QUOTES ON #বিজয়াদশমী

#বিজয়াদশমী quotes

Trending | Latest
8 OCT 2019 AT 18:32

ব্যস্ততার মেঘ আবারও আসছে ঘনিয়ে,
স্মৃতিদের পদধ্বনি হিয়া মাঝে বাজবে অনুরণিয়ে।
প্রদর্শনীর উৎসব,কৃত্রিম আনন্দ- হাসেন অন্তর্যামী!
এবারের পূজো ইতি তবে - শুভ বিজয়া দশমী।

-


27 OCT 2020 AT 12:58

আকাশ বাতাস নিস্তব্ধ আজ,
ঢাকের আওয়াজ কই বাজে!
কাশ এর বনে বিদায়ী সাজ..
শূন্য মণ্ডপ,বিষাদের সুর হৃদয় মাঝে;
এই বছরটা যেমন তেমন..
আসছে বছর দেখা হবে;
ততোদিন ফের দিন গোনে মন..
বছর ঘুরে যোগ দেবে ফের উৎসবে।







-


26 OCT 2020 AT 9:28

সকল গুরুজন, আমার সমবয়সী এবং ছোট ভাই বোন সকলকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা...
💕💕💕💕💕💕

-


28 OCT 2020 AT 1:57

ষষ্ঠী থেকে সপ্তমীর ,
কাটলো দারুণ মজা করে !
ঘরে কনে সবাই মিলে ।।

অষ্টমীর সকালটা যাবে,
অঞ্জলি তে মায়ের সম্মুখে !
রইলো মনে মনে 'করোনা' জন্য ।।

শুরু হলো নবমীতে.....
নতুন নতুন সাজে ,,
সাজলো কতো নর- নারী !
'মা' যে কতো সাজে.....
দেখবো এবার বেশ।
সব ইচ্ছা রইলো মনে মনে,
ফুটলো না আর কথা মুখে !
2020 যে ।।

তার পরেতে দশমীতে.....
মাকে নিয়ে সিঁদুর খেলা!
সে তো এক নতুন সাজে ......
মুখে 😷
'মা' চিনে নিলো সবাইকে নয়ন দেখে ।।

মায়ের ভাষান হবে ....
কোথায় পুকুরে না গঙ্গায়
সেখানে ও কি করোনা ❓






-


16 OCT 2021 AT 10:32

আবার এসো মা,
এসো এ ধরাধামে..
আবার এসো ক্লান্ত আকাশে,
প্রাণ দিও মা ওই মৃত শিউলি গাছে।
আজ,
‘বাসি' আবিরে মিশেছে বিষাদ–স্বর;
বাস করি আমি একা উঠান শূন্যতায়
ওই বোধ হয় নিভলো প্রদীপ;
চোখ ভাসে অশ্রু–আদ্রতায়।

-















-







-



বিসর্জন

-


15 OCT 2021 AT 12:30

"চলো; তোমাদের কৈলাশে রেখে আসি,
এবার তোমাদের বাবা কে নিয়ে আবার মর্তে যাবো।"

-


25 OCT 2020 AT 14:32

রাত পোহালেই দশমী..
বিসর্জনের বাজনায়
আসে চোখে জল--
যে আনন্দের রেশটুকু এনেছিলে--
সব মিলিয়ে যায়
বিদায়ের মুহূর্তে....
পড়ে থাকে ঝরা শিউলি
আর মাঠে মাঠে
কাশের গুচ্ছ...

-