গোধূলি সময়কালে একদিন শলাপরামর্শে পাখিরা,
সূর্য যায় ঘুমের দেশে হয়ে অটল সিদ্ধান্তরা।
আড়ালে থেকে উঁকি দেয় আলোময় চাঁদের সাজ।
নক্ষত্রদেশে ঝিকিমিকি ধ্রুবতারার কী লাজ।-
মায়াজালে বাসা বেঁধে শেষে ভালোবাসায়,
ঘেরাজালে জমলো ধুলো অচিরেই সহসায়।-
In time of Play boy Romeo
We all need a 'Manju'
Who says
'O meri Laila, Laila
Khwaab tu hai pehla
Kab se main tera hoon
Kab se tu meri Laila'-
Kuch shikayatein tumse thi ab nahi hai,
Kuch umeedein dil ke panno mein kho gayi hai,
Kuch yaadein mit ke bhi ab nahi mita ja sakti hai,
Kuch ahaaas mein ab bhi tumhari wajah se dab gayi hai,
Kuch khwabon mein ab hbi tum rahe gaye ho aur rahe jaoge,
Kuch baatein ab bhi tumse nahi ho payi hai aur nahi ho sakegi.-
Khamoshiyan daga nahi karti
Umeed daga kar jati hai,
Khamoshiyan daga nahi karti
Umeed daga kar jati hai,
Jaanab, hum sab janate the phir bhi
Umeed laga kar baithe hai...-
কিছু মুহূর্ত দাগ কেটে যায় স্মৃতির আঙিনায়।
কিছু কথা রয়ে যায় তার মনের চিলকোটায়।
কিছু এলোমেলো অনুভূতিরা রাঙিয়ে দিয়ে যায় তার সীমানায়।
কিছু বাঁধনের জেরে জেরবার বিবেক আজও কিছু সম্পর্ক হাতড়ায়।-
স্বপ্নের মায়াজালে আজ অর্ন্তধান আমি,
তোমাকে স্বভাবে খোঁজে হয়ে অন্তর্যামী।-
ভালোবাসার সুখ সাগরের আমি তুমি সদাগর,
কাঙ্খিত কিনারায় অলীক স্বপ্নরাজ্য হয়ে ওঠে বড়ো জোর।-
ধর্মের নামে চলেছে অসহিষ্ণুতার কারবার।
ধর্ম যা করা হয় ধারণ,
কিন্তু যা আজ হয়ে ওঠেছে মারণ।
মনুষ্যত্ব খুঁজে চলেছি যেথায় সেথায়,
অবশেষে পাওয়া গেল তারে এক কোনায়।-
Khubsurat yeh tahaniyon mein,
Rang chada hai tere pyaar ki mithas ka.
Khamoshiyaan sab kahe jati hai,
Nasha chada hai tere in aankhon ka.-