হাতে হাত থেকে যাক
বহুদূর যেতে ইচ্ছে হয়
যে হাতের স্পর্শে
ভালোবাসার অফুরন্ত স্রোত বহমান
যেন অক্লান্ত অনুভূতির আখর
বিশ্বাসের একমাত্র আশ্রয়
তবুও আজ সেই স্পর্শ
অনেক দূরে
ফিরে পেতে চাইলেও
পাওয়া যায় না ।
-
"হাতে হাত রেখে"-
একে অপরের কাছে-
অঙ্গিকারাবদ্ধ হওয়া--
"সারাজীবন দু'জনে একসাথে পথচলা"
'চোখে চোখ রেখে,
দু'জনে দু'জনের কাছে-
প্রাণখুলে মনের কথা বলা।'
Anima Barman.
-
হাতে হাত রেখে করতে কতো আঙুলের খেলা।যেদিন হাত রেখেছিলাম তোমার হাতে সেদিনই নিজেকে সম্প্রদান করেছি। আমার ভাল মন্দ,দুঃখ বেদনার সাথী তুমি।আরও কতো পথ হাতে হাত রেখে পেড়তে হবে আমাদের।তোমার হাত কখনো স্বান্তনার, কখনো আশীর্বাদের, আবার কখনো আদর,ভালোবাসা ও প্রেমের।
-
'হাতে হাত' মিলিয়ে লড়বো মোরা,
জীবন যুদ্ধে হবো মোরা জয়ী ।
সব বাধা করবো মোরা পার ,
সাথে আছে মোদের দীব্যত্রয়ী ।।
'হাতে হাত' ✋ রেখে করি পণ ,
বিবাহ বন্ধনে জোট বেঁধেছি মোরা।
জীবন তরী করতে হবে পার ,
লড়াই করে জয়ী হবো মোরা ।।
হাতে হাত মিলিয়ে করে কাজ,
হারি জিতি নাহি কোনো লাজ।
সবে মিলে করে যাব চেষ্টা ,
দেখবো বসে কোথা এর শেষটা।।
-