তোমার সমস্যাগুলো একান্তই তোমার নিজের,সেগুলোর সমাধান তোমাকে নিজেকেই করতে হবে,সেটা নিয়ে কারোর সাথে আলোচনা করতে যেওনা,কেউ বুঝবেনা,কেউ বোঝেনা। 😌🥀— % &
-
পুরোপুরি একঘেয়ে হওয়ার চেয়ে 'অদ্ভুত' হওয়া উত্তম।
মাঝে মাঝে মনে হয় দূরে কোনো পাহাড়ে হারিয়ে যাই,ওখানে অন্তত শান্তিতে থাকা যায় 😔🥀
-
না কাউকে ভয় হয়,
না কারোর উপর ভরসা হয়।
শুধুমাত্র ভোলেনাথ আছে যাদের মাথার উপর,
তাদের জন্য বাকি দুনিয়া কিছুই নয়।।
🙏❤️🥀জয় ভোলেনাথ 🔱💙🌼-
এক একটা চোখ কি দারুণ মায়াবী হয়,
এক আশ্চর্যজনক ক্ষমতা থাকে ওই চোখগুলোয়, কাউকে আটকে রাখার!
যেখানে একবার আটকে গেলে,ভূমিকম্পও টলাতে পারেনা।😌🥀-
হৃদয়ে জায়গা দেওয়া মানুষগুলো,
হৃদয়েই আঘাত করে কেনো?
বিচ্ছেদের ক্ষত সারেনা সহজে,
অপেক্ষাদের মৃত্যু হয়না জেনো!!
🥀-
আর যা কিছু বলার ছিলো,
নাইবা আর শুনলে!
নাইবা হলো আর বাক্যবিনিময়।
থাকনা কথাগুলো কিবোর্ডের ব্যাকস্পেসে,
যেভাবে পাহাড়ের গায়ে মেঘ জমে রয়।।
🥀-
কিছু কিছু সময় পরিস্থিতি মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়, কিন্তু মন কিছুতেই মানতে চায়না।
তখনই পিছন থেকে কেউ যেনো বলে ওঠে
"হেরে গেলে চলবে?এখনো অনেক লড়াই বাকি আছে" 😔🥀-
ভালোবাসার শুরুটা হয় প্রেমের,
শেষটা রয়ে যায় সমঝোতায়!
তাই শুরুটা গোলাপ দিয়ে হলেও
শেষটা রজনীগন্ধায়।। 🖤🥀-
অপেক্ষার থেকে আনন্দের কিছু হয়না,
পেয়ে গেলেই তো সব শেষ।। 😔🥀-