H ●´   (🌻)
229 Followers · 105 Following

🌄🌻💀
Joined 9 October 2021


🌄🌻💀
Joined 9 October 2021
15 SEP 2024 AT 19:11

RG নয়
লড়াই KAR

-


14 AUG 2022 AT 20:20

বন্যার নেশা লাগে দেওয়ালের গায়ে,ছন্নছাড়া শরীরের স্রোত
স্নায়ু বন্ধনে ক্ষিদের সঞ্চার,বোতামের মুক্তিতে পরাধীন ঠোঁটের শব্দকোষ

-


12 JUN 2022 AT 19:20

যাতনার বাঁধে বন্যা তুমি,তুমি স্নায়ু বন্ধনের অ্যাড্রিনালিন;
মন্বন্তরের দেহ তৃষ্ণায়, তুমি রাখালবালকের ‘আমিষ’ কবিতা রাত্রিকালীন

-


9 JUN 2022 AT 18:03

ক্ষুধার্ত উপত্যাকায়
স্পর্শের দহনে উষ্ণতা কেনাবেচা;
মাখলে রাতের নোনতা স্বাদ!
শেষ চামড়ার প্রেম ?

-


9 JUN 2022 AT 10:36

আকাশ ছোঁয়া চাতক তৃষ্ণা ওষ্ঠের সীমানায়.
নগর কবি অচৈতন্য চেতনার চাহিদায়..
ছোঁবো ছোঁবো বলে ম্যারাথনে দিল; হৃদ– রন্ধের অনশন
অপেক্ষার আদ্রতা গুলো দেহে জমাট বাঁধে, বৈশাখীর লক্ষণ?

-


8 JUN 2022 AT 10:05

কাল এসেছিলে শুনলাম, সহস্র হাসির আওয়াজ
বাম অলিন্দে তখন সে খুব জোয়ারের টান
লতাগুল্মের বস্তি গুলোয় মুছে গেল মরুদ্যানের মাংস প্রেম
বানভাসি নৌকায় দেহ মানসবিহীন, তাকে হারিয়ে ফেলার ভয়!
তাকিয়ে ছিলাম বহুক্ষণ, সাঁঝবেলার গণ্ডি পার!
চেতনায় ঠোঁট তখনও স্পর্শ করেনি, জ্যান্ত ছিলাম!
ক্ষত নিরাময় করবে কবে?সাহস করে বললেই ফেললাম
উত্তরের জলোচ্ছাস জড়িয়ে ধরবে শক্ত করে; এই আশায়
আরশিনগরের দিকে তখন দেখি লোডশেডিং;
হৃদের ক্ষেত্রফলের গায়ে গায়ে শুধু বালুচরের রং–মিছিল!
সেই আঁচলের অভ়ারণ্য আর নেই,নেই তার ঝুমকো ‘জুপ্লাংকটন'!
তখন! মাঝির ব্যঙ্গাত্মক কন্ঠ– “ওঠো হে ভায়া, সন্ধ্যা বেলায় এত ঘুম কীসের?"
নোঙর ফেলার শব্দ জানান দেয় ....
রক্তে মাংসে মোড়া চিত্ত বাঁচে আছে,নেই জোয়ারের চিত্রাঙ্গদা ।।

-


7 JUN 2022 AT 20:10

মেঘের চিবুক ছুঁয়ে রোজ ,দুদিনের রোদের মুখোশ খসে পড়ে বুর্জোয়াদের বাড়ি।
সাদা কালো পেন, বিদ্রোহী লালনের স্বরে একমুঠো বাউলের বন্ধন;
সুরের কিল–চড় বৃথা যায়,ওঠেনা শিরায় উপশিরায় নজরুলী স্পন্দন!
জাতির দেহে গল্পঃ নেই ,আছে শুধু রক্ত মাখা স্বপ্নদোষ;
কল্প রাজ্যে মন্ত্রীর আদেশ ‘আইনও আমার দেশও আমার নগরবাসী নগ্ন হও"
যুবক শরীর, অনেক জ্ঞানী মাথার পাড়া
তবু যাও,লাইনে দাঁড়াও আবার দাবার সৈন্য হও।।

-


2 MAY 2022 AT 12:13

তোমারে সেলাম

-


15 APR 2022 AT 10:19

তোদের মগজে থাকা ঘৃণার উপত্যকা
কিংবা,আমার বারান্দার অহং প্রজাপতি,
বা, তার মোহের মুখোশ নীল
দেহের প্রাচীন কালো দাগ,
পাঁচিলের ঝগড়ুটে ‘শালিক’ দিল
বা, ওই যে দেওয়ালের ওপারের আত্মা গুলো হিংসায় মত্ত;
এ সব ধূসর,সব সংশ্লেষিত ঋণাত্বক চিত্ত
প্রশমিত হোক!
দু–এক পশলা আকাশ–হৃদের আলিঙ্গনে
বৈশাখের শরীর উষ্ণতা পাক সহিষ্ণুতার..
সবার হৃদপিন্ডে আবার ফুটুক নতুন ভোরের গোলাপ ফুল
দ্বেষহীন হোক এ দেশের জনগন।।

~হিরণ্ময়



-


3 APR 2022 AT 13:39

বুক পকেটে স্মৃতির জাল,স্পন্দনে যানজট
শূন্যের টান রাতেই লোভী,কবি বেয়াদব লম্পট;
দাগ!! ওগুলো কাগজ ফুলের দলমন্ডল
একটু ধূরস একটু রঙিন;
সব বাছাই করবো সন্ধ্যে হলে
চামড়ার আরোগ্য নাকি নুন ছোঁয়ানো হিমোগ্লোবিন!।

-


Fetching H ●´ Quotes