তাকে বলে দিও
ব্লক করে দিলেই
ভালোবাসার অনুভূতি আর মনের টান
ব্লক হয়ে যায়না।-
সুযোগের সৎ ব্যবহারটা না হয় তুমিই করলে।
মজাটা তুমিই নিয়।
সত্যের কাছে আমিই শ্রেয়।
প্রয়োজনে মনে করো,প্রিয়জন হয়ে নয়।
প্রয়োজন হয়েই থাকবো পাশে।
মন থেকে মনে নাই বা ডাকলে।
আমার মনে তুমি আগের মতই থাকলে।
ব্লক আনব্লক খেলার ছলে
আমায় কেবল কাদিয়ে তোলে।
ভাঙ্গবে ভুল অনেক গুলো বসন্ত পরে।
তখন আমি লক্ষ্য যোজন দূরে।
এক লহমায় ভাঙ্গবে তোমার ভুল
কে দেবে অতীতের মাসুল?-
আবারও আনব্লক করবে ব্লক করার জন্য।
আবারও কথা বলবে নতুন করে ঝগড়া করার জন্য।
আবারও বিশ্বাস করতে শুরু করবো
নতুন করে বিশ্বাস ভাঙার সুযোগ করে দেওয়ার জন্য।
আবারও ঠিক আগের মতো ভাঙবে মন,
আবারও কাঁদতে কাঁদতে কাটবে রাত।
আবারও এক রাশ মিথ্যে স্বপ্নের সমাগম হবে।
আর এভাবেই একটা জীবন মৃত্যুর কোলে ঢোলে পড়বে।-
কাউকে ব্লক করার থেকে ডিলিট করা ভালো,, ব্লক করলে সে কোথাও না কোথাও আটকে থাকে,, কিন্তু ডিলিট করলে,, অন্তত কিছুটা হলেও মুছে যায় ।।
-