আঁচলে মেঘ নিয়ে বসে থেকো অজ্ঞাত আকাশ
আমার ছাদের টব জল ভুলেছে দীর্ঘদিন
তোমার তিগ্মতা বুঝি পায়নি অবকাশ।-
পশ্চিমে মেঘ করে আসছে
মনের কোণে জমছে ধুলো
ভেঙেচুরে দূরে দাঁড়িয়ে প্রেমিক মানুষ
মাঝি তো পাল তোলেনি এখনও
এই বুঝি কালবোশেখী আবছা করে দিল সব
তুমিও সরে সরে যাচ্ছো ক্রমশ
আমি তবু ঠায় দাঁড়িয়ে, নিথর
নড়তে পারিনি এক পা'ও
বলতে পারিনি কিছু
এ কূলে বসে আছি
কবে হব পারাপার তোমার পিছু পিছু?-
কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেই,
সব মেঘকে মাটির বুকে ঝরে পরতে নেই।-
চেনা গলিপথে হয়না দেখা আর
মেঘের এখন অন্য পাড়ায় ঘর
চাতক আজও বৃষ্টি ভালোবাসে
রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত স্মৃতির অবসর ...-
হলুদ শাড়ি, সেফটিপিন, চোখে কালো ফ্রেম, মেঘলাদিন...
বৃষ্টির আভাস, ময়ুর নাচ, নদীতে ঢেউ, ঝাপসা কাচ...-
পলকে আঁধার কেটে গেল
মেঘের পালকে ভেসে আকাশে
বজ্রপাতের কালো মেঘের দাগ
পেরিয়ে পরিযায়ী কত পাখি সব
ভেজা পালকে করছে কলরব
বিরক্তির ডানা ঝাপটানোতে
ঝরে পালক অজানা স্রোতে
তবু ওরা চলে অসীমের ভিনদেশে
এমনি করেই হাওয়াতে ভেসে।
-Tarit Maity
-
একটুকরো মেঘ আমাকে তাড়িয়ে মেরে ছিল-
হ্যাঁ,পেটে ছিল খিদের পাহাড়।
নিজের জন্য নয়;সেটা ছিল মোর বাচ্চার আহার।।
আনারস বিস্ফোরকে যখন দগ্ধ আমি-
বাঁচার আশা নাই।
শিশুর তরে কাঁদে মন
তাই নিলাম নদীতে ঠাঁই।।
তবুও,ক্ষতি করিনি কারো;ভাঙিনি কারো ঘর
শুধু জানতাম না মানুষ এত ক্ষতিকর।।-