ঝড় জলে ভেসে গেছে কত বই।
ভেসে গেছে স্বপ্নগুলো রাস্তার জমা জলে..
বিসর্জন এমনও হয়?
-
জানি না, স্থিরতা আজও গুরুত্ব পায় কিনা। অথচ তুমিই শিখিয়েছ, চুপ করে থাকতে হয়। নিজেকে জানার ও জানানোর এর থেকে বড় ধ্যান আর নেই।
-
"বই"
আমার প্রিয় বন্ধু,জানে দিতে প্রানের মুল্য;
প্রান-সখা "বই" নিঃশ্বাসের সমতুল্য।
-
বেচারা মিষ্টি বোন আমার,
কতই না চাপ ছিল যে তার।
পরীক্ষা বন্ধ শুনে বাতিল করল বই–
নাচছে সারাদিন শুধু তাতা থই থই।
😂🤣-
‘বই’ ,সে যে জ্ঞানের ভান্ডার, এক বিশাল সমুদ্র
অচেনা-কে চেনার,অজানা-কে জানার,অদ্ভুত এক শক্তি ,
প্রতিটি লাইনে কিংবা শব্দে, খুঁজলেই পাওয়া যাবে
মনকাড়া ,সাজানো-গোছানো ,সুন্দর সব যুক্তি ।
নতুন বইয়ের গন্ধে মেলে ,অনন্য অনুভূতি
সুখ-দুঃখ ,অবসর সবেতে-ই সাথী তিনি ,
একাকীত্ব-র প্রতিষেধক হিসেবে-ও জুড়ি মেলা ভার
আট থেকে আশি সবাই মোরা,তাই তো থাকি ঋণী ।
গ্রন্থ ভান্ডারে যে বিবিধ রতন, কোনটা ছেড়ে কোনটা বলি ?
‘শেষের কবিতা’ ? ,‘পরিণীতা’ ? নাকি শেক্সপীয়ার-এর ‘হ্যামলেট’ ?
বর্ষাস্নাত মেঘলা দুপুর বা শান্ত গভীর রাত
হাতের কাছেই রয়েছে যে ‘রোমিও-জুলিয়েট’ ।
বইয়ের মাঝেই লুকিয়ে থাকে নতুন অভিজ্ঞতা
চেতনার বিকাশ ঘটিয়ে ,ভাঙে মনের রুদ্ধ দ্বার ,
জ্ঞানের আলোকে ভরিয়ে তোলে ,প্রশ্ন পিপাসু মন
কেমন করে বইয়ের অবদান ,করি অস্বীকার ??
বই-কে তাই আপন করো
সকাল থেকে সাঁঝে ,
দেখবে ,ভালোবাসা-টা বেঁচে আছে
ওই বইয়ের-ই ভাঁজে ।।-
Much of Goldsmith for English literature.
His affection for English literature, give us a gold mine.
His flawless thinking; for his creativity... make us a good reader.
Yeah that's day was the most important day for English literature.
The date was 23 April 1616.
In this day we lost our all time favorite writer sir William Shakespeare.
Today, this day we celebrate for our English literature god.
A great obedience for his pen...-
বই পড়া বই ই প্রাণ
বই ই ঘ্রাণ
বই ই প্ৰিয়
বই ই শ্রেয়
বই ই স্বর্গ
বই ই মর্ত
বই ই জীবন
বই ই মরণ
বই ই সম্মান
বই নয় তো অপমান।-