ও আঁখি তুই অমন করে
তাকাস কেন মিছে l
এক পলকে মারিস কেন
মায়াবী ওই চোখে ll-
বাঁধিস আমায় মায়ার বাঁধনে,
তোর কজ্জল পলকে;
সোহাগ ছোঁয়া দৃষ্টি ঝরাবো,
হবো দিশেহারা পুলকে।-
কাজল আঁকা চোখের বাঁকে,
ফিরি আনমনে উঠিও আঁতকে;
দৃষ্টিভরা রঙিন ভাবের সাধনে,
বাঁধো প্রাণপণে মায়ার বাঁধনে।-
কি আছে ওই অচেনা চোখ দুটোতে?
আবিষ্কার করতে ইচ্ছে হয়।।
কখনো চোখের তারায় যেন
কত বিস্ময়! কত আবেগ,কত প্রশ্ন,
কত মায়া।
আবার কখনো রাগ,অভিমান,কষ্ট।
কখনো ব্যাকুলতা আবার কখনো আকুলতা।
না,না, এসব কিছুই না
হয়তো অপ্রকাশিত মনের কথা__-
ওই আঁখিতে দেখেছি আমার মরণ,
অতলে হারিয়েছি আমি,
শুনিনি কাহারো বারণ।
নেশার সাগরে ডুব দিয়েছি,
ভুলেছি কূলের দিশা,
ভ্রান্ত মনের দুরন্ত বায়,
অনলে জেগেছে তৃষা।।-
তোমার ওই মায়াবী দুচোখের নেশাতে
বারংবার প্রেমে পড়ে যাই।
রজনীগন্ধা ফোঁটার পূর্বেই আমি
তোমাকে ভূলে যেতে চাই।।
.....প্রয়োজনী-
তোর চোখে দেখেছি আমি এক আগুন,
এমন আগুন যা আমার আত্মাকে পর্যন্ত পুড়িয়ে যায়,
আর সেটা আগুনে পুড়ে আরো খাঁটি হয়।
তোর চোখে দেখছি আমি নদীখাতের গভীরতা,
তার ভেতর দিয়ে বয়ে চলা জলস্রোত,কি ভীষণ শীতল,শান্ত,
কিন্তু কি ভয়ংকর তৃষ্ণার্ত।
তোর চোখ দুটো বড়ই হিমশীতল,
কিন্তু জানিস তাতে অদ্ভুত একটা আবেগ আছে,
যা প্রকাশ পায় শুধুমাত্র আমারই কাছে।
তোর চোখ দুটো বড়ই মায়াবী,
তোর চোখের ওই ছায়াভাব ভ্রান্ত করে আমার দিক,
আবার তোর চোখে থাকা ওই আলোর উজ্জ্বলতা আমায় করে তোলে পথিক।
তোর চোখের ওই মায়াবী বুনন বড়ই জটিল,
কিন্তু ওই জটিল বুনন খুলতে অদ্ভুত এক টান হয়,
তখন জটিল মনস্তত্ব কেও সহজ বলে মনে হয়।
হয়তো সব ভালোবাসা এমনই হয়,
অনেকটা মায়াময়😊।-
এক একটা চোখ কি দারুণ মায়াবী হয়,
এক আশ্চর্যজনক ক্ষমতা থাকে ওই চোখগুলোয়, কাউকে আটকে রাখার!
যেখানে একবার আটকে গেলে,ভূমিকম্পও টলাতে পারেনা।😌🥀-