আকাশ মেতেছে আজ
এক নতুন খেলায়,
মেঘের দেশে দিয়ে পাড়ি,
সাজছে রকমারি।
সূর্যিমামা লুকায় লাজে,
শরতের এই বেলার মাঝে।
কাশের মুখ হয়েছে ভার,
শরতে বৃষ্টির আভাস আবার।
সাজল উমা নতুন সাজে,
ঢাকের শব্দ কানে বাজে।-
30 SEP 2019 AT 13:39
4 OCT 2020 AT 22:04
গুমোট হাওয়া মেকি মুখোশ কোথায় মুক্ত পবন
তিস্তা পাড়ে কাশের বনে তুমুল আন্দোলন।
ভোরের বাতাস শুদ্ধ করে চলে নগর-কীর্তন
মুঠো ভরা শিউলি দিয়ে করে অঞ্জলি নিবেদন।
আবাহনের সুর বেজেছে মর্ত্যে খুশির রোল
দু:সময়ের অভয়বাণী মাভৈ: মাভৈ: বোল।
শূন্য থেকে পূর্ণ হোক, রিক্ত থেকে ঋদ্ধ হোক
ভালোবাসার দাবি নিয়ে শরত যেন নিমগ্ন চাতক।-
23 SEP 2020 AT 21:34
শিশির বাতাস শরতে লেগে আসে উড়ে
উদাসীন মেঘ জল ভরে, হয় না তবু কেন বরষন?
বুকে ব্যথা নিয়ে চেয়ে আছে আকাশ পানে
এ যেন শতকোটি কৃষকের করুন অন্বেষণ।।
-
4 OCT 2019 AT 9:05
খোলা অঙ্গন
রাতের শিশিরে ভেজা ভেজা বুক,
ঝরে পড়া রঙ্গন ফুলের হাসি-
শিউলি বোঁটায় মেঘের চুম্বন,
এলো মা উমা
খুশির ঢেউ লাগলো মনে।
আনন্দ বণ্টনে শৈবাল সরকার,
শারদ প্রভাতী শুভেচ্ছা!-
3 SEP 2021 AT 11:08
শিউলী ঝরেছে কটা ভোরের শিশির নিয়ে গায়,
শরৎ এলো নীরবে গোপনে চুপ পায় পায়।
শুভ সকাল!-