জাহাজ জুড়ে ভাঙ্গন,
পতন চোখে ঘনিয়ে এলো বুঝি।।
ঢেউ আওয়াজে কেঁপে উঠলে পা,
বাহুডোরে আজও তোমায় খুঁজি।।
-
চোখ সরালেই হারিয়ে যাচ্ছি দূরে,
জড়ো করছি দুখের সমাবেশ
চাদর দিয়ে ঢেকে রাখলাম ক্ষত,
ঘড়ির কাটা নড়ে উঠবার আগেই আমার সময়খানি শেষ।।
-
পৃথিবী জুড়ে কারফিউ
কফিনে ঢেকেছে দুনিয়া,হিংস্র ভাইরাস
দেওয়াল পেরোলেই চিৎকার,
শুনসান সারা দেশ,নিজঘর আজ কারাগার।।
মৃত্যু স্তম্ভ ছুঁয়েই চলেছে পারদ
বিষাক্ত নিঃশ্বাসভারে জনতার মারন সার্কাস।।
লক্ষ নিষেধাজ্ঞা লিখছে অসুখ,
প্রশ্ন মুখে উদাসী মন।।
আবার কবে ফুটবে আলোক?
কবে আজাদী গানে জনজীবন?
-
শাস্তি হোক তাদের,
মানুষ হয়েও ভেতরে ভেতরে পশুর সাজ যাদের।।
মোম জ্বালিয়ে শোক পালন অনেক হলো,
এবার আগুন জ্বালো বক্ষ মাঝে তাদের
নারী দেখলেই লালারস গড়িয়ে পরে যাদের।।
গর্জে উঠুক সমাজ,জাতি,প্রতিবাদী সুরে
ছড়িয়ে পড়ুক রোষের লাভা গ্রাম-গঞ্জে, শহরতলি জুড়ে।।
-
ফেলে রাখাই ভাল।।
সব জানানোর সময় হয়ে ওঠেনি এখনো ।।
মন স্পর্শ করো কড়ে আঙুলে রোজ।।
তবে মনে পড়ানো বারণ,
তোমার গল্পে আমারও ভূমিকা ছিল যতো।।
আজও তোর গলি চুম্বকের মতো টান দেয় আমাই,
তবু কিছু কথা,
ফেলে রাখাই ভালো।।-
আমার এ শহর জুড়ে।।
বাঁধ ছাড়িয়ে হারিয়ে গেলাম
তোমার স্বাস-প্রশ্বাসে।।
শরীর ভিজে বৃষ্টি ফোঁটাই
তোয়াক্কা নেই কিচ্ছুকে।।
আঁধার নামলে আলোর পাশে
মনে আছে কেমন করে
জ্বালতে আলো নিশ্চুপে।।
সেদিনও ছিল এমন আলো
আমার এ শহর জুড়ে।।
-
প্রেমহীন গোলাপ শুকাতে শিখেছে,একাকিত্বের টানে।।
দৌড়ে চলা পা থমকে দাড়াই, ভিড়টা সরে এলে।।
সে হেরে যায়,হারিয়ে ফেলে তবু হাত দেই না ভয়ে।।
জলুক আগুন আগরবাতিই স্মৃতির শ্রদ্ধাঞ্জলি হলে।।
তবে শান্ত জমাট বুক টা তার ভুলেছে,কেমনে আগুন জ্বলে।।-
কয়েকটা বছর আগে তাকিয়ে দেখলেই খুব ছোট্ট ছিলাম আমি।এইতো বছরখানেক আগেই মহালয়ার নির্জন ভৌরে সবার আগে রেডিও চালিয়ে ঘুমভাঙানি বকুনি খাওয়ার দায়িত্বটাই তো ছিল আমার কাঁধে।স্পষ্ট সেদিন গুলি মনে আছে, মহালয়ার আগের দিন বিকেল গড়িয়ে সন্ধে নামলেই শুরু হয়ে যেত আমার আর ভাইয়ের ফটকা গুছিয়ে রাখার কাজ আর তার মাঝে ঝগড়া, মারপিঠ,খুনসুটি তো ছিলই।কার আছে বেশি ফটকা এই নিয়ে শুরু হতো তর্ক- বিতর্ক।সেদিন ঘড়ির কাটায় সকাল সূচনার আগেই উৎসাহিত চোখে থাকতো না ঘুমের চিহ্নমাত্র।।
সেই সব দিন আর নেই,বদলেছে সময়,বদলেছে মানুষ,বদলেছে মহালয়া উদযাপনের নিয়ম।শৈশব যেমন হারিয়েছে সাথে-সাথে হারিয়েছে নির্ঘুম রাতের উৎসাহ,আনন্দ,খুনসুটি।
বিষাক্ত বাস্তব ছিনেছে আমাদের শৈশব,সারল্যতা আর দিয়েছে কিছু দায়িত্ব,আর জীবন চেনানোর জন্য কষ্ট।প্রত্যেক বছরের মতো এখন আর উৎসাহ ধরা পড়ে না দুটি চোখে, হাতে শুধু এক মুঠো ভালো স্মৃতি।সময় এতটাই বদলে ফেলে মানুষকে যে-মহালয়া র আগের দিন সকলেই জানলাম আজ রাত পোহালেই মহালয়া।।
-
অভ্যেস মাখা সোনালী,রুপালি সকাল হারিয়েছি আজ বহুদিন।।
ডাইরির পাতায় পাতায় তোর নামের ছোট্ট চিরকুট গড়তে কলম তুলি না আর।।
স্কুল সময় রাস্তা পারা-পার হয়না আর অভ্যেস জড়ানো পা দুটি।।
পাখিদের আওয়াজে মন ভাসলেও গান বাজে না হৃদয়ের সেতার এ।।
পুজো এলো দরজার ওপাশেই তবু সপ্তমী সন্ধ্যার পুজো পুজো ভাব টাও দিয়েছে দূরে পাড়ি
অভ্যেসের সাথে পা মিলিয়ে।।-
এক কাপ চায়ে আমি তোমায় বার বার চেয়েছি।।
হয়তো, কোনো নীলচে আলো ছড়ানো সকালে তোমার হাতের স্বাদ মেশানো চায়ের নেশায় মাতাল হতে চেয়েছি।।
অথবা, ঠিক সন্ধে নামার মুখে তোমার পাড়াই কোনো চায়ের দোকানে তোমার হাতের কাপ এ ডুবে যেতে চেয়েছি।।
আমার এক কাপ চায়ে আমি তোমাকে চেয়েছি।।-