মীরার মতো বাসবো ভালো রাধা হতে চাইনা তোমার,
স্পর্শে তোমায় নাইবা পেলাম হৃদয়টা থাক শুধুই আমার।-
রুক্মিণী হতে চেয়েছে সবাই,পশ্চাদে রাধা হতে কেউ আসেনি,
কৃষ্ণপ্রেম কি এতই জটিল?ভক্তিযোগে মীরার মত কেউ ভালোবাসেনি।-
কৃষ্ণপ্রেমে মাতাল জগৎ, ভক্তিতে সুর তোলে
কৃষ্ণলীলায় মাতোয়ারা হয়ে ছন্দ ভোলে...
রাধা যখন ব্যাকুল হয়ে অপেক্ষারত,
মীরা তখন সুরে ভাঁজে মধুর ছন্দ যত।
সখী রাধা আর মীরার অনন্ত প্রেম দেখে
জগৎ যেন একতরফা প্রেমে মাহাত্ম্য বোঝে।।
-
জনমুখর এই ব্যস্ত শহরে,
অন্তর্মুখী আমি একটু বেশিই মুখচোরা।
নিছক কথোপকথনের অভাবে,
হারিয়ে যায় কতো অ-সম্পূর্ণ গল্পেরা।-
* অন্যরকম ১ *
এক 'নীরা'কে আকাশ দিতে, সুনীল মেঘে ধাঁধা,
আরেক 'মীরা'র অন্ধ তারা, কৃষ্ণ চোখে বাঁধা।
প্রেমের প্রতি প্রতিটি প্রেম, জ্বালিয়ে রাখে বিশ্বাস,
নরম হাতে কলম এলে, অসুখ পোষে বাঁ-পাশ।
কথার বোঝায় বদহজম, রিকশাওয়ালার পেটে,
সস্তা হিসেব গা লাগোয়া, বাবুমশাইয়ের ব্রেডে।
কটা তালির বিনিময়ে, আরও মেলে ফ্রী বা ডিসকাউন্ট?
কান্না চাপা হাসি দেখে, বলতেই পারো ক্লাউন! ক্লাউন!
মিটিং মিছিল রোজ শহরে, আবার একটা নীরা খুন,
ক্যান্ডেল মার্চে মোম পুড়িয়ে, বাপ রক্তে ঘষেছে নুন।
যুদ্ধ-বিমান, গোলাপের কাঁটা, রোজনমোচায় ঢের;
ভাঙার খেলায় জিততে পারলে, সমাজটা আপডেট।-
বাঁধ ভেঙ্গে যায় ধৈর্যের,
গর্জে ওঠে আমার রুদ্ধ মন।
তোমাকে রাখবো না স্মৃতিতে
করলাম পণ।।-
কৃষ্ণ প্রেমে মগ্ন রাঁধে
ভুলিল ভূবন মায়া।
বারি বারি হায় ফিরি ফিরি যায় হইয়া আত্মহারা।
গোবিন্দ সেবায় বিভোর মীরা
ত্যাগিল রাজসজ্জা।
ভক্তি সাগরে ডুবিয়া সে হায় হইল হরি প্রেমে মাতোয়ারা ।
রাঁধে ও মীরে তোমাকেই সদা ভজে
লোকে বলে কলুষিতা।
কেন জর্নাদন করিলে এমন
করিলে সঙ্গ ছাড়া।
তবে জানি মনে কি বা যায় আসে মিছা লোকলাজে
হৃদয় যখন তোমায় ভরা।-
কথার ভাঁজে, নিঝুম একলা রাতপ্রহরে
চোখ পড়ে যায়, বিবর্ণ ধূসর আলপনায়।
জানালায় রেখে দৃষ্টি, ভাবে উদাসীন মেয়েটি
সর্বনাশা এক মরশুমেতে হঠাৎ বিচ্ছেদের যন্ত্রণা!
-
ভাসিয়ে নিয়ে যায় আমার মেয়েবেলায়।
ছবিগুলো হয়তো কালক্রমে মলিন, তবে সেই মুহূর্তগুলো এখনো বড্ড বেশি সতেজ। বর্তমান আধুনিক যুগের হাজারটা নিজস্বীর ভিড়ে সেই সাধারন ক্যামেরাতে তোলা ছবিগুলোই যেন এক টুকরো বাতাস।।-
হয়তো আবার দেখা হবে কোনো এক গোধূলিতে , তোমার বাহুডোরে থাকবে তোমার প্রেয়সী আর আমি তোমার দৃষ্টির বাইরে একাকী নির্জনে.......
-