QUOTES ON #হঠাৎ_করে

#হঠাৎ_করে quotes

Trending | Latest
23 NOV 2019 AT 16:39

হঠাৎ করেই নেমে আসে নিঃসীম স্তব্ধতা,
জেগে থাকে চাঁদ,
আর নিশ্চুপ নিরবতা।

-



নিস্তব্ধ রাতের আঁধারেও কিছু গল্প জমে থাকে,
নিরবতা ভেঙে অভিমানী চাঁদ,
তারাকে কাছে ডাকে।

-


21 MAY 2019 AT 23:34

মাঝে মাঝে বন্ধুত্বও,
বিষে পরিনত হয়ে যায়......
কারন ছাড়া মধুর সম্পর্কও,
হঠাৎ ভেঙে যায়.....
হারাবো না ভাবি যাদের তারাও,
হারিয়ে যায়....
যাদের আমরা বন্ধু ভাবি তারাও,
ঠকিয়ে দেয়......

-


16 MAR 2019 AT 22:45

আজ সকালে হঠ্যাৎ দেখে চমকে উঠে।।
বাস থামিয়ে ছুট্টে গিয়ে
দাড়ালাম তোর সামনে এসে।।
যখন ডাকার শব্দ তোর কানে গেলেও তাকালি না মুখফিরিয়ে।।
তারপর হটাৎ আমায় দেখে তোর চোখ ছুল বিস্ময়তা।।
এসে তোর পাশে,ভিড় গলির মধ্যে দিয়েও ঘুরলাম
একান্তে তোর সাথে।।
আর চলার মাঝে তোর আঙুল ছোয়ার সব বাহানা,
ভেস্তে গেল তোর বাড়ির ঠিক সামনে এসে।।

-


23 APR 2019 AT 14:34

আমি প্রাণী তুমি প্রাণ,
আমি গাই তুমি গান,
আমি মানী তুমি মান-
জীবন বলেছিল।

বহুদূরের পথে পাড়ি,
তুমি থাকলেই দিতে পারি!
নেই কারোর সাথে আড়ি-
আজ আকাশ বলে দিল।

আসে আসুক দুঃসময়,
আছে কিছু তো সঞ্চয়,
আমি নির্ভীক তুমি নির্ভয়
হৃদয় শুনে নিল।

মহাকালের মহাপথে,
চেনা জানা মনোরথে,
উড়ে যাচ্ছি একসাথে-
আশা ডানা মেলে দিল।

-


8 JUN 2022 AT 0:46

হঠাৎ শুনলাম তুই শহর ছাড়ছিস,
হঠাৎ করে আমার মনে ভীষন মেঘ করে এলো।
হঠাৎ শুনলাম তুই শহর ছাড়ছিস,
হঠাৎ করে আমার মনের সব বসন্তে রুক্ষতা এলো।
হঠাৎ শুনলাম তুই শহর ছাড়ছিস,
হঠাৎ করে আমার ভীষন প্রিয় শহরটা বড্ড বিচ্ছিরি লাগছে।
হঠাৎ শুনলাম তুই শহর ছাড়ছিস,
হঠাৎ করে আমার মনের সব ভালো লাগা ভীষন বাজে লাগছে।
হঠাৎ শুনলাম তুই শহর ছাড়ছিস,
হঠাৎ করে আমার ভীষন প্রিয় "শেষের কবিতা" সবচেয়ে অপ্রিয় হয়ে এলো।
হঠাৎ শুনলাম তুই শহর ছাড়লি,
হঠাৎ করে আমার আমি আবার একা পরে গেলাম

-