বন্ধু তোমায় ভরসা করেই
অগাধ স্রোতে ভাসা
বন্ধু তোমার হাসির মাঝেই
আমার ভালোবাসা-
◆◆◆◆◆ বাজারে কাকাবাবু ◆◆◆◆◆
বাজারে হাজার নিয়ে যাচ্ছি বাজার করতে..
লজ্জারে ঘুম দিয়ে, চললাম ধুতি পড়তে!!
রাস্তায় দেখি জোৎস্নার মা, হাতে ব্যাগ নিয়ে..
বৌদিরে বলি আমি, আজ না জোৎস্নার বিয়ে,
কথা শেষ, চড়ি রিকশায় ছুটতে ছুটতে বন্ধ,
রাস্তা শেষ, নেমে নেমে ওমা ড্রেনের এত গন্ধ।
রাস্তার ধারে একি কান্ড! আলুর গাড়ি উল্টে..
আলু ওজে পাঁচের জায়গায় দশ হবে পাল্টে।
খাসির মাংস দাম বেশি, আজ চিংড়ি মাছ কিনি,
ভুল্লে হবেনা! শেষে চায়ের সাথে কিনতে হবে চিনি।
কাকলির মাতো আসেনি, পুঁই শাক কোথায় পাবো.
এঁচোর সস্তায় নিলাম ওজে, আজ জমিয়ে খাবো।
ছেলের জন্য ম্যাগি নিলাম আমার জন্য বিড়ি,
ভিকারীকে ভিক্ষা দিলাম, কিনবো এবার মুড়ি।
বাজারটা বেশ বড়, কত্ত লোক রোজরোজ আসে,
পিছনেতে ঘুরেই দেখি বাঁদর খেলা বাজারের পাশে...
গঙ্গার ধারে বাজার ওগো, আবহাওয়াটা দারুন!!
গঙ্গার ওপার তো যাবো!! দেখি ফাঁকা আছে জরুন..
বাজার তো করেই নিলাম, তাড়াতাড়িই বাড়ি যায়..
বাড়ি গিয়ে বিশ্রাম নিয়ে দেখি প্যান্টে মানি ব্যাগ নাই;-
বন্ধু তোমায় ভরসা করেই অগাধ স্রোতে ভাসা
বন্ধু তোমার হাসির মাঝেই আমার ভালোবাসা
-
ভবিষ্যতের গোপন রহস্য জানতে ডায়াল করুন *545*85 #
প্রতিদিন এই SMS টা আমার কাছে আসবেই,
কি মজা পায় এরা কি জানি,
ভাবি জিজ্ঞেস করবো....
যদি রহস্য জেনেই ফেলি আগে থেকে
তাহলে সেটা "গোপন" থাকলো কই....!-
আচ্ছা ........
জিলিপির প্যাঁচ তো গোনা যায়..
আড়াইটে......কিন্তু
তোমার মনের প্যাঁচ কতগুলো!!!!-
নির্বাক চলচ্চিত্রের মতো আর কত দিন থাকবি?
অনেক তো হল ,এবার তো বল ভালোবাসিস কী?-
রমেন বাবু ভীষণ কালো
খায় শুধু সে কালোজাম;
ফর্সা হলে তিনি নাকি
খেতেন লম্বা ফজলি আম।
রমেনের মেয়ের বছর তিন
খেলে পিঁপড়ের ঠ্যাং নিয়ে;
কুকুরছানা টুকুস বিড়ালকে
বিয়ে করল মাছ দিয়ে।-