাম ছেঁড়ে
শক্ত সুতোর অভাব মেখে ।
নেইলপলিশের রঙ কেন
আজ বদল হয়ে গেছে ?
শূন্য উড়োচিঠি আমার
দরজা কেনোই বা ভেঙে গেছে ?

-


14 FEB 2021 AT 2:03

তোমার জন্যে খুব ভোরে উঠে
টেরারিয়ামে রোদ ভরে রেখেছিলাম,
রেখেছিলাম
সদ্য জাগা পৃথিবীর বিশুদ্ধ বাতাস
আর তাতে মেশানো চাঁপা ফুলের গন্ধ..
তুমি নাওনি
তাই মিলিয়ে গেছে ওরা।

আগের মতো তেমন কিছুই আর নেই..
তবু শেকড় ভিজিয়ে রাখি
আশায়, যদি বেঁচে ওঠে!
ইচ্ছে করেই মানতে চাইনি কতো কিছু,
শুধু চোখ বুজে ভাবি
তুমি আছো, বহুকাল ধরে আছো..

জমে থাকা কষ্টের বিসর্গ হয় না
ওরা বেড়েই চলে গুণোত্তরে,
তোমার দেওয়া যত অবহেলা
মেনে নিই সব..
আর মনকে বোঝাই 'ব্যস্ততা' বলে!

বুঝতে পারিনা,
সে ভালোবাসা না তোমার প্রতি দুর্বলতা?

-


12 DEC 2020 AT 19:42

-



কানাঘুষো ফোনো গপ্প , মন বিনিময় তো বড্ড একপেশে ।
হাত ধরে থাকার তৃপ্ততা মিলিয়ে আজ পাশে থাকার প্রতিশ্রুতি ।
তার মুখের হাসি বেশ ফ্যাকাশে , নিউজ ফিডের ব্রেকিংনিউজ ।
ধোঁয়া ওড়ানো চায়ের ভাড়ে মুখ ডুবিয়ে ইশারা করে ।
জানতে চাওয়ার ইচ্ছা প্রকাশ এই বদমেজাজির কারণ কি ?
উত্তর এলো ওপার থেকে অভিমানের ভাষা তুমি বুঝেছো নাকি ?

-



ছুড়ে দিও এক পেয়ালা অপমান ,
আমার অফিস যেতেই বড্ড লেট ।
কান্না লেখা জন্ম আমার
ফুটন্ত চোখে বড্ড জেদ ।
আমি চরিত্রে যতটা বেঠিক
ঠিক ততটাই আমার হিসেব কষে ।
আমার বুড়ো আঙুলে ভেঙচি দেখে
সবাই যেন সফলতা খোঁজে ।
আমি আবার মরবো অনেক আগে
তোমাদের হাসি খোরাকের জগৎ থেকে ।
কান্নায় আমার জন্ম ছিলো
হাসিয়ে যাবো কান্না রেখে ।

-