■ নিয়ম
এই সময় শুধু জানে নিয়মের ব্যত্যয়
না-শব্দের দৌরাত্ম্যে অদ্ভুত কলরোল
আজকাল হিসেব বহির্ভূত রোদ আসে বিছানায়
এই অনাহূত দাগটুকু সম্বল
সবকিছু তো অতিক্রম করা যায় না
পিষ্ট হতে হয়, পুনর্জন্ম হয়
তারপর আবার, বিবর্তনের সূত্র মেনে
এগিয়ে চলে হলুদ শুঁয়োপোকা-
হাওয়ায় ভাসে জলরঙ, দিগন্তে নীল বিস্ময়।
যদিও... read more
সুখ / শঙ্খ
সারাদিন বিষণ্ন রোদের যাতায়াত দেখে দেখে
ক্লান্ত তুমি
ম্রিয়মান আলোর দিকে এগিয়ে চলেছ
একটু একটু করে
যদিও এর চেয়ে ঢের বেশি চলে যাওয়া
খোদাই করে রেখেছ প্রাচীন জীবাশ্মের মত
তবু সুখ এসে কড়া নাড়ে প্রতিরাতে
নষ্ট সময়ের গল্প গাঁথে
হাসে-কাঁদে,
ছেঁড়া কথামালাকে জুড়ে দেয়
খুব সন্তর্পণে জেগে থাকতে হয়
রাতজাগা তারাদের সাথে
খোলা জানলায় পর্দার আড়ালে
অনিশ্চয়তা উঁকি দিয়ে যায়।-
আবহমান / শঙ্খ
আজো বেঁচে আছি যতটুকু স্থির বিশ্বাস নিয়ে
তার কিছু কিছু রয়ে গেছে আমার গোটানো আস্তিনে
মাঝে মাঝে কেঁপে ওঠে তারা
স্পর্ধার মতো, বঙ্কিম উল্লাসে
শ্যাওলা ধরা জানলার কার্নিশে যখন
শালিখের দল এসে বসে
আমি তখন পাড়ি দিই বিগত ছায়াপথ
উঠোনের কোণে একাকী ডালিমগাছ
হাতছানি দেয় সেই কবেকার
নির্জন দুপুরের
পুকুরের জলে সূর্য ডুবে গেলে
শুনতে পাই বাঁশপাতার রিনিরিনি শব্দ
শান্ত শীতলপাটির মত পৃথিবীর বুকে
মাথা দিয়ে
স্বাদ ও স্পর্শ অনুভবে আমরা ভুলে থাকি
অন্ধকার
ঘুমিয়ে পড়ার আগে আহুতি দিই পুরনো
সমস্ত হিসেব আর আগামী বেহিসেব
ছোটগল্পের মতো ক্ষুদ্র পরিধি জুড়ে
ঝরে ঝরে পড়ে অজস্র কাপলেট
আমি দেখেছি,
দীর্ঘ ঋজু পথের মতো বিশ্বস্ত সাথি কেউ নেই আর
আদিম প্রবাদের মতো
শুধু বয়ে নিয়ে চলেছে আবহমানের অঙ্গীকার
আমিও হেঁটে যাই এই পথে
বিগতযৌবন এক বৃদ্ধ ডাকবাক্সের মতো
পরিচিত স্পর্শের সুখ পেতে
হাত পেতে রই মুহূর্তের অছিলায়।-
অঞ্জলি শেষে ফিরে এলো
ফুল, জ লে র কিনারে,
একে তুমি ফেরা বলো অথবা
ভ্ৰম, দাবি সেই অনধিকারের।— % &-
শীতের পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙেছে আগল এক রোদবিক্রেতা,
মরসুমি আঁচ লেগেছে পলাশের গা'য়, কতটা তীব্র হলো তোমার প্রেমপ্রখরতা?— % &-
বসন্তগীতি
---------
....চারিদিকে রঙের ধুলো
তবু বেরঙিন, ধূসর ফ্যাকাসে লাগে
এত গরিমা, এত প্রশস্তি
মুকুটে ঋতুরাজ উপাধি!
— % &-
যখনই প্রয়োজন হবে দৃপ্ত আর বলিষ্ঠ উচ্চারণ,
মাতৃভাষা জ্বেলে দেবে আগুন, বিপ্লবের বিউগল।— % &-
আবছায়া
-----------
বুকেতে অবুঝমিনার,
ছুঁয়েছ অজানা অছিলায়
পরিযায়ী পাখিদের মত,
অনুরাগে, উদ্ধত ঠোঁটে, আবছায়ায়।-
ঠিকানাবিহীন
---------------
তাড়া ছিল
বড়, অসময়ের ছায়াঋণ,
আমাদের কাহিনি অবিকল অসম্পাদিত
সাবেকি গড়ন, গন্তব্য ঠিকানাবিহীন।— % &-
শৃঙ্খলে বেঁধেছে জীবন, হাসছে ক্রূর অদৃষ্ট
কিছু রেখা করতলে রয়ে যায় চির-অস্পষ্ট।-