....
-
আকাশটা আকাশের মাঝে হারিয়ে গেল
একটা রাঙা দাগের এপার-ওপার এতোটা আলাদা হয় কি করে?
চেনা মুখটাই অকারণের কারণ খোঁজে
শরীরজুড়ে কিছু কর্তব্যের দায়সারা আঁচড়
শাড়ির ভাঁজে ডালের হলুদ দাগ
মাছের আঁশটে গন্ধ
কিছু নোটের জবরদখল
সাবান ফেনা কপাল ছুঁলো।
নড়বড়ে খুঁটি, সে প্রিয় চাউনি হঠাৎ উধাও
আমার ঘামটা কম নোনতা,
রোজ রাত্রে ফ্যানটাই নেয় খবর
মাস গড়িয়ে বাচ্চা কাঁদে,
দায়িত্ব খোদাই চার দেয়ালের পাঁজর জুড়ে।
নিজের অভিধান নিজের অর্থ গেছে ভুলে
চোখের কোণে আলাপটা ক্রমশ হয়ে উঠেছে কাঁটা
ছুটিহীন রান্নাঘরের ঘন্টি বেজে গেছে, যাই তবে
মন্দবাসার রূপকথা, ছেলেমানুষীর দীর্ঘশ্বাস!
একটি বার যদি হাতটা তুলে ঝুঁকে চুমু খেতে...
আমি আছি, তুমি কোথায়?-
-সেদিন বিয়ের মন্ডপ থেকে পালিয়ে গিয়েছিলি কেন!!
-জীবনের উদ্দেশ্য খুঁজতে
-মানে তুই কোনো ছেলের সাথে...
-না
-বুঝলাম না
-আজ আমি 𝓵𝓲𝓯𝓮 এ 𝓼𝓾𝓬𝓬𝓮𝓼𝓼𝓯𝓾𝓵 শুধু সেদিনের জন্য। যেটা সেদিন বাবা, মা বোঝেনি, বাবা বুঝেও বেশি গুরুত্ব পাড়ার লোকেদের কথায় দিয়েছিল। সেটা বোঝা না।
-ভাবছি ইঞ্জিনিয়ারিং টা এবার শেষ করেনি, অনেক খাটতে হবে।
-আর বিয়ে?
-তুই কি চাস আমিও মন্ডপ থেকে পালাই।
-যেখান থেকে খুশি পালা, লক্ষ্য থেকে না।-
সকাল, সন্ধ্যা
শুনতে হয় কানের
কাছে
বিয়ে বিয়ে বিয়ে।।
শুধু বিয়ে
বিয়ে আর বিয়ে
কর
খেতে যাব আমরা।।
আমি যাব
তুই করনা বিয়ে
কী মজা
তোর বিয়েতে যাবখেত।।
কর বিয়ে
এবার বুঝ মজা
আরো
বিয়ে বিয়ে করতে।।
-
প্রেম করছো করো,
কিন্তু বুঝে কোরো বিয়ে।
শাক সবজির যা বাজার দর,
তাতে পেট ভরবে কি শুধু প্রেম দিয়ে?-
পাকা দেখা
মেয়ের আজ পাকা দেখা,চলছে আয়োজন,
ইলিশ,চিংড়ি,মাংস আছে,সাথে চাল এক মণ।
পাত্র পক্ষ বেজায় ধনী,আছে বাড়ি গাড়ি,
কথা দিয়েছেন মেয়েকে নাকি সুখ দেবে যে ভারী।
মেয়ে আমাদের লক্ষ্মী প্রতিমা,ফর্সা গায়ের রঙ,
চোখ দুটো যেনো কথা বলে তার ,অঙ্গে সুশ্রী ঢঙ।
পাত্র খুবই ধনশালী, বিদ্যে নেই পেটে,
সাহেবিয়ানা দেখায় সে,চার চাকা তে উঠে।
নেশার কাছে যায় না সে,পান,মদ,গাঁজা খায়,
সময় পেলে একটু আবার বারবনিতার কাছে যায়।
তবুও ছেলে রাজপুত্তুর,লাখে একটা মেলে,
রাজি হলেন মেয়ের বাবা,ছেলের কুকর্ম সব ভুলে।
যৌতুক তাদের খুব বেশি চাইনা,
তিন লক্ষ টাকা,একটা চার চাকা, মেয়ের গায়ের গয়না।
ছেলের হাতের দুটো আংটি,গলার মোটা হার,আর অল ফার্নিচার,
সবকিছুই তো মেয়ের'ই থাকবে,কারণ নেই চিন্তার।
খানিক বাদে মেয়ের বাবা ভাবে মনে মনে,
মেয়ে আমার থাকবে সুখে, এ পাত্রের সনে।
সম্মতি তবে দিয়েই ফেলি, কিন্তু পণ যে ঢের!
কেমনে মেটাবো ওসব আমি,সাজাবো ঘর মেয়ের!
সাত পাঁচ ভেবে লাভ কি হবে,যৌতুক যে দিতেই হবে !
ভিটে মাটি বেঁচে,ধার ঋণ হয়ে, উজাড় করে দিই তবে।
মেয়ে যদি আমার থাকে হাসি মুখে
তবে নিঃস্ব হয়েও আমি থাকবো সুখে।-
সৌন্দর্য্য আর টাকা দেখে নয়..🙃
মন আর ব্যাবহার দেখে বিয়ে করো..😊
অনেক বেশি সুখী হবে...।❤️
-
প্রেম তো সবার জীবনেই আসে,❤️
শুধু,
কারোর প্রেমের পরিণতি বিয়ে হয়,😍
আবার কারোরও বা ব্লক লিষ্ট।😅
-
আমরা বাঙালী ,আমরা একটা থাপ্পড় খাওয়ার পর আর একটা গাল এগিয়ে দিই ৷
ভয় একটাই যদি বিয়ে না হয় 😂😂😂-