Rabby Chowdhury  
2 Followers · 2 Following

তোঁমাঁরঁ_ ভাঁবঁনাঁয়ঁ_বিঁভঁরঁ_থাঁকিঁ
আঁমাঁরঁ_কাঁব্যেঁরঁ_নাঁয়িঁকাঁ_তুঁমিঁ
Joined 3 February 2022


তোঁমাঁরঁ_ ভাঁবঁনাঁয়ঁ_বিঁভঁরঁ_থাঁকিঁ
আঁমাঁরঁ_কাঁব্যেঁরঁ_নাঁয়িঁকাঁ_তুঁমিঁ
Joined 3 February 2022
14 DEC 2024 AT 23:08

কবিতার চরিত্র গুলো সবই আজ শুধু শব্দ হয়েই রয়ে গেছে
কখনো তারা ছিল মেঘের দলে,
শ্রাবণের ফোঁটা হয়ে নেমেছিল ঝরে।
কখনো তারা ছিল কাব্যের পাখি,
উড়ে গেছে কল্পনার দূর পাহাড়ে।

কখনো তারা ছিল রক্তমাখা যুদ্ধক্ষেত্র,
স্বপ্নেরা ভাঙে, আবার গড়ে নতুন সেতু।
কখনো তারা ছিল প্রেয়সীর চোখে,
অবুঝ প্রেমে আঁকা এক নীল স্বপ্ন।

কিন্তু আজ?
আজ তারা শুধুই শব্দ—
অক্ষর প'রে অক্ষর,
বাক্যের ভাঁজে ভাঁজে হারিয়ে গেছে।

যে চরিত্র একদিন গল্প বলতো,
আজ সে ঠাঁই নিয়েছে বইয়ের পাতায়।
যে কণ্ঠ একদিন গান গাইতো,
আজ সে চাপা পড়ে গেছে নীরবতায়।

কবিতার চরিত্ররা হয়তো থেমে নেই,
তারা আজও বহমান, শব্দের স্রোতে।
তবে তাদের প্রাণের রং মুছে গেছে,
শুধু কালি আর কাগজের মাঝে বেঁচে আছে।

তবু শব্দেরা চিৎকার করে,
তাদের শোনো, দেখো তাদের ছায়া।
শব্দের গভীরে হয়তো আজও বেঁচে আছে
তোমার আমার একান্ত অনুভূতির আয়না।

-


19 OCT 2024 AT 20:27

তোমার সাথে আমার একটা বিকেল কাটুক

তোমার সাথে আমার একটা বিকেল কাটুক,
গাছের ছায়ায় বসে, হাসি-ঠাট্টায় মাতুক।
বাতাসে ভাসুক প্রেমের গন্ধ,
নদীর স্রোতে মিশে যাক আমাদের গান।

সন্ধার আলো মিশে থাক একটু মুগ্ধতা ,
তোমার চোখে পড়ুক নতুন এক ঝিলিক।
কথার ফুলে সাজুক প্রতিটি ক্ষণ,
বিকেলের মধুরতা থাকুক অনন্ত, অনন্ত কাল।

পাখিরা গান গায়, ছড়িয়ে পড়ে সুর,
তুমি আর আমি মিলেমিশে, হব স্মৃতির ঝর।
সুখের চেয়ে বড় এই সময়ের দাম,
তোমার সাথে কাটুক, এটাই আমার স্বপ্নের নাম।

-


18 OCT 2024 AT 1:16



রূপকথা, তুমি অমীমাংসিত আয়না,
প্রতিদিনে তোমায় খুঁজে পেতে,
মন নতুন এক স্রোতে ভাসায়
ছায়ায় ছায়ায় নিখোঁজ স্বপ্নের পাতা।

নিস্তব্ধ  মনে গোপন খেলা,
চোখের কোণে সাজানো আবেগের ভেলা,
তোমার গল্পে পাই আমি শান্তি,
অতীতের গন্ধে ডুবে যাই, নিঃসঙ্গ কল্পনা।

প্রতিটি শব্দে রয়েছে রহস্য,
নিঃশব্দে শুনি হৃদয়ের তালে,
আকাশে ছড়িয়ে থাকা তারা,
তুমি তো আমার অন্তরের মাধুরী, আঁধারের পালা।

অতিতের পাতা উল্টালে,
জীবনের ক্রমবিবর্তন ধরা পড়ে,
আমার খুঁজে ফিরা  তোমার রেশ,
যেখানে শেষ, সেখানে শুরু, একটি নয়া স্রোত।

তুমি আজও আমায় সংজ্ঞায়িত করো,
অন্ধকারে আলোর আঁচল,
রূপকথার এই পথের ঠিকানা,
আমার অন্তরের রঙিন পাখি, উড়ে যাওয়া।

রুপকথা তুমি আজও আমার কাছে
এক অমীমাংসিত আয়না,
যেথায় আমি প্রতিনিয়ত নিজের চেহারা।

-


18 OCT 2024 AT 1:05

তুমি আমার হয়েও হলে না আর
চাঁদের আলোয় দেখা,
সন্ধ্যার ছায়ায় লুকিয়ে থাকা,
মনে পড়ে, সেই আগের দিনের কথা ।

হৃদয় গহীনে স্মৃতির গান,
তবুও দূরে -- দূরে তুমি,
আমার শূন্য পৃথিবীতে
নাহি মেলে তোমার সন্ধান।

নদীর কলতানে কি ছিল,
স্বপ্নের তরী ভাসানো,
যেখানে প্রেমের কথা,
জীবনের বইয়ে লেখা।

তবুও একটা জীবন তোমার জন্য
রয়ে যাবে  আজন্ম ফাঁকা

তুমি আছ, তবু নেই,
অন্তরে ব্যথার সুর,
তুমি আমার হয়েও হলে না,
এই গল্পের নতুন মোড় ঘুর।

চুপিসারে স্মৃতির  পাতা,
সময়কে ফিরিয়ে দেওয়া তোমার মনে আঁকা 
আমার হৃদয়কে ভাসিয়ে যাও বার বার
তবুও তুমি আমার হয়েও হলে না আর

-


8 APR 2023 AT 9:39

তোমাকে না বলতে পারা কথাগুলোই বুকে
নিয়ে রোজ ঘুমের দেশে চলে যাচ্ছি,
আক্ষেপের শহরে আমি আজও স্বপ্নতে-তোমায়
বিশ্বাসের চোখ দিয়ে খুঁজে যাচ্ছি।

দেখো আমি খুঁজে চলেছি তোমার ঐ
রক্তাক্ত নীলিমায়,
বাস্তবের শেষ সন্ধ্যায় অবিরাম-একতরফা
প্রতিনিয়ত।।

-


4 APR 2023 AT 22:49

আগুন ছিল তোমার চোখে,
আমিও ছিলাম ভীষন দাহ্য
হৃদয় জ্বলেছে ভেতর ভেতর,,
ভালো থাকাটা শুধুই বাহ্য...।।

-


4 APR 2023 AT 22:39

ফেরত চাইনি সেই শহরের উপকাথা
দূরত্ব জানে প্রেম চেয়েছে ঘর।
কত আলোকবর্ষ ফিরিয়ে দিয়েছি তোমায়,,
বরফ সমাধি,, গোলাপ অতঃপর।।

-


4 APR 2023 AT 22:12

কিছুটা বৃষ্টি ছুল বড়োই প্রয়োজন
তোমার মনের আকাশে মেঘ হওয়ার জন্য
সেই তুমি গেলে চলে এলেনা ফিরে
আমার এই তৃষিত অন্তরে।

-


4 APR 2023 AT 22:06

হয়তো ভালোবাসার,,
কোন কিছুই পুরোপুরি শেষ হয়না।
অবশেষে এক আকাশ পরিমান,
অপেক্ষা নিয়ে চুপচাপ থেমে যায়।
জীবনের পথে আমরা...
হেঁটে যায় আার গুঁড়ো গুঁড়ো
আয়ু ছড়িয়ে ছুটিয়ে পড়ে..!!

-


4 APR 2023 AT 21:52

বৃষ্টদানায় আকাশ ভরে নিয়ে
ঝরো ঝরো বারিধারার চিঠি।
আমার কাছে বৃষ্টি এসেছিলো
মুহূর্ত হয়েছে মনের শীতলপাটি

-


Fetching Rabby Chowdhury Quotes