বটবৃক্ষের মতো তোমার আগলে রাখা বুক,
যত পাখি এসে বসছে বসুক!
আমার তো তোমার ছায়াতেই সুখ-দুখ।।-
ফিরতি হাওয়ার কোলে
সকালের প্রাণবন্ত সূর্যটাও
সন্ধ্যায় যায় ঢলে।
সারাদিনের ক্লান্তি জুড়াতে
প্যাচপ্যাচে গরমের দিনে
এলোমেলো হাওয়ায় বসে
একটু জিরিয়ে নিতে বেশ লাগে।
ফিরতি হাওয়ায় বার্তা পাঠালো
মাধবীলতা, গন্ধরাজের মত কিছু ফুল।
আবার সকাল হবে, সোনালী সূর্য উঠবে
আসবে আলো, খেলবে হাওয়া
তোমাকে ভালো রাখার জন্য।।-
শীতের চাদরে মুড়ে,
ঝরে যাক সব পাতা দুঃখের কদরে
জানি হবে শুরু বসন্তের কুহু ডাকে!
নতুন করে উঠবে সেজে কচি পাতার সাজে।।
-
তীক্ষ্ণ দাবদাহে
অন্তর মাঝে বর্ষ শেষের গ্লানি,
কোমল প্রভাতে উষ্ণ আভাতে
আবার আসবে নতুন জানি।
হয় শেষ,তবু নেই শেষ
এই বিশেষ বৈশাখ মাসের।
হৃদয় ভরা,আগুন ঝরা
তপ্ত ধরার মাঝে
চেনা নামে, অচেনা সংখ্যায়
নববর্ষ এসেছে সোনালী খামে।
সাজিয়ে বরণের সাজ, ফেরারী বসন্ত
তাই দিগন্ত ভরেছে সবুজের ভারে,
উড়ায়ে ধূলা বৈশাখী বেলা
নিয়ে নতুনের ডাক সাথে।-
আমি পারিনি বাঁধতে তোমায়,
আমার হৃদয় মাঝে,
তাই ভাসাতে পারিনি তোমায়,
আমার নয়ন জলে!
আমি পারিনি বলতে তোমায় না বলা অনেক কথা,
আমি পারিনি লিখতে তোমায়
না বোঝা মনের ভাষা।।-
ঠিক তেমনি আছে আজও
তবু তাকালে না ফিরে একবার,
ফেলে গেছ সম্পর্কে পূর্ণ বিরাম।
হয়তো এভাবেই
রাগ অভিমানে ভাঙছে ক্ষণে ক্ষণে
সম্পর্কের আসল মানে।।-
হারিয়ে যায় কেউ
বল দেখি খুঁজে পাওয়া হয় কি সহজ?
দিন যায় রাত যায় শুধু বাড়ির লোকই বসে থাকে
তার প্রতীক্ষায়।-
"জীবনের শূণ্যস্থানটা
ভুল মানুষকে দিয়ে পূরণ করার চেয়ে
শূন্য রাখাই শ্রেয়"
'❤️'— % &-
"জীবনের শূণ্যস্থানটা
ভুল মানুষকে দিয়ে পূরণ করার চেয়ে
শূন্য রাখাই শ্রেয়"
'❤️'— % &-