Sagar Rongbaaz Adak   (সা গ র আদক)
90 Followers · 92 Following

খুঁত থাকাটাই সৌন্দর্য, পাগলামিটা প্রতিভা
পুরোপুরি একঘেয়ে হওয়ার চেয়ে 'অদ্ভুত' হওয়া উত্তম।
Joined 26 April 2018


খুঁত থাকাটাই সৌন্দর্য, পাগলামিটা প্রতিভা
পুরোপুরি একঘেয়ে হওয়ার চেয়ে 'অদ্ভুত' হওয়া উত্তম।
Joined 26 April 2018
25 FEB 2022 AT 0:47

তোমার সমস্যাগুলো একান্তই তোমার নিজের,সেগুলোর সমাধান তোমাকে নিজেকেই করতে হবে,সেটা নিয়ে কারোর সাথে আলোচনা করতে যেওনা,কেউ বুঝবেনা,কেউ বোঝেনা। 😌🥀— % &

-


29 OCT 2021 AT 12:16

মাঝে মাঝে মনে হয় দূরে কোনো পাহাড়ে হারিয়ে যাই,ওখানে অন্তত শান্তিতে থাকা যায় 😔🥀

-


20 OCT 2021 AT 23:53

অবহেলা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। 😌🥀

-


29 JUN 2021 AT 22:23

না কাউকে ভয় হয়,
না কারোর উপর ভরসা হয়।
শুধুমাত্র ভোলেনাথ আছে যাদের মাথার উপর,
তাদের জন্য বাকি দুনিয়া কিছুই নয়।।
🙏❤️🥀জয় ভোলেনাথ 🔱💙🌼

-


27 JUN 2021 AT 9:38

এক একটা চোখ কি দারুণ মায়াবী হয়,
এক আশ্চর্যজনক ক্ষমতা থাকে ওই চোখগুলোয়, কাউকে আটকে রাখার!
যেখানে একবার আটকে গেলে,ভূমিকম্পও টলাতে পারেনা।😌🥀

-


13 JUN 2021 AT 20:13

হৃদয়ে জায়গা দেওয়া মানুষগুলো,
হৃদয়েই আঘাত করে কেনো?
বিচ্ছেদের ক্ষত সারেনা সহজে,
অপেক্ষাদের মৃত্যু হয়না জেনো!!
🥀

-


31 MAR 2021 AT 21:58

আর যা কিছু বলার ছিলো,
নাইবা আর শুনলে!
নাইবা হলো আর বাক্যবিনিময়।
থাকনা কথাগুলো কিবোর্ডের ব্যাকস্পেসে,
যেভাবে পাহাড়ের গায়ে মেঘ জমে রয়।।
🥀

-


26 JAN 2021 AT 8:16

কিছু কিছু সময় পরিস্থিতি মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়, কিন্তু মন কিছুতেই মানতে চায়না।
তখনই পিছন থেকে কেউ যেনো বলে ওঠে
"হেরে গেলে চলবে?এখনো অনেক লড়াই বাকি আছে" 😔🥀

-


24 DEC 2020 AT 23:03

ভালোবাসার শুরুটা হয় প্রেমের,
শেষটা রয়ে যায় সমঝোতায়!
তাই শুরুটা গোলাপ দিয়ে হলেও
শেষটা রজনীগন্ধায়।। 🖤🥀

-


22 DEC 2020 AT 22:06

অপেক্ষার থেকে আনন্দের কিছু হয়না,
পেয়ে গেলেই তো সব শেষ।। 😔🥀

-


Fetching Sagar Rongbaaz Adak Quotes