আমি শহর ছাড়ছি।
আমার চেনা শহর, আমার চেনা গলি চেনা রাস্তা চেনা মানুষ সব ছাড়ছি।
আমি শহর ছাড়ছি, আমার সেই ছোটো বেলার স্কুল, আমার প্রথম যৌবনে পা দেওয়ার স্কুল, আমার কলেজ সব ছাড়ছি।
আমার প্রথম বন্ধু, আমার একমাত্র বন্ধুকে ছাড়ছি।
আমি শহর ছাড়ছি আমার জন্ম আমার বেড়ে ওঠা আমার সব যে শহর দেখেছে সেই শহর ছাড়ছি।
আমার চেনা ফুচকাওয়ালা আমার চেনা সেই বট গাছের নিচে বসে থাকা আলুকাবলি সেই শহর ছাড়ছি।
আমার প্রথম হাঁটতে শেখা আমার প্রথম প্রেম আমার প্রথম চাকরি যেই শহর সাক্ষী দিয়ে ছিলো সেই শহর ছাড়ছি।
যেই বাড়ি টাতে প্রথম বই ধরেছিলাম ,যেই বাড়ির লোক গুলো আমার ফোকলা দাঁতের হাসি থেকে চোখ ভর্তি কান্না দেখেছে সেই বাড়ি ছাড়ছি।
আমি আমার নিজের শহর ছাড়ছি, আমি ছাড়ছি আমার ছোটো বেলা, আমার শৈশব, আমার যৌবন। আমি ছাড়ছি নিজেকে আমি রেখেছি আমার সব কিছু এই শহর জুড়ে, এই শহরের প্রতিটা গলিতে আমার টিউশন ব্যাচের রাস্তায় আমার বাড়ির পাশের ওই মস্ত বুড়ো বট গাছটাতে।
আমি শুধু শহর ছাড়ছি, একটা আশা নিয়ে কখনো যদি ফিরে আসি এই শহরে আবার আবার আমায় কাছে টেনে নেবে এই শহর আবার আদরে ভরিয়ে দেবে আমায়।-
একটা সকাল হবে, চোখ খুলে তোমায় পাবো
একটা সকাল হবে দুটো কাপ থাকবে টেবিলের ওপর।
একটা সকাল হোক তোমার বুকে, একটা সকাল হোক তোমায় জুড়ে।-
চোখ পড়া বন্ধ বন্ধু
কথা হোক শুধুই লেখায়,
চোখের ভাষা ঠকায় বড়,
মন নিয়ে খালি দ্বন্ধ লাগায়।
-
সমুদ্র তুমি দেখো;
দেখে হিংসে করো, তোমার থেকেও গভীর আমাদের ভালোবাসা-
আমি তোমার সাথে 1st LOVE ANNIVERSARY নয়, 60th MARRIAGE ANNIVERSARY কাটাতে চাই।
আমি তোমার সাথে বিকেল বেলার ভাড়ের চা নয়, খবরের কাগজ সাথে দিনের প্রথম চা খেতে চাই।
আমি তোমার সাথে ফেসবুকের পাওয়ার্ড নয়, আলমারির এর পাসয়ার্ড এর ভাগ চাই।
আমার তোমার রোজ নামচার তালিকা নয় রোজ নমচার ভাগ চাই।
তোমার থেকে না বরং তুমি আমার সাথে তোমার বাড়ির লোকজনের খবর নেবে সেটা চাই।
ঝগড়া হলে ফোনে ব্লক আনব্লক নয় একিবাড়িতে মান অভিমান চাই।
আমার তোমার থেকে গোলাপ নয়, একটা বাগান চাই আমাদের বাড়ির উঠোনে।
আমি তোমার সাথে প্রেম নয় আমাদের সংসার চাই-
••কিরে কেমন আছিস?
∆খুব ভালো তুই?
••পুজোতে এখানে কার সাথে?
∆ওই যে ফোনে কথা বলছে পাঞ্জাবি পরে তার সাথে।
••ওঃ কথা টা সত্যিই।
∆হ্যাঁ মিথ্যে হবে কেনো?
••না ভাবলাম একা থাকবি!
∆ইসস তোর ভাবনাটা ভেঙে দিলাম!
••নতুন মানুষ ভালো?
∆ভালো মন্দ জানি না, শুধু জানি জ্বর হলে সারা রাত মাথার কাছে বসে থাকে,
ভালো মন্দ জানি না তবে খুব ঝগড়ার পর ফোন রেখে দিলে আবার ফোন করে সব মিটে যায়,
ভালো মন্দ জানি না কিন্তু আমার বোকামি পাগলামি গুলোকে খুব প্রশ্রয় দেয়
ভালো মন্দ জানি না তবে আমাকে খুব যত্ন করে রাখে,
ভালো মন্দ জানি না তবে এখনো হাত ধরে রাস্তা পের করে দেয়,
ভালো মন্দ বুঝি না তবে আমি রাগ করলে রাগ ভাঙ্গায় ফুল দিয়ে,
ভালো মন্দ জানি না তবে মাঝ রাত পর্যন্ত কথা হওয়ার পরও সকালে কথা জমে যায়।
ভালো মন্দ জানি না তবে আমার ছেলেমানুষী আবদার গুলো সব মেটায়,
ভালো মন্দ জানি না তবে ভেঙে যাওয়া আমি টাকে খুব আদর করে রেখেছে।
ভালো মন্দ সত্যিই জানি না, মন্দই হবে নাহলে কেউ এতটা ভালোবাসতে পারে নাকি।
•• ........
∆চলি রে
••আসছি বলতে হয় তুই তো বলতিস
∆হ্যাঁ বলতাম তো কিন্তু আমি তো আসতে চাইনা চাইনা ফিরতে অতীতে।
•• ........
∆চলি রে আমার ভবিষ্যৎ অপেক্ষা করছে। আশা করবো ভালো থাকবি-
আমি বুড়ো হতে চাই তোমার সাথে।
তোমার পাশে বসে দেখতে চাই "আমাদের সংসার"।
"ভালোবাসি" না বলে খুব ভালোবাসতে চাই।
আমি বুড়ো হতে চাই তোমার সাথে।-
আমার সব কথা মুখে বলার অভ্যাস নেই,
কিছুটা নীরবতার ভরসায় বসে থাকি;
আমার চোখ কথা বলে প্রচুর,
অনেক লোকের মাঝে তুমি যখন ব্যাস্ত;দেখো আমি অপলক তোমার দিকে তাকিয়ে আছি, যেনো বলছি "ভালোবাসি"।
কারুর জীবনেই প্রথম স্থান অধিকার আমি করি নি; তোমার জীবনেও নয়।
চিন্তা নেই সেই নিয়ে অভিযোগ অনুযোগ কোনোটাই নেই আমার; তবে একটা আশা আছে বলতে পারো তোমায় নিয়ে আমার প্রথম ইচ্ছে, আমি তোমার জীবনে "শেষ" হতে চাই।
না প্রেমিক হয়ে না আমি তোমাকে বর হতে বাবা হয়ে দেখতে চাই।
কথায় কথায় ভালোবাসি বলতে পারি না, বড্ড স্বভাব বিরুদ্ধ আমার। আমি নিরবে ভালোবাসতে পারি, তোমাকে শুধু নয়; তোমার রাগ, অভিমান, অপেক্ষা, হাসি, চিৎকার, সব কিছু এমনকি তোমার অফিস ফেরত সেই ঘামে ভেজা জামাটা যেটা সরিয়ে রেখেছো কাচতে দেবে বলে, কিংবা তোমার সেই ভেজা তোয়ালেটা যেটা রোজ সকালে স্নানের পর তুমি রেখে যাও সেটাকেও ভালোবাসি।
তবে সবচেয়ে বেশি যেটা ভালোবাসি সেটা তোমার ধর্য্যকে, একটা আদন্ত্য ভেঙে যাওয়া মানুষকে কত সহজে তুমি জুড়ে দিয়ে পেরেছো সেটা তুমি নিজেও জানোনা, দরকার নেই অবশ্য।
শুধু যেনো আমি বুড়ো হতে চাই তোমার সাথে। তোমার পাশে বসে দেখতে চাই "আমাদের সংসার"।
"ভালোবাসি" না বলে খুব ভালোবাসতে চাই।
আমি বুড়ো হতে চাই তোমার সাথে।
-
আমার বাড়ি থেকে দেখা যাবে সূর্য ওটা কাঞ্চনজঙ্ঘা, বৃষ্টি ভেজা পাহাড়ী রাস্তায় কাদা মাখা কিছু নেপালি বাচ্চা যারা রোজ আমার দিকে তাকিয়ে থাকবে ইস্কুল যাওয়ার সময়। তারা দেখবে কেউ একজন রোজ তাদের দেখে কি ভাবে কি জানি, কিন্তু দেখে। আমার বাড়ি থেকে দেখা যাবে ওই দূরের চা বাগান যেখানে সারি সারি দাড়িয়ে ছায়া গাছ। সকাল বেলা ঘুম ভাঙ্গবে না না, কোনো যান্ত্রিক আওয়াজে নয়, বৃষ্টি কিংবা পাহাড়ী রোদে, আমার বাড়ির জানলার বাইরে আসবে নাম না জানা পাহাড়ী পাখি ওদের সাথেই তো কথা বলবো, মনে খারাপের কথা। আমার বাড়ি থেকে দেখা যাবে ওই মেঘে ডাকা কাঞ্চনজঙ্ঘা।
-
হঠাৎ শুনলাম তুই শহর ছাড়ছিস,
হঠাৎ করে আমার মনে ভীষন মেঘ করে এলো।
হঠাৎ শুনলাম তুই শহর ছাড়ছিস,
হঠাৎ করে আমার মনের সব বসন্তে রুক্ষতা এলো।
হঠাৎ শুনলাম তুই শহর ছাড়ছিস,
হঠাৎ করে আমার ভীষন প্রিয় শহরটা বড্ড বিচ্ছিরি লাগছে।
হঠাৎ শুনলাম তুই শহর ছাড়ছিস,
হঠাৎ করে আমার মনের সব ভালো লাগা ভীষন বাজে লাগছে।
হঠাৎ শুনলাম তুই শহর ছাড়ছিস,
হঠাৎ করে আমার ভীষন প্রিয় "শেষের কবিতা" সবচেয়ে অপ্রিয় হয়ে এলো।
হঠাৎ শুনলাম তুই শহর ছাড়লি,
হঠাৎ করে আমার আমি আবার একা পরে গেলাম-